Shuru
Apke Nagar Ki App…
ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরে বামেদের পথ অবরোধ
Mijanur
ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরে বামেদের পথ অবরোধ
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ট্র্যাফিক আওয়ারেনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো চাঁইপাট কলেজে । চাঁইপাট S.P.B.মহাবিদ্যালয় প্রাঙ্গনে - দাসপুর ট্রাফিক গার্ড, পশ্চিম মেদিনীপুর এবং মহাবিদ্যালয়ের- IQAC সেলের যৌথ উদ্যোগে স্টুডেন্ট উইকস উদযাপনের অষ্টম দিবসে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে ও আইনি প্রক্রিয়া জনিত বিষয়ে ছাত্র ছাত্রীরদের অবগতির জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়। মহাবিদ্যালয়ের সেমিনার হলে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন - মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা - ডক্টর শিলা চক্রবর্তী, IQAC ও সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় -প্রধান অধ্যাপক - ডক্টর প্রনয় কান্তি দাস, দাসপুর থানার ওসি - অঞ্জনি কুমার তিওয়ারি, ট্রাফিক ওসি - মৃণাল কান্তি সিকদার,DSP ট্রাফিক -২ - অঞ্জন ঘোষ , ট্রাফিক SI - দেবাশীষ ঘোষ সহ অন্যান্যরা পুলিশ অধিকারিক ও আধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ।1
- হাওড়া বিষ্ণুপুর রেল লাইনের drm inspection এ বিষ্ণুপুর থেকে আজ একটি প্যাসেঞ্জার ট্রেন জয়রামবাটি স্টেশনে এসে পৌঁছালো।1
- Safe drive, save life1
- বাঁকুড়া, কোতুলপুর: মাধবপুর থেকে আদ্রা বাজার পর্যন্ত রাস্তা তৈরীর পর।1
- তৃণমূল কংগ্রেসের একাধিক প্রতিবাদ মিছিল মতিয়ার রহমান,উলুবেড়িয়া বৃহস্পতিবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিহিংসা মূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে উপস্থিত রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্বকেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়,হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। অপরদিকে একই বিষয়ে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা, সহসভাপতি শ্রীধর মন্ডল, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, সুদীপ কুমার বেরা,প্রমুখ। একই ভাবে বাগনান, আমতা সহ একাধিক কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল।2
- কয়লার টাকা কোথায় ব্যবহার হয়েছে?কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? #ndgbangladigital #viralpost2025 #Bhagabanpur #SuvenduAdhikari #PurbaMedinipur #AbhishekBanerjee #IPAC #Nandigram #AllIndiaTrinamoolCongress #MamataBanerjee1
- হুগলির খানাকুলের পূর্ব রাধানগরের নদী গভীর না করে বাইরে থেকে মাটি এনে তাই বাঁধ তৈরি দাবিতে রাস্তায় টায়ার জালিয়ে গ্রামবাসীদের অবরোধ1
- মেদিনীপুর শহরে ঘড়ি মোড় চত্বরের ব্যস্ততম রাস্তার ফুটপাত রীতিমতো দখল হয়ে গিয়েছে টোটো অটো এবং বাইকে। বাসে ওঠার জন্য অপেক্ষারত নিত্যযাত্রীরা ফুটপাতে দাঁড়ানোর অবকাশ পাচ্ছেন না। দখল হয়ে যাবা ফুটপথের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী।1
- হুগলি জেলার গোঘাটের ২ নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল রায় তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী পড়ে শোনাচ্ছেন।1