গোঘাট রেল স্টেশনের গ্যারেজে ভাড়ার দৌরাত্ম্য! প্রশাসনের কড়া হুঁশিয়ারি গোঘাট রেলওয়ে স্টেশনে সাইকেল ও মোটরসাইকেল গ্যারেজের ভাড়া বেআইনিভাবে বাড়িয়ে সাধারণ যাত্রীদের উপর জুলুম চালানোর অভিযোগে গতকালের গোলমালের পর আজ প্রশাসনের কড়া হস্তক্ষেপ। গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি, গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা সরাসরি গ্যারেজগুলিতে হানা দিয়ে গ্যারেজ মালিকদের স্পষ্ট জানিয়ে দেন—খেয়ালখুশিমতো ভাড়া নেওয়া চলবে না। সাব-ডিভিশন জুড়ে যে নির্ধারিত সরকারি রেট রয়েছে, সেই রেটেই গ্যারেজ ভাড়া নিতে হবে এবং অবিলম্বে প্রতিটি গ্যারেজে রেট চার্ট টাঙাতে হবে। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন জনপ্রতিনিধিরা। তিনদিন পর পুনরায় পরিদর্শনে এসে নির্দেশ মানা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়। উল্লেখযোগ্যভাবে, আজ গ্যারেজ মালিকরা ক্যামেরার সামনে কোনও বক্তব্য দিতে সাহস পাননি।
গোঘাট রেল স্টেশনের গ্যারেজে ভাড়ার দৌরাত্ম্য! প্রশাসনের কড়া হুঁশিয়ারি গোঘাট রেলওয়ে স্টেশনে সাইকেল ও মোটরসাইকেল গ্যারেজের ভাড়া বেআইনিভাবে বাড়িয়ে সাধারণ যাত্রীদের উপর জুলুম চালানোর অভিযোগে গতকালের গোলমালের পর আজ প্রশাসনের কড়া হস্তক্ষেপ। গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি, গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা সরাসরি গ্যারেজগুলিতে হানা দিয়ে গ্যারেজ মালিকদের স্পষ্ট জানিয়ে দেন—খেয়ালখুশিমতো ভাড়া নেওয়া চলবে না। সাব-ডিভিশন জুড়ে যে নির্ধারিত সরকারি রেট রয়েছে, সেই রেটেই গ্যারেজ ভাড়া নিতে হবে এবং অবিলম্বে প্রতিটি গ্যারেজে রেট চার্ট টাঙাতে হবে। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন জনপ্রতিনিধিরা। তিনদিন পর পুনরায় পরিদর্শনে এসে নির্দেশ মানা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়। উল্লেখযোগ্যভাবে, আজ গ্যারেজ মালিকরা ক্যামেরার সামনে কোনও বক্তব্য দিতে সাহস পাননি।
- পশ্চিমবঙ্গ, কলকাতা: অঙ্গনওয়াড়ি কর্মীদের অধিকার ও সরকারি নীতির দ্বৈত চরিত্র1
- ট্র্যাফিক আওয়ারেনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো চাঁইপাট কলেজে । চাঁইপাট S.P.B.মহাবিদ্যালয় প্রাঙ্গনে - দাসপুর ট্রাফিক গার্ড, পশ্চিম মেদিনীপুর এবং মহাবিদ্যালয়ের- IQAC সেলের যৌথ উদ্যোগে স্টুডেন্ট উইকস উদযাপনের অষ্টম দিবসে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে ও আইনি প্রক্রিয়া জনিত বিষয়ে ছাত্র ছাত্রীরদের অবগতির জন্য এই কর্মসূচী গ্রহণ করা হয়। মহাবিদ্যালয়ের সেমিনার হলে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন - মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা - ডক্টর শিলা চক্রবর্তী, IQAC ও সমাজতত্ত্ব বিভাগের বিভাগীয় -প্রধান অধ্যাপক - ডক্টর প্রনয় কান্তি দাস, দাসপুর থানার ওসি - অঞ্জনি কুমার তিওয়ারি, ট্রাফিক ওসি - মৃণাল কান্তি সিকদার,DSP ট্রাফিক -২ - অঞ্জন ঘোষ , ট্রাফিক SI - দেবাশীষ ঘোষ সহ অন্যান্যরা পুলিশ অধিকারিক ও আধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ।1
- Post by Krishaksetu bangla1
- ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ শৃঙ্খলা ও সহযোগিতার মাধ্যমে ভক্তদের গঙ্গাসাগর তীর্থযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করাই তাদের লক্ষ্য।1
- হাতির সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে গণ মঞ্চের দাবিসমূহ ১/হাতির সমস্যার সাইজ সমাধান চাই. ২/অবিলম্বে উত্তর বাঁকুড়া থেকে সমস্ত বুনো হাতির দলকে তাড়িয়ে দিতে হবে। ৩/হাতিতে নষ্ট করার সমস্ত ক্ষতিপূরণ ১৫ দিনের দিতে হবে। ৪/ময়ূর ঝরনা প্রকল্পের দুটো রূপায়ণ করতে হবে । এদিন সংগ্রামী গণ মঞ্চের সংগঠনের সম্পাদক শুভ্রাংশু মুখোপাধ্যায় বলেন, গত এক মাস ধরে সোনামুখী ব্লকের ৬০টি হাতি রাতভর তান্ডব চালাচ্ছে।1
- ধনডাঙরায় ১৬ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট আজ প্রথম দিন সাফল্যের সঙ্গে সমাপ্তি হলো1
- হুগলি জেলার গোঘাটের ২ নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল রায় তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী পড়ে শোনাচ্ছেন।1
- মেদিনীপুর শহরে ঘড়ি মোড় চত্বরের ব্যস্ততম রাস্তার ফুটপাত রীতিমতো দখল হয়ে গিয়েছে টোটো অটো এবং বাইকে। বাসে ওঠার জন্য অপেক্ষারত নিত্যযাত্রীরা ফুটপাতে দাঁড়ানোর অবকাশ পাচ্ছেন না। দখল হয়ে যাবা ফুটপথের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী।1
- সোনামুখী বিধানসভা পাত্রসায়ের ব্লকের কাঁটা দীঘি অঙ্গনওয়াড়ী কেন্দ্র ৩১ নং অবস্থায় দেখুন।1