logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বাংলাতে BSP রাজ-ক্ষমতায় না আসা পর্যন্ত সামুহিকভাবে SC/ST/OBC'দের জন্য "ভালো বাঙালি ব্রাহ্মণ" বলে কেউ কেনো সম্ভব না ! ================================= আগে সামুহিকভাবে SC/ST/OBC'দের জন্য "ভালো ব্রাহ্মণ" এর সংজ্ঞা বোঝা যাক ! ব্রাহ্মণদের কিছু বিশেষত্ব আছে, যেমনি : a) মরতে রাজি কিন্তু জাত ছাড়তে রাজি না b) ব্রাহ্মণ সমাজের প্রধান পেশা হলো রাজনীতি করা। সব থেকে অশিক্ষিত মরা ব্রাহ্মণ যায় ঘন্টা নাড়িয়ে বাড়ি বাড়ি পুজো দিতে। c) যে করে হোক ব্রাহ্মণ/বর্ন হিন্দুদের মধ্য রাজ-ক্ষমতা ধরে রাখতে চায়। উদাহরণ হিশেবে, "যে করে হোক রাজ-ক্ষমতা ধরে রাখতে হবে" - এই "কামড়" উত্তর প্রদেশের ব্রাহ্মণদের থেকে বাংলার ব্রাহ্মণদের অনেক বেশি, কারণ উত্তর প্রদেশে মোট ব্রাহ্মণ ১৫% মতো আর বাংলাতে সেটা মাত্র ২.৮%। অর্থাৎ, উত্তর প্রদেশে ব্রাহ্মণরা একবার রাজ-ক্ষমতা হারানোর পরে, তবুও তাদের সংখ্যার জোরে পরে জোড়াতালি দিয়ে রাজ-ক্ষমতায় ফিরে আসতে পারে, কিন্তু বাংলার ব্রাহ্মণরা (যাদের মোট সংখ্যা মাত্র ২.৮%) একবার রাজ-ক্ষমতা হারালে, যতদিন চন্দ্র-সূর্য আছে, ততদিন আর ব্রাহ্মণ সেজে থেকে রাজ-ক্ষমতায় ফিরে আসতে পারবে না। এই বিষয়টি প্রতিটি ব্রাহ্মণ বোঝে, এবং ছোটোবেলা থেকে তাদের সমাজের দ্বারা তাদের মাথায় ড্রিল মেশিন দিয়ে ফুটো করে ঢোকানো হয় বলে বাংলার যে কোনও ব্রাহ্মণ - সে সব থেকে জঘন্য রকমের "লুকানো জাতিবাদী" হলে কি হবে, তাকে গাছের সাথে বেঁধে পিটালেও সে কখনও "জাত" বা "জাতিভেদ-প্রথা" এই দুটি শব্দ মুখে আনবে না। তার বদলে তারা অদ্ভূত রকমের "নেকামো মার্কা পরিভাষা" যেমনি "ব্রাত্য মানুষ" বা "প্রান্তিক মানুষ" এই সব বলে বেড়াবে জনসমক্ষে। এর সাথে সাথে আশে-পাশে "জাত-পাত" নিয়ে কথা উঠলেই এমন ভাব দেখাবে যেনো ওটা মঙ্গল গ্রহের বিষয়, এখনও বাংলার মাটিতে অবতরণ করেনি। ২.৮% ব্রাহ্মণের নেতৃত্বে মোট ৬.৫% বর্ন হিন্দু যেহেতু বাংলাতে যে করে হোক রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে ধরে রেখে বাকি ৯৩.৫% বহুজনদের উপর মোড়লগিরি করতে চায় - যেটা কিনা অনেকটা "লেজ কুকুরকে নাড়ানো"র মতো কৃত্রিম বিষয় - তাহলে ব্রাহ্মণদের কি কি করতে হয় ?? সেটা বোঝা যাক... a) সমাজের মধ্য নিজেদের সব সময় তথাকথিত "সেরা" সেজে থাকতে হবে। এই করতে গেলে বিভিন্ন উপায়ে বাকি ৯৩.৫% SC/ST/OBC/ধর্মীয় সংখ্যালঘুদের (প্রধানত মুসলিম) উপরে ওঠা বা জীবনে উন্নতি হওয়া আটকাতে হবে। এটা করা হয় ব্রাহ্মণদের নেতৃত্বে বর্ন হিন্দুরা একেবারে সংগঠিত মাফিয়াদের মতো হয়ে থেকে। b) সরকারি শিক্ষা-ব্যবস্থা শেষ করে দিতে হবে c) সরকারি চাকরি শেষ করে দিতে হবে, আর তার বদলে সবাইকে সুরক্ষাহীন দিন-মজুরে পরিনত করতে হবে। d) মুসলিমদের আর SC/ST/OBC'দের সাথে সম্পর্ক নিয়ে একেবারে অসভ্য, নির্লজ্জ, চরিত্রহীন জালিয়াত হতে হবে। যেমনি একটা ব্রাহ্মণ যখন আশে-পাশে SC/ST/OBC দেখে, সব সময় মুসলিম-বিদ্বেষী কথা বলবে, যাতে SC/ST/OBC'দের মধ্য মুসলিমদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হয়। আবার এই এক ই ব্রাহ্মণকে কোনও মুসলিমের সামনে দাঁড় করিয়ে দিলে, সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ "সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষাত দেবতা" হয়ে যাবে। এই যে গিরগিটির মতো রং বদলানো - এটা বাংলার ব্রাহ্মণদের রক্তের মধ্য ঢুকে গেছে, SC/ST/OBC'দের ভোট পাওয়ার জন্য। e) SC/ST/OBC'দের মধ্য বিভেদ তৈরী করে রাখতে হবে জাত-পাতের শকুনের রোগের মাধ্যমে। শকুনের নজর যেমনি সব সময় নিচের দিকে থাকে - সেই রকম মস্তিষ্ক বানিয়ে দিতে হবে প্রতিটি SC/ST/OBC'র। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। বাংলাতে প্রায় এক কোটি মাহিষ্য আছে, কিন্তু তাদের সমাজে কিচ্ছু নেই - IAS/IPS/জজ/উপাচার্য - কিচ্ছু নেই। বাবা সাহেব যখন তাদের OBC লিস্ট এ জোড়ার জন্য ডাকেন, তখন তাদের সমাজের কিছু নেতা জাতিবাদী গান্ধীর দ্বারা প্রতারিত হয়ে তাদের পুরো সমাজের অধিকার-অর্জনের রাস্তা বন্ধ করে দেয়। বর্তমানে হাওরা, হুগলী, মেদিনীপুরের হোটেলে মাহিষ্য ছেলেদের বাসন মাজতে পাওয়া যাবে, কিন্তু তারা তবুও খুশি, কারণ ব্রাহ্মণরা তাদের "শকুন ট্যাবলেট" খাইয়ে দিয়েছে। কি এই "শকুন ট্যাবলেট" ?? এটা হলো এই চিন্তাধারা যে, মাথায় কখনও আসেনা ব্রাহ্মণদের নেতৃত্বে বর্ন হিন্দুরা সব অধিকার খেয়ে যাচ্ছে, তার বদলে এতেই খুশি যে তারা ব্রাহ্মণদের তৈরী করা জাত-পাতের "শকুন ব্যাবস্থা"য় SC'দের উপরে। উপরোক্ত থেকে সহজেই বোঝা যায় যে, SC/ST/OBC'দের জীবনে উন্নতির জন্য শুধুমাত্র সেই ব্রাহ্মণই ভালো, যার দুটি গুণ আছে : 1. নিজেদের সমাজের মধ্য রাজ-ক্ষমতা আর ধরে রাখতে চায় না, অর্থাৎ - বাংলাতে শূদ্র শাসন দেখতে চায়। 2. তাদের অমানুষ জালিয়াত পূর্ব-পুরুষদের তৈরী করা জাত-পাত ব্যাবস্থা শেষ করে দিতে চায়। ব্রাহ্মণদের মধ্য উপরোক্ত দুটি গুণ ছাড়া অন্য যাই বিশেষত্ব হোক - সে সামুহিকভাবে SC/ST/OBC'দের জন্য "ভালো ব্রাহ্মণ" কখনও কোনওভাবে হতে পারেনা। উপরোক্ত "ভালো ব্রাহ্মণ" তখনই তৈরী হবে বাংলাতে যখন BSP রাজ-ক্ষমতায় এসে গেছে, এবং বাংলার ব্রাহ্মণদের মাথায় ঢুকে গেছে যে ব্রাহ্মণ হয়ে থেকে আর কোনোদিন ও রাজ-ক্ষমতার ধারে-কাছে যাওয়া যাবেনা। =============== জয় ভীম, জয় ভারত ===============

2 days ago
user_Babulal Sarkar
Babulal Sarkar
Berhampore, Murshidabad•
2 days ago

বাংলাতে BSP রাজ-ক্ষমতায় না আসা পর্যন্ত সামুহিকভাবে SC/ST/OBC'দের জন্য "ভালো বাঙালি ব্রাহ্মণ" বলে কেউ কেনো সম্ভব না ! ================================= আগে সামুহিকভাবে SC/ST/OBC'দের জন্য "ভালো ব্রাহ্মণ" এর সংজ্ঞা বোঝা যাক ! ব্রাহ্মণদের কিছু বিশেষত্ব আছে, যেমনি : a) মরতে রাজি কিন্তু জাত ছাড়তে রাজি না b) ব্রাহ্মণ সমাজের প্রধান পেশা হলো রাজনীতি করা। সব থেকে অশিক্ষিত মরা ব্রাহ্মণ যায় ঘন্টা নাড়িয়ে বাড়ি বাড়ি পুজো দিতে। c) যে করে হোক ব্রাহ্মণ/বর্ন হিন্দুদের মধ্য রাজ-ক্ষমতা ধরে রাখতে চায়। উদাহরণ হিশেবে, "যে করে হোক রাজ-ক্ষমতা ধরে রাখতে হবে" - এই "কামড়" উত্তর প্রদেশের ব্রাহ্মণদের থেকে বাংলার ব্রাহ্মণদের অনেক বেশি, কারণ উত্তর প্রদেশে মোট ব্রাহ্মণ ১৫% মতো আর বাংলাতে সেটা মাত্র ২.৮%। অর্থাৎ, উত্তর প্রদেশে ব্রাহ্মণরা একবার রাজ-ক্ষমতা হারানোর পরে, তবুও তাদের সংখ্যার জোরে পরে জোড়াতালি দিয়ে রাজ-ক্ষমতায় ফিরে আসতে পারে, কিন্তু বাংলার ব্রাহ্মণরা (যাদের মোট সংখ্যা মাত্র ২.৮%) একবার রাজ-ক্ষমতা হারালে, যতদিন চন্দ্র-সূর্য আছে, ততদিন আর ব্রাহ্মণ সেজে থেকে রাজ-ক্ষমতায় ফিরে আসতে পারবে না। এই বিষয়টি প্রতিটি ব্রাহ্মণ বোঝে, এবং ছোটোবেলা থেকে তাদের সমাজের দ্বারা তাদের মাথায় ড্রিল মেশিন দিয়ে ফুটো করে ঢোকানো হয় বলে বাংলার যে কোনও ব্রাহ্মণ - সে সব থেকে জঘন্য রকমের "লুকানো জাতিবাদী" হলে কি হবে, তাকে গাছের সাথে বেঁধে পিটালেও সে কখনও "জাত" বা "জাতিভেদ-প্রথা" এই দুটি শব্দ মুখে আনবে না। তার বদলে তারা অদ্ভূত রকমের "নেকামো মার্কা পরিভাষা" যেমনি "ব্রাত্য মানুষ" বা "প্রান্তিক মানুষ" এই সব বলে বেড়াবে জনসমক্ষে। এর সাথে সাথে আশে-পাশে "জাত-পাত" নিয়ে কথা উঠলেই এমন ভাব দেখাবে যেনো ওটা মঙ্গল গ্রহের বিষয়, এখনও বাংলার মাটিতে অবতরণ করেনি। ২.৮% ব্রাহ্মণের নেতৃত্বে মোট ৬.৫% বর্ন হিন্দু যেহেতু বাংলাতে যে করে হোক রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে ধরে রেখে বাকি ৯৩.৫% বহুজনদের উপর মোড়লগিরি করতে চায় - যেটা কিনা অনেকটা "লেজ কুকুরকে নাড়ানো"র মতো কৃত্রিম বিষয় - তাহলে ব্রাহ্মণদের কি কি করতে হয় ?? সেটা বোঝা যাক... a) সমাজের মধ্য নিজেদের সব সময় তথাকথিত "সেরা" সেজে থাকতে হবে। এই করতে গেলে বিভিন্ন উপায়ে বাকি ৯৩.৫% SC/ST/OBC/ধর্মীয় সংখ্যালঘুদের (প্রধানত মুসলিম) উপরে ওঠা বা জীবনে উন্নতি হওয়া আটকাতে হবে। এটা করা হয় ব্রাহ্মণদের নেতৃত্বে বর্ন হিন্দুরা একেবারে সংগঠিত মাফিয়াদের মতো হয়ে থেকে। b) সরকারি শিক্ষা-ব্যবস্থা শেষ করে দিতে হবে c) সরকারি চাকরি শেষ করে দিতে হবে, আর তার বদলে সবাইকে সুরক্ষাহীন দিন-মজুরে পরিনত করতে হবে। d) মুসলিমদের আর SC/ST/OBC'দের সাথে সম্পর্ক নিয়ে একেবারে অসভ্য, নির্লজ্জ, চরিত্রহীন জালিয়াত হতে হবে। যেমনি একটা ব্রাহ্মণ যখন আশে-পাশে SC/ST/OBC দেখে, সব সময় মুসলিম-বিদ্বেষী কথা বলবে, যাতে SC/ST/OBC'দের মধ্য মুসলিমদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হয়। আবার এই এক ই ব্রাহ্মণকে কোনও মুসলিমের সামনে দাঁড় করিয়ে দিলে, সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ "সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষাত দেবতা" হয়ে যাবে। এই যে গিরগিটির মতো রং বদলানো - এটা বাংলার ব্রাহ্মণদের রক্তের মধ্য ঢুকে গেছে, SC/ST/OBC'দের ভোট পাওয়ার জন্য। e) SC/ST/OBC'দের মধ্য বিভেদ তৈরী করে রাখতে হবে জাত-পাতের শকুনের রোগের মাধ্যমে। শকুনের নজর যেমনি সব সময় নিচের দিকে থাকে - সেই রকম মস্তিষ্ক বানিয়ে দিতে হবে প্রতিটি SC/ST/OBC'র। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। বাংলাতে প্রায় এক কোটি মাহিষ্য আছে, কিন্তু তাদের সমাজে কিচ্ছু নেই - IAS/IPS/জজ/উপাচার্য - কিচ্ছু নেই। বাবা সাহেব যখন তাদের OBC লিস্ট এ জোড়ার জন্য ডাকেন, তখন তাদের সমাজের কিছু নেতা জাতিবাদী গান্ধীর দ্বারা প্রতারিত হয়ে তাদের পুরো সমাজের অধিকার-অর্জনের রাস্তা বন্ধ করে দেয়। বর্তমানে হাওরা, হুগলী, মেদিনীপুরের হোটেলে মাহিষ্য ছেলেদের বাসন মাজতে পাওয়া যাবে, কিন্তু তারা তবুও খুশি, কারণ ব্রাহ্মণরা তাদের "শকুন ট্যাবলেট" খাইয়ে দিয়েছে। কি এই "শকুন ট্যাবলেট" ?? এটা হলো এই চিন্তাধারা যে, মাথায় কখনও আসেনা ব্রাহ্মণদের নেতৃত্বে বর্ন হিন্দুরা সব অধিকার খেয়ে যাচ্ছে, তার বদলে এতেই খুশি যে তারা ব্রাহ্মণদের তৈরী করা জাত-পাতের "শকুন ব্যাবস্থা"য় SC'দের উপরে। উপরোক্ত থেকে সহজেই বোঝা যায় যে, SC/ST/OBC'দের জীবনে উন্নতির জন্য শুধুমাত্র সেই ব্রাহ্মণই ভালো, যার দুটি গুণ আছে : 1. নিজেদের সমাজের মধ্য রাজ-ক্ষমতা আর ধরে রাখতে চায় না, অর্থাৎ - বাংলাতে শূদ্র শাসন দেখতে চায়। 2. তাদের অমানুষ জালিয়াত পূর্ব-পুরুষদের তৈরী করা জাত-পাত ব্যাবস্থা শেষ করে দিতে চায়। ব্রাহ্মণদের মধ্য উপরোক্ত দুটি গুণ ছাড়া অন্য যাই বিশেষত্ব হোক - সে সামুহিকভাবে SC/ST/OBC'দের জন্য "ভালো ব্রাহ্মণ" কখনও কোনওভাবে হতে পারেনা। উপরোক্ত "ভালো ব্রাহ্মণ" তখনই তৈরী হবে বাংলাতে যখন BSP রাজ-ক্ষমতায় এসে গেছে, এবং বাংলার ব্রাহ্মণদের মাথায় ঢুকে গেছে যে ব্রাহ্মণ হয়ে থেকে আর কোনোদিন ও রাজ-ক্ষমতার ধারে-কাছে যাওয়া যাবেনা। =============== জয় ভীম, জয় ভারত ===============

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • হিন্দু–মুসলিম ‘দুটি কুসুম’-এর জীবন্ত নজির ভগবানগোলার বাজিতপুরে
    1
    হিন্দু–মুসলিম ‘দুটি কুসুম’-এর জীবন্ত নজির ভগবানগোলার বাজিতপুরে
    user_MD ALMIR HOSSAIN
    MD ALMIR HOSSAIN
    ভগবানগোলা ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের
    1
    বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের
    user_কলকাতা টিভি নিউজ
    কলকাতা টিভি নিউজ
    সাগরদিঘি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, প্রতিবাদে নলহাটিতে বিজেপির বিক্ষোভ
    1
    চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, প্রতিবাদে নলহাটিতে বিজেপির বিক্ষোভ
    user_NEWS TIME 24x7
    NEWS TIME 24x7
    Local News Reporter নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    21 min ago
  • আগ্নেয়াস্ত্র-সহ হোটেল মালিক গ্রেফতার, উদ্ধার ৭ এমএম পিস্তল
    1
    আগ্নেয়াস্ত্র-সহ হোটেল মালিক গ্রেফতার, উদ্ধার ৭ এমএম পিস্তল
    user_Raj Khan
    Raj Khan
    Newsagent রামপুরহাট 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • নাকাশীপাড়া বিধানসভার অন্তর্গত বিল্লগ্রাম অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে বড়সড় রদবদলের ঘটনা সামনে এল। বিল্লগ্রাম অঞ্চলের ৭১ নম্বর বুথ, চন্দনপুর গ্রাম থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করলেন।
    1
    নাকাশীপাড়া বিধানসভার অন্তর্গত বিল্লগ্রাম অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে বড়সড় রদবদলের ঘটনা সামনে এল। বিল্লগ্রাম অঞ্চলের ৭১ নম্বর বুথ, চন্দনপুর গ্রাম থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করলেন।
    user_Nabendu Bhattacharya
    Nabendu Bhattacharya
    Corresponded Reporter নাকাশিপাড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফারাক্কায় বিক্ষোভ বিজেপি নেতৃত্বের।
    1
    শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফারাক্কায় বিক্ষোভ বিজেপি নেতৃত্বের।
    user_Avijit Mondal
    Avijit Mondal
    ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • আমার এই ভিডিও পোস্ট টি আপনার আমার সকলের জন্য
    1
    আমার এই ভিডিও পোস্ট টি আপনার আমার সকলের জন্য
    user_Sanjit Sarkar
    Sanjit Sarkar
    Artist Krishnaganj, Nadia•
    11 hrs ago
  • নলহাটিতে বিভিন্ন বুথে ‘উন্নয়নের সংলাপ’—উপস্থিত বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং!!
    1
    নলহাটিতে বিভিন্ন বুথে ‘উন্নয়নের সংলাপ’—উপস্থিত বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং!!
    user_NEWS TIME 24x7
    NEWS TIME 24x7
    Local News Reporter নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    23 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.