logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

সপ্তাহখানেক পর হঠাৎ মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যে, যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধনের নেতৃতে বিশাল বাহিনী নিয়ে থানা এলাকার দুইটি স্থানে নির্বিঘ্নে বিপুল পরিমাণ ফলন্ত গাজা গাছ কেটে ধ্বংস করে দিল এমনটাই দাবি পুলিশের। যাত্রা পুর থানার ওসি জানান, থানার সমস্ত অফিসার, কনস্টেবল স্টাফ, টি এস আর জোয়ান যেমন ১৪ নং ৯ নং এবং ১১ নং ব্যাটালিয়নের জোয়ানদের নিয়ে সকাল সাতটায় জগৎরামপুরের adc ভিলেজের দক্ষিণ তৈছমার জঙ্গলের ১২টি প্লটে গাজা গাছ কাটিং করা হয়। তারপর ফিরে আসা হয় কাঠালিয়ায়। ফের কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ত্রিমুখী চৌমুহনী থেকে সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক ধরে উত্তর দিকে প্রায় ১২ কিলোমিটার সড়ক অতিক্রম করে দক্ষিণ পাহাড়পুরের ঠাম্মামুড়ার জঙ্গলে গিয়ে দশটি প্লটে ফলন্ত গাঁজা গাছ কাটিং করা হয়। ওসি জানিয়েছেন যে, তারা যখন গাঁজা বাগানে গিয়ে গাছ কাটিং শুরু করেন তখন নাকি কিছু লোক দূর থেকে প্রত্যক্ষ করেন। তবে , ওসি জানিয়েছেন জোয়ানদের সংখ্যা দেখে গাঁজা বাগানের মালিকরা বাধা দিতে সাহস করেনি। নির্বিঘ্নে সর্বসাকুল্য ২২ টি গাজা বাগানে প্রায় লক্ষাধিক গাছ কেটে বুধবার দিন ঘন কুয়াশার মধ্যেও সফলতা আসে। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই জাতীয় অভিযান আগামী দিনেও জারি থাকবে!

2 hrs ago
user_News On Tiprasa
News On Tiprasa
Journalist Sepahijala•
2 hrs ago

সপ্তাহখানেক পর হঠাৎ মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যে, যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধনের নেতৃতে বিশাল বাহিনী নিয়ে থানা এলাকার দুইটি স্থানে নির্বিঘ্নে বিপুল পরিমাণ ফলন্ত গাজা গাছ কেটে ধ্বংস করে দিল এমনটাই দাবি পুলিশের। যাত্রা পুর থানার ওসি জানান, থানার সমস্ত অফিসার, কনস্টেবল স্টাফ, টি এস আর জোয়ান যেমন ১৪ নং ৯ নং এবং ১১ নং ব্যাটালিয়নের জোয়ানদের নিয়ে সকাল সাতটায় জগৎরামপুরের adc ভিলেজের দক্ষিণ তৈছমার জঙ্গলের ১২টি প্লটে গাজা গাছ কাটিং করা হয়। তারপর ফিরে আসা হয় কাঠালিয়ায়। ফের কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ত্রিমুখী চৌমুহনী থেকে সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক ধরে উত্তর দিকে প্রায় ১২ কিলোমিটার সড়ক অতিক্রম করে দক্ষিণ পাহাড়পুরের ঠাম্মামুড়ার জঙ্গলে গিয়ে দশটি প্লটে ফলন্ত গাঁজা গাছ কাটিং করা হয়। ওসি জানিয়েছেন যে, তারা যখন গাঁজা বাগানে গিয়ে গাছ কাটিং শুরু করেন তখন নাকি কিছু লোক দূর থেকে প্রত্যক্ষ করেন। তবে , ওসি জানিয়েছেন জোয়ানদের সংখ্যা দেখে গাঁজা বাগানের মালিকরা বাধা দিতে সাহস করেনি। নির্বিঘ্নে সর্বসাকুল্য ২২ টি গাজা বাগানে প্রায় লক্ষাধিক গাছ কেটে বুধবার দিন ঘন কুয়াশার মধ্যেও সফলতা আসে। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই জাতীয় অভিযান আগামী দিনেও জারি থাকবে!

More news from Sepahijala and nearby areas
  • সপ্তাহখানেক পর হঠাৎ মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যে, যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধনের নেতৃতে বিশাল বাহিনী নিয়ে থানা এলাকার দুইটি স্থানে নির্বিঘ্নে বিপুল পরিমাণ ফলন্ত গাজা গাছ কেটে ধ্বংস করে দিল এমনটাই দাবি পুলিশের। যাত্রা পুর থানার ওসি জানান, থানার সমস্ত অফিসার, কনস্টেবল স্টাফ, টি এস আর জোয়ান যেমন ১৪ নং ৯ নং এবং ১১ নং ব্যাটালিয়নের জোয়ানদের নিয়ে সকাল সাতটায় জগৎরামপুরের adc ভিলেজের দক্ষিণ তৈছমার জঙ্গলের ১২টি প্লটে গাজা গাছ কাটিং করা হয়। তারপর ফিরে আসা হয় কাঠালিয়ায়। ফের কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ত্রিমুখী চৌমুহনী থেকে সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক ধরে উত্তর দিকে প্রায় ১২ কিলোমিটার সড়ক অতিক্রম করে দক্ষিণ পাহাড়পুরের ঠাম্মামুড়ার জঙ্গলে গিয়ে দশটি প্লটে ফলন্ত গাঁজা গাছ কাটিং করা হয়। ওসি জানিয়েছেন যে, তারা যখন গাঁজা বাগানে গিয়ে গাছ কাটিং শুরু করেন তখন নাকি কিছু লোক দূর থেকে প্রত্যক্ষ করেন। তবে , ওসি জানিয়েছেন জোয়ানদের সংখ্যা দেখে গাঁজা বাগানের মালিকরা বাধা দিতে সাহস করেনি। নির্বিঘ্নে সর্বসাকুল্য ২২ টি গাজা বাগানে প্রায় লক্ষাধিক গাছ কেটে বুধবার দিন ঘন কুয়াশার মধ্যেও সফলতা আসে। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই জাতীয় অভিযান আগামী দিনেও জারি থাকবে!
    1
    সপ্তাহখানেক পর হঠাৎ মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যে, যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধনের নেতৃতে বিশাল বাহিনী নিয়ে থানা এলাকার দুইটি স্থানে নির্বিঘ্নে বিপুল পরিমাণ ফলন্ত গাজা গাছ কেটে ধ্বংস করে দিল এমনটাই দাবি পুলিশের। 
যাত্রা পুর থানার ওসি জানান, থানার সমস্ত অফিসার, কনস্টেবল স্টাফ, টি এস আর জোয়ান যেমন ১৪ নং ৯ নং এবং ১১ নং ব্যাটালিয়নের জোয়ানদের নিয়ে সকাল সাতটায় জগৎরামপুরের adc ভিলেজের দক্ষিণ তৈছমার জঙ্গলের ১২টি প্লটে গাজা গাছ কাটিং করা হয়। 
তারপর ফিরে আসা হয় কাঠালিয়ায়।
ফের কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ত্রিমুখী চৌমুহনী থেকে সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক ধরে উত্তর দিকে প্রায় ১২ কিলোমিটার সড়ক অতিক্রম করে দক্ষিণ পাহাড়পুরের ঠাম্মামুড়ার জঙ্গলে গিয়ে দশটি প্লটে ফলন্ত গাঁজা গাছ কাটিং করা হয়। 
ওসি জানিয়েছেন যে, তারা যখন গাঁজা বাগানে গিয়ে গাছ কাটিং শুরু করেন তখন নাকি কিছু লোক দূর থেকে প্রত্যক্ষ করেন। 
তবে , ওসি জানিয়েছেন জোয়ানদের সংখ্যা দেখে গাঁজা বাগানের মালিকরা বাধা দিতে সাহস করেনি। 
নির্বিঘ্নে সর্বসাকুল্য ২২ টি গাজা বাগানে প্রায় লক্ষাধিক গাছ কেটে বুধবার দিন ঘন কুয়াশার মধ্যেও সফলতা আসে। 
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই জাতীয় অভিযান আগামী দিনেও জারি থাকবে!
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Journalist Sepahijala•
    2 hrs ago
  • Post by Gouranga Majumder
    1
    Post by Gouranga Majumder
    user_Gouranga Majumder
    Gouranga Majumder
    Photographer West Tripura•
    1 hr ago
  • খবরের থেকেও সেরা খবর খবরের খবর সঞ্জিত সরকার
    1
    খবরের থেকেও সেরা খবর খবরের খবর সঞ্জিত সরকার
    user_Sanjit Sarkar
    Sanjit Sarkar
    Artist Nadia•
    1 hr ago
  • Post by KUTUBUDDINSADAIR
    1
    Post by KUTUBUDDINSADAIR
    user_KUTUBUDDINSADAIR
    KUTUBUDDINSADAIR
    North 24 Parganas•
    5 hrs ago
  • Bangladesh Deepu Chandra Das | শুধুই কি ধর্ম নাকি গভীর ষড়যন্ত্র? দিপুর করুন পরিণতিতে চুপ ড: ইউনিস ।
    1
    Bangladesh Deepu Chandra Das | শুধুই কি ধর্ম নাকি গভীর ষড়যন্ত্র? দিপুর করুন পরিণতিতে চুপ ড: ইউনিস ।
    user_Pabitro Sarkar
    Pabitro Sarkar
    Reporter Nadia•
    7 hrs ago
  • চলন্ত কাটোয়া লোকালে রেলযাত্রী হৃদরোগাক্রান্ত হাসপাতালে পাঠালো রেলপুলিশ আজ সন্ধ্যায় গুপ্তিপাড়া ও অম্বিকা কালনার মাঝে জনৈক রেলযাত্রী হৃদরোগাক্রান্ত হয়
    1
    চলন্ত কাটোয়া লোকালে রেলযাত্রী
হৃদরোগাক্রান্ত  
হাসপাতালে  পাঠালো 
রেলপুলিশ 
আজ সন্ধ্যায়
গুপ্তিপাড়া ও অম্বিকা কালনার মাঝে
জনৈক রেলযাত্রী হৃদরোগাক্রান্ত  হয়
    user_Journalist  Chiranjib  Chatterjee
    Journalist Chiranjib Chatterjee
    Journalist Hooghly•
    3 hrs ago
  • পূর্বপরিকল্পনা অনুযায়ী হুমায়ুন কবির, গতকাল 22/12/25 এ আনুষ্ঠানিকভাবে মঞ্চে  তার নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন, গতকাল দুপুরে। নাম "জনতা উন্নয়ন পার্টি", তিনি সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন! সেই সঙ্গে ঘোষণা করলেন, ১০ জন প্রার্থীর নাম, বিভিন্ন ভোট কেন্দ্রে। তালিকায় রয়েছে তৃণমূলেরও কয়েকজন নেতা-নেত্রীর নাম। নিজে দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।.... সঙ্গে রইল মুর্শিদাবাদ বেলডাঙ্গায় তার মঞ্চে বক্তৃতার অংশ বিশেষ। #হুমায়ুনকবির #জনতাউন্নয়নপার্টি #অনুপমসরকারচক্রবর্তীরএডিটিং #HumayunKabir #JanataUnnayanParty #AnupamSarkarChakrabortysEditing
    1
    পূর্বপরিকল্পনা অনুযায়ী হুমায়ুন কবির, গতকাল 22/12/25 এ আনুষ্ঠানিকভাবে মঞ্চে  তার নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন, গতকাল দুপুরে। নাম "জনতা উন্নয়ন পার্টি", তিনি সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন! সেই সঙ্গে ঘোষণা করলেন, ১০ জন প্রার্থীর নাম, বিভিন্ন ভোট কেন্দ্রে। তালিকায় রয়েছে তৃণমূলেরও কয়েকজন নেতা-নেত্রীর নাম। নিজে দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।.... সঙ্গে রইল মুর্শিদাবাদ বেলডাঙ্গায় তার মঞ্চে বক্তৃতার অংশ বিশেষ।
#হুমায়ুনকবির
#জনতাউন্নয়নপার্টি
#অনুপমসরকারচক্রবর্তীরএডিটিং
#HumayunKabir
#JanataUnnayanParty
#AnupamSarkarChakrabortysEditing
    user_Anupam Sarkar Chakraborty
    Anupam Sarkar Chakraborty
    Journalist Murshidabad•
    13 hrs ago
  • মঙ্গলবার শ্রীমন্তপুর বিওপিতে বীরত্বের গাঁথা স্বরূপ আবরণ উন্মোচিত হলো শহীদ কনস্টেবল ঘনাকান্ত নাথের স্মৃতিসৌধ। এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বিএফএফ গকুলনগর সেক্টর হেডকোয়াটারের DIG ভি কে কসানা। এছাড়া উপস্থিত ছিলেন বিএসএফ ৮১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট রাকেশ সিনহা ,শ্রীমন্তপুর বিওপির কোম্পানি কমান্ডেন্ট সুমিল ভোরা সহ কাস্টমস ও শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থল বন্দরের আধিকারিকরা। এদিন প্রথমে বিএসএফ আধিকারিকরা শহীদ জোয়ানের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধ এবং আবক্ষ মূর্তির আবরন উন্মোচন করে পুষ্পার্ঘ অর্পণ এবং সেলামী জানান।উল্লেখ্য 9 জুলাই 1989 তারিখে ভারতীয় সীমান্ত রাখি বাহিনীর কনস্টেবল জি কে নাথ অন্যান্য সদস্যদের সাথে রাতের নাকা ডিউটিতে যোগ দেন।10 জুলাই 1989 তারিখে, যখন ডিউটিরত দলটি গোমতী নদীর ধারে বিওপিতে ফিরে আসছিল, তখন জি কে নাথ 4 জন চোরাকারবারীকে ভারতের প্রায় 200 গজ ভেতরে মাথায় পাচার সামগ্রী নিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যেতে দেখেন। তিনি দলটিকে সতর্ক করেন। কমান্ডারের নির্দেশ পেয়ে, সিকিউরিটি জি কে নাথ এবং অন্য একজন কনস্টেবল গোমতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা আখ-খেতের মধ্য দিয়ে চোরাকারবারীদের ধাওয়া করেন। চোরাকারবারীরা তাদের মাথার বোঝা ফেলে বাংলাদেশে পালিয়ে যাওয়ার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে। প্রায় ১০০ মিটার প্রশস্ত গোমতী নদী তীব্র স্রোতে প্রবাহিত হচ্ছিল।ঘনাকান্ত নাথ, নিজের জীবনের পরোয়া না করে, নিরস্ত্র অবস্থায় এবং জালের সরঞ্জামগুলি খুলে নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং সীমান্ত পিলার নং 2083/8-S এবং সীমান্ত পিলার নং 2083/9-S এর মধ্যে চোরাকারবারীদের ধরার জন্য তাড়া চালিয়ে যান। তিনি নিজের নিরাপত্তার প্রতি সম্পূর্ণ অবহেলা করে বিপদের মুখোমুখি হয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব, উপস্থিতি এবং সাহসের পরিচয় দেন। সাহসিকতার সাথে পাচারকারীদের তাড়া করার সময়, যখন সেনানিবাসের সদস্য ঘনকান্ত নাথ নদীর অপর তীর থেকে প্রায় ২০ গজ দূরে ছিলেন, তখন তিনি হঠাৎ নিখোঁজ হন এবং নদীতে ডুবে যান।পরে বাংলাদেশ রাইফেলস এর সাথে যোগাযোগ করা হয়। তারা তার মৃতদেহ বাংলাদেশ থেকে উদ্ধার করে পরবর্তী সময় বিএসএফের হাতে হস্তান্তর করে। মাত্র দু বছরের চাকুরী জীবনে জাতির জন্য তাঁর সর্বোচ্চ ত্যাগের জন্য তাকে সালামি জানিয়ে তার বীরগাথা স্মরণীয় করে রাখতে তার আবক্ষ মূর্তি স্থাপিত করা হয় শ্রীমন্তপুর বি ও পি তে।
    1
    মঙ্গলবার শ্রীমন্তপুর বিওপিতে বীরত্বের গাঁথা স্বরূপ আবরণ উন্মোচিত হলো শহীদ কনস্টেবল ঘনাকান্ত নাথের স্মৃতিসৌধ। এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বিএফএফ গকুলনগর সেক্টর হেডকোয়াটারের  DIG ভি কে কসানা। এছাড়া উপস্থিত ছিলেন বিএসএফ ৮১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট রাকেশ সিনহা ,শ্রীমন্তপুর বিওপির কোম্পানি কমান্ডেন্ট সুমিল ভোরা সহ কাস্টমস ও শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থল বন্দরের আধিকারিকরা। এদিন প্রথমে বিএসএফ আধিকারিকরা শহীদ জোয়ানের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধ এবং আবক্ষ মূর্তির আবরন উন্মোচন করে   পুষ্পার্ঘ অর্পণ এবং সেলামী জানান।উল্লেখ্য 9 জুলাই 1989 তারিখে ভারতীয় সীমান্ত রাখি বাহিনীর  কনস্টেবল জি কে নাথ অন্যান্য সদস্যদের সাথে রাতের নাকা ডিউটিতে যোগ দেন।10 জুলাই 1989 তারিখে, যখন ডিউটিরত  দলটি গোমতী নদীর ধারে বিওপিতে ফিরে আসছিল, তখন জি কে নাথ  4 জন চোরাকারবারীকে ভারতের প্রায় 200 গজ ভেতরে মাথায় পাচার সামগ্রী নিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যেতে দেখেন। তিনি দলটিকে সতর্ক করেন।  কমান্ডারের নির্দেশ পেয়ে, সিকিউরিটি জি কে নাথ এবং অন্য একজন কনস্টেবল গোমতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা আখ-খেতের মধ্য দিয়ে চোরাকারবারীদের ধাওয়া করেন। চোরাকারবারীরা তাদের মাথার বোঝা ফেলে বাংলাদেশে পালিয়ে যাওয়ার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে। প্রায় ১০০ মিটার প্রশস্ত গোমতী নদী তীব্র স্রোতে  প্রবাহিত হচ্ছিল।ঘনাকান্ত নাথ, নিজের জীবনের পরোয়া না করে, নিরস্ত্র অবস্থায় এবং জালের সরঞ্জামগুলি খুলে নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং সীমান্ত পিলার নং 2083/8-S এবং সীমান্ত পিলার নং 2083/9-S এর মধ্যে চোরাকারবারীদের ধরার জন্য তাড়া চালিয়ে যান। তিনি নিজের নিরাপত্তার প্রতি সম্পূর্ণ অবহেলা করে বিপদের মুখোমুখি হয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব, উপস্থিতি এবং সাহসের পরিচয় দেন। সাহসিকতার সাথে পাচারকারীদের  তাড়া করার সময়, যখন সেনানিবাসের সদস্য ঘনকান্ত নাথ নদীর অপর তীর থেকে প্রায় ২০ গজ দূরে ছিলেন, তখন তিনি হঠাৎ নিখোঁজ হন এবং নদীতে ডুবে যান।পরে বাংলাদেশ রাইফেলস এর সাথে যোগাযোগ করা হয়। তারা তার মৃতদেহ বাংলাদেশ থেকে উদ্ধার করে পরবর্তী সময় বিএসএফের হাতে হস্তান্তর করে। মাত্র দু বছরের চাকুরী জীবনে জাতির জন্য তাঁর সর্বোচ্চ ত্যাগের জন্য তাকে সালামি জানিয়ে তার বীরগাথা স্মরণীয় করে রাখতে তার আবক্ষ মূর্তি স্থাপিত করা হয় শ্রীমন্তপুর বি ও পি তে।
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Journalist Sepahijala•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.