Shuru
Apke Nagar Ki App…
পাশে ধর্মীয় আসর, ঘরে তালা ভাঙল চোর : সালারে দিনদুপুরে লক্ষাধিক টাকা লুট, মিলল শাবল।
মিডিয়া পয়েন্ট
পাশে ধর্মীয় আসর, ঘরে তালা ভাঙল চোর : সালারে দিনদুপুরে লক্ষাধিক টাকা লুট, মিলল শাবল।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- অস্থায়ী সেতুর দাবিতে ফের বিক্ষোভ। কাঁকসার জয়দেব সেতু অবরোধ করে প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। রাতেই পুলিশের সাথে বচসা। উত্তেজনা পরিস্থিতি এলাকায়।1
- গোঘাটে ট্রেন বাড়তেই বেড়েছে পার্কিং ভাড়া, গ্যারেজ মালিকদের বিরুদ্ধে ক্ষোভ বর্তমানে হাওড়া থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চলাচল করায় আশপাশের বহু এলাকার মানুষকে গোঘাট রেলওয়ে স্টেশন থেকেই রেলে উঠতে হচ্ছে। এরই মধ্যে ১লা জানুয়ারি থেকে গোঘাট পর্যন্ত ট্রেনের সংখ্যা ছটি বাড়ানো হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে গোঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন সাইকেল ও মোটরসাইকেল গ্যারেজগুলিতে হঠাৎ করেই বাড়ানো হয়েছে পার্কিং ভাড়া। আগে যেখানে সাইকেল ও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য নেওয়া হতো ১০ টাকা এবং রাতে মোটরসাইকেল রেখে গেলে ২০ টাকা, সেখানে ১লা জানুয়ারি থেকে একাধিক গ্যারেজে সেই ভাড়া বাড়িয়ে করা হয়েছে যথাক্রমে ২০ টাকা ও ৪০ টাকা। যদিও জানা গেছে, কয়েকটি গ্যারেজ এখনও আগের ভাড়াই নিচ্ছে। এই ভাড়া বৃদ্ধি নিয়ে খবর সংগ্রহ করতে গেলে এক গ্যারেজ মালিক সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলিও তীব্র নিন্দা জানিয়েছে। এ বিষয়ে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষোভ প্রকাশ করে জানান, সাধারণ মানুষের স্বার্থে দ্রুত এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।1
- লড়াই থেকে সাফল্যের শিখরে: বীরভূমের সুমন আজ সোনু নিগমের আশীর্বাদধন্য1
- Post by RAHUL Naseema9
- সভামঞ্চে প্রাক্তন কেন্দ্রীয় সহ সভাপতি তথা প্রাক্তন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাহুল সিনহা1
- Jio Tv Newsপীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসার প্রস্তুতি কাজ চলছে স্থান কলিযুগ গোবর্ধনপুর ভাইজান ঠিক ২ ঘটিকায় উপস্থিতি হবেন এবং আখেরি মোনাজাত করবেন সবাই দলে দলে যোগদান করিয়া অশেষ নেকির ভাগীদার হন1
- জয়দেব মেলার আগে অস্থায়ী সেতু তৈরি ঘিরে উত্তেজনা। বীরভূম সেচ দপ্তরের গাড়ি আটকে দিল বিদ বিহারের বাসিন্দারা। অজয় ঘাটে উত্তেজনা। ঘটনাস্থলে কাঁকসার মলানদিঘী ফাঁড়ি ও ইলামবাজার থানার পুলিশ।1
- বাঁকুড়া, জয়পুর:-জরকা এলাকায় ধান বোঝাই ১৪ চাকা লরি পর পর দুই পাল্টি।1
- সোমবার গভীর রাতে সোনামুখীর পাঁচাল গ্রামে একটি বুনো হাতি পরপর তিনটি মুদির দোকানে তাণ্ডব চালায়। দোকানের শাটার পায়ে চেপে দুমড়ে-মুচড়ে ভেঙে ফেলে। দোকানের ভেতরের মুড়ি, আটা, তেল-সহ খাদ্যসামগ্রী খেয়ে ও ছড়িয়ে নষ্ট করে চলে যায়। একই রাতে অর্জুনপুর গ্রামেও একটি দোকান ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।1