অভিষেকের মন্তব্যের প্রতিবাদে থানায় অভিযোগ বিজেপির বিজেপি সব নেতা কর্মীদের মাতাল ও নেশাগ্রস্ত বলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির মহিলা মোর্চা। বুধবার রাতে রামপুরহাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলা সভানেত্রী রশ্মি দে। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলার নেতা নেত্রীরা। প্রসঙ্গত ৬ জানুয়ারি বীরভূমের রামপুরহাটের বিনোদপুরে তৃণমূল কংগ্রেসের 'রণ সংকল্প' সভা ছিল। সেই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখার সময় বিজেপি নেতা ও কর্মীদের উদ্দ্যেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল, পাতা খোর ও নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না"। এই বক্তব্যের পরিপেক্ষিতে অভিযোগকারী বিজেপির বীরভূম জেলা নেত্রী রশ্মি দে বলেন, "আমরা ভদ্র বাড়ির মহিলা। কারও মতো অর্ধশিক্ষিত নই। আমরা শান্তিপূর্ণ ভাবে সম্মানের সঙ্গে বিজেপি দল করি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে যে আপত্তিকর, অসন্মানজনক ও অসাংবিধানিক মন্তব্য করেছেন তাতে আমরা অসম্মানিত হয়েছি তাই অভিযোগ দায়ের করলাম।
অভিষেকের মন্তব্যের প্রতিবাদে থানায় অভিযোগ বিজেপির বিজেপি সব নেতা কর্মীদের মাতাল ও নেশাগ্রস্ত বলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির মহিলা মোর্চা। বুধবার রাতে রামপুরহাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলা সভানেত্রী রশ্মি দে। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলার নেতা নেত্রীরা। প্রসঙ্গত ৬ জানুয়ারি বীরভূমের রামপুরহাটের বিনোদপুরে তৃণমূল কংগ্রেসের 'রণ সংকল্প' সভা ছিল। সেই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখার সময় বিজেপি নেতা ও কর্মীদের উদ্দ্যেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল, পাতা খোর ও নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না"। এই বক্তব্যের পরিপেক্ষিতে অভিযোগকারী বিজেপির বীরভূম জেলা নেত্রী রশ্মি দে বলেন, "আমরা ভদ্র বাড়ির মহিলা। কারও মতো অর্ধশিক্ষিত নই। আমরা শান্তিপূর্ণ ভাবে সম্মানের সঙ্গে বিজেপি দল করি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে যে আপত্তিকর, অসন্মানজনক ও অসাংবিধানিক মন্তব্য করেছেন তাতে আমরা অসম্মানিত হয়েছি তাই অভিযোগ দায়ের করলাম।
- কলকাতায় I PAC - এর দপ্তরে E.D. হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার বিকেলে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল, গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে এই মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক বন্দ্যোপাধ্যায়, এছাড়া উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্ণব গাঙ্গুলী সহ অন্যান্য নেতা কর্মীরা। প্রসঙ্গত আজ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় শোরগোল পড়েযায়,তৃণমূলের স্ট্রাটেজিস্ট অফিস, আইটি সেল I-PAC এর সল্টলেক সেক্টর ফাইভের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায় ইডি। এই ঘটনার পরেই রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল।1
- সাগর থানা পুলিশের বড় সাফল্য1
- সল্টলেকের আই প্যাক অফিসে ইডি হানার প্রতিবাদে : ভরতপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথসভা1
- নাম ভুল ও ডবল নাম সংক্রান্ত সন্দেহে বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং নির্বাচন কমিশনের1
- বেথুয়াডহরীতে চুরির অভিযোগে এক ব্যক্তিকে গাছে বেঁধে রাখলো জনতা উদ্ধার পুলিশের1
- 🙏😘♥️ sushil Singh durgapur YouTube ♥️😘🙏 Benachity durgapur1
- রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুরে বলেন,"এসআই আর করে মানুষকে ভয় দেখিয়েও কোন লাভ হয়নি। এবার ইডি, সিবিআই দিয়ে আইপ্যাকের কার্যালয় থেকে ও আইপ্যাক প্রধানের বাড়ি থেকে নথিপত্র চুরি করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু বাংলা কোনদিন দখল করতে পারবে না ওঁরা। বাংলার মানুষ ২০২৬ বিধানসভা নির্বাচনে জবাব দিয়ে দেবে।"1
- রক্তদান জীবন বাঁচায়। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে ও রক্তের সংকট মেটাতে এবং রক্তদানে সচেতনতা বাড়াতে , সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে, রক্তদান শিবিরের আয়োজন রামপুরহাট পুরসভায়।রামপুরহাট পৌরসভার উদ্যোগে ও পৌর কর্মচারী ইউনিয়ন INTTUC - এর অংশগ্রহণে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সকাল 11 টা থেকে রামপুরহাট পৌরসভায় এ রক্তদান শিবিরটি শুরু হয় চলে দুপুর তিনটে পর্যন্ত, এদিন এই রক্তদান শিবিরে রামপুরহাট পুরসভার সাধারণ কর্মীরা রক্তদান করেন, এই শিবিরে মোট ১২৮ জন রক্তদাতা রক্ত দান করেন। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় সহ রামপুরহাট শহর তৃণমূলের সভাপতি অর্ণব গাঙ্গুলী শহর রামপুরহাট পৌরসভার কর্মীরা।1