(১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার) বহিনজী'র অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস বার্তা : 1. আগামী ১৪ এপ্রিল পরয-পূজ্য বাবা সাহেবের জন্মদিনের সবাইকে অগ্রিম শুভেচ্ছা দেন। তার সাথে বহিনজী মনে করিয়ে দেন যে বাবা সাহেবের নির্দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁশীরামজী ১৯৮৪ সালে ১৪ এপ্রিল BSPর স্থাপনা করেন। 2. গয়াতে মহাবোধি মন্দির নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় : a) ১৯৪৯ সালে তৎকালীন কংগ্রেস সরকার "মহাবোধি মন্দির আইন" আনে, যার মাধ্যমে মন্দিরের তত্ত্বাবধান জেলাশাসকের নেতৃত্বে একটি কমিটি দ্বারা করা হয়, যাতে ৪ জন হিন্দু ধর্মের আর ৪ জন বুদ্ধ ধর্মের। কংগ্রেসের তৈরী করা এই কানুন ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের বিপক্ষে। b) উপরোক্ত ব্যবস্থার কারণে বিভিন্ন রকম অসুবিধা তো হচ্ছিল, কিন্তু এখন বর্তমান NDA সরকার এই মন্দিরকে ও "সনাতনী" বানাতে উঠে পড়ে লেগেছে। এখানে মাথায় রাখার বিষয় - পরয-পূজ্য বাবা সাহেব নিজের জীবনের শেষ প্রান্তে এসে তার অগনিত সমর্থকদের সাথে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। c) BSPর দাবি যে ১৯৪৯ সালের "মহাবোধি মন্দির কানুন" এ বদল করে মন্দিরের সম্পূর্ন পরিচালন ব্যবস্থা বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীদের হাতেই দিয়ে দেওয়া হোক। 3. নতুন ওয়াকফ কানুন নিয়ে BSPর অবস্থান এই যে, ওয়াকফ বোর্ড এ "অমুসলিম"দের রাখা - এই নিয়ে মুসলিম সমাজে অত্যন্ত বিরোধ হচ্ছে এবং তারা খুব চিন্তিত। সেটা দেখে কেন্দ্রীয় সরকারের উচিত আপাততঃ এই আইন এর প্রবর্তন স্থগিত রেখে এর উপর পুন:বিবেচনা করা 4. কেন্দ্রের এবং বিভিন্ন প্রদেশের সরকারের উচিত, ভারতীয় নাগরিকদের সুরক্ষার দিকে ধ্যান দিয়ে সন্ত্রাসবাদীদের বিরূদ্ধে ভারতীর আইনবিধির অনুসারে আপোষহীনভাবে এবং সততার সাথে শাস্তি দেওয়া।
(১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার) বহিনজী'র অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস বার্তা : 1. আগামী ১৪ এপ্রিল পরয-পূজ্য বাবা সাহেবের জন্মদিনের সবাইকে অগ্রিম শুভেচ্ছা দেন। তার সাথে বহিনজী মনে করিয়ে দেন যে বাবা সাহেবের নির্দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁশীরামজী ১৯৮৪ সালে ১৪ এপ্রিল BSPর স্থাপনা করেন। 2. গয়াতে মহাবোধি মন্দির নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় : a) ১৯৪৯ সালে তৎকালীন কংগ্রেস সরকার "মহাবোধি মন্দির আইন" আনে, যার মাধ্যমে মন্দিরের তত্ত্বাবধান জেলাশাসকের নেতৃত্বে একটি কমিটি দ্বারা করা হয়, যাতে ৪ জন হিন্দু ধর্মের আর ৪ জন বুদ্ধ ধর্মের। কংগ্রেসের তৈরী করা এই কানুন ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের বিপক্ষে। b) উপরোক্ত ব্যবস্থার কারণে বিভিন্ন রকম অসুবিধা তো হচ্ছিল, কিন্তু এখন বর্তমান NDA সরকার এই মন্দিরকে ও "সনাতনী" বানাতে উঠে পড়ে লেগেছে। এখানে মাথায় রাখার বিষয় - পরয-পূজ্য বাবা সাহেব নিজের জীবনের শেষ প্রান্তে এসে তার অগনিত সমর্থকদের সাথে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। c) BSPর দাবি যে ১৯৪৯ সালের "মহাবোধি মন্দির কানুন" এ বদল করে মন্দিরের সম্পূর্ন পরিচালন ব্যবস্থা বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীদের হাতেই দিয়ে দেওয়া হোক। 3. নতুন ওয়াকফ কানুন নিয়ে BSPর অবস্থান এই যে, ওয়াকফ বোর্ড এ "অমুসলিম"দের রাখা - এই নিয়ে মুসলিম সমাজে অত্যন্ত বিরোধ হচ্ছে এবং তারা খুব চিন্তিত। সেটা দেখে কেন্দ্রীয় সরকারের উচিত আপাততঃ এই আইন এর প্রবর্তন স্থগিত রেখে এর উপর পুন:বিবেচনা করা 4. কেন্দ্রের এবং বিভিন্ন প্রদেশের সরকারের উচিত, ভারতীয় নাগরিকদের সুরক্ষার দিকে ধ্যান দিয়ে সন্ত্রাসবাদীদের বিরূদ্ধে ভারতীর আইনবিধির অনুসারে আপোষহীনভাবে এবং সততার সাথে শাস্তি দেওয়া।
- #iPhone13 #RainbowDisplay #DisplayReplacement #iPhoneRepairexpert #MobileRepair #MoboSavior #Purulia #TrustedRepair1
- Post by Salim Sk1
- লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন1
- Post by Amjad Khan1
- বাঘের আক্রমণে ক্ষতবিক্ষত এক গৃহবধূ, বাঘের আতঙ্কে জড়োসড় এলাকাবাসী1
- Post by Hamidul Haque1
- #iPhone15 #AutoRestartProblem #WirelessCircuitdamage #iPhoneRepairexpart #MoboSavior #Purulia #TrustedRepair1
- KOLKATA to KISAHANGANJ1
- Post by Hamidul Haque1