Shuru
Apke Nagar Ki App…
অজয়ের অস্থায়ী সেতু তৈরী ঘিরে উত্তেজনা জয়দেব মেলার আগে অস্থায়ী সেতু তৈরি ঘিরে উত্তেজনা। বীরভূম সেচ দপ্তরের গাড়ি আটকে দিল বিদ বিহারের বাসিন্দারা। অজয় ঘাটে উত্তেজনা। ঘটনাস্থলে কাঁকসার মলানদিঘী ফাঁড়ি ও ইলামবাজার থানার পুলিশ।
Sanatan Garai
অজয়ের অস্থায়ী সেতু তৈরী ঘিরে উত্তেজনা জয়দেব মেলার আগে অস্থায়ী সেতু তৈরি ঘিরে উত্তেজনা। বীরভূম সেচ দপ্তরের গাড়ি আটকে দিল বিদ বিহারের বাসিন্দারা। অজয় ঘাটে উত্তেজনা। ঘটনাস্থলে কাঁকসার মলানদিঘী ফাঁড়ি ও ইলামবাজার থানার পুলিশ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বিষ্ণুপুরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার ২1
- সোনামুখী বিধানসভা পাত্রসায়ের ব্লকের কাঁটা দীঘি অঙ্গনওয়াড়ী কেন্দ্র ৩১ নং অবস্থায় দেখুন।1
- বাঁকুড়া, জয়পুর: যাদবনগর কাপ ২০২৫ এর ফাইনাল ম্যাচ।1
- গ্রামবাংলায় চীনা মুরগি দেখা মিলল।1
- মানবাজারে পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যাক্তির1
- বিজেপি সব নেতা কর্মীদের মাতাল ও নেশাগ্রস্ত বলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির মহিলা মোর্চা। বুধবার রাতে রামপুরহাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলা সভানেত্রী রশ্মি দে। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলার নেতা নেত্রীরা। প্রসঙ্গত ৬ জানুয়ারি বীরভূমের রামপুরহাটের বিনোদপুরে তৃণমূল কংগ্রেসের 'রণ সংকল্প' সভা ছিল। সেই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখার সময় বিজেপি নেতা ও কর্মীদের উদ্দ্যেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল, পাতা খোর ও নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না"। এই বক্তব্যের পরিপেক্ষিতে অভিযোগকারী বিজেপির বীরভূম জেলা নেত্রী রশ্মি দে বলেন, "আমরা ভদ্র বাড়ির মহিলা। কারও মতো অর্ধশিক্ষিত নই। আমরা শান্তিপূর্ণ ভাবে সম্মানের সঙ্গে বিজেপি দল করি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে যে আপত্তিকর, অসন্মানজনক ও অসাংবিধানিক মন্তব্য করেছেন তাতে আমরা অসম্মানিত হয়েছি তাই অভিযোগ দায়ের করলাম।1
- আজ ৭ ই জানুয়ারি'২৬ *নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ *পাট্টা প্রাপকদের অবিলম্বে রেকর্ড প্রদান*রেকর্ডভুক্ত জমির পুনরায় পাট্টা দেওয়া বন্ধ সহ ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরের সীমাহীন দুর্নীতি বন্ধের দাবিতে-কোতুলপুর ব্লক ভূমিও ভূমি রাজস্ব দপ্তর ও বিডিও দপ্তরের মেইন গেইট অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নেওয়া হয়।1
- বাঁকুড়া,বিষ্ণুপুর: সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার দুই বিষ্ণুপুরে1
- বিজেপি ও তৃণমূল সরকারের পার্থক্য ও বুঝিয়ে দিলেন গোঘাট ২ নং ব্লকের শিক্ষা কর্মাধ্যক্য দেবাশীষ দত্ত মহাশয়ের1