Shuru
Apke Nagar Ki App…
দীর্ঘ টালবাহানার পর লালগোলার তারানগর বাঁশি পাট্টা হাতে পেল
MD ALMIR HOSSAIN
দীর্ঘ টালবাহানার পর লালগোলার তারানগর বাঁশি পাট্টা হাতে পেল
More news from Birbhum and nearby areas
- রক্তদান জীবন বাঁচায়। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে ও রক্তের সংকট মেটাতে এবং রক্তদানে সচেতনতা বাড়াতে , সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে, রক্তদান শিবিরের আয়োজন রামপুরহাট পুরসভায়।রামপুরহাট পৌরসভার উদ্যোগে ও পৌর কর্মচারী ইউনিয়ন INTTUC - এর অংশগ্রহণে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সকাল 11 টা থেকে রামপুরহাট পৌরসভায় এ রক্তদান শিবিরটি শুরু হয় চলে দুপুর তিনটে পর্যন্ত, এদিন এই রক্তদান শিবিরে রামপুরহাট পুরসভার সাধারণ কর্মীরা রক্তদান করেন, এই শিবিরে মোট ১২৮ জন রক্তদাতা রক্ত দান করেন। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় সহ রামপুরহাট শহর তৃণমূলের সভাপতি অর্ণব গাঙ্গুলী শহর রামপুরহাট পৌরসভার কর্মীরা।1
- গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক অফিসে ইডি হামলার বিরুদ্ধে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করেন গাজোল শহরে। উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজোল ব্লক আই এন টি টি ইউসি সভাপতি সিরাজুল ইসলাম, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্য নেতৃত্ব। রাজকুমার সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক অফিসে আচমকা ইডি হানার । বিজেপি পরিচালিত ইডির এই আচমকা হানার বিরুদ্ধে বা হামলার বিরুদ্ধে গাজোল শহরে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়। ইডির এই হানাকে আমরা ধিক্কার জানাই। তিনি বলেন বিজিপি পরিচালিত ইডি যতবার হামলা করবে ততবার তৃণমূল কংগ্রেস জিতবে বাংলায়। আজ গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আইপ্যাক অফিসে ইডির তল্লাশীর বিরুদ্ধে গাজোল শহরে একটি ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়। বিজেপি ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসকে দেখে। তাই ই ডি দিয়ে আই প্যাক অফিসে তল্লাশি চালাচ্ছে। এই তল্লাশি চালিয়ে তৃণমূল কংগ্রেসকে দমন করা যাবে না। আজ এই ধিক্কার ও বিক্ষোভ মিছিলে প্রচুর কর্মী ও লোকের সমাগম হয়। এই কর্মী ও মানুষের সমাগম দেখে বোঝা যায় আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে গাজোলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবে। আমরা একজন বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারব। ইডি তল্লাশি চালিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন স্তব্ধ করতে পারবেন না তৃণমূল কংগ্রেসের উন্নয়ন চলছে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন মানুষের পাশে থাকবেন। ২৬ শে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয় কার হবে। আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা তে শ্রমিকদের নিয়ে একটি সভা করেন। তিনি মানুষের পাশে রয়েছেন মানুষের পাশে থাকবেন তিনি শ্রমিকদের পাশে রয়েছেন শ্রমিকদের পাশে থাকবেন আজ তিনি দুপুরে শ্রমিকদের সাথে দুপুরের আহার করেন।1
- ৮ জানুয়ারি , গাজোল :- নিখোঁজ যুবকের পচা গলা দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাজোল এলাকায় ।1
- বালুরঘাট: লোকসভা নির্বাচনের গাড়ির বিল বাকি—সরব মালিকরা, সতর্কবার্তা প্রশাসনকে1
- Braking news: নেতাজী মূর্তির পিছনে ময়লার,আবর্জনার গাড়ি! মূর্তি আবডাল করে চলছে ব্যবসা! অভিযোগ সাধারণ মানুষের!! এখন দেখার বিষয় সমস্যার সমাধান কবে হবে??? #highightsシ゚ #নদিয়া #তাহেরপুর Nadia time news live1
- জাক্ cha cha bujbar parche1
- শীতের দাপটে মানবিক উদ্যোগ, লালগোলার হাসপাতালে অসহায়দের পাশে মিনারুল ইসলাম রকি1
- গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক অফিসে ইডি হামলার বিরুদ্ধে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করেন গাজোল শহরে। উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজোল ব্লক আই এন টি টি ইউসি সভাপতি সিরাজুল ইসলাম, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্য নেতৃত্ব। রাজকুমার সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক অফিসে আচমকা ইডি হানার । বিজেপি পরিচালিত ইডির এই আচমকা হানার বিরুদ্ধে বা হামলার বিরুদ্ধে গাজোল শহরে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়। ইডির এই হানাকে আমরা ধিক্কার জানাই। তিনি বলেন বিজিপি পরিচালিত ইডি যতবার হামলা করবে ততবার তৃণমূল কংগ্রেস জিতবে বাংলায়। আজ গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আইপ্যাক অফিসে ইডির তল্লাশীর বিরুদ্ধে গাজোল শহরে একটি ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়। বিজেপি ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসকে দেখে। তাই ই ডি দিয়ে আই প্যাক অফিসে তল্লাশি চালাচ্ছে। এই তল্লাশি চালিয়ে তৃণমূল কংগ্রেসকে দমন করা যাবে না। আজ এই ধিক্কার ও বিক্ষোভ মিছিলে প্রচুর কর্মী ও লোকের সমাগম হয়। এই কর্মী ও মানুষের সমাগম দেখে বোঝা যায় আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে গাজোলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবে। আমরা একজন বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারব। ইডি তল্লাশি চালিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন স্তব্ধ করতে পারবেন না তৃণমূল কংগ্রেসের উন্নয়ন চলছে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন মানুষের পাশে থাকবেন। ২৬ শে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয় কার হবে। আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা তে শ্রমিকদের নিয়ে একটি সভা করেন। তিনি মানুষের পাশে রয়েছেন মানুষের পাশে থাকবেন তিনি শ্রমিকদের পাশে রয়েছেন শ্রমিকদের পাশে থাকবেন আজ তিনি দুপুরে শ্রমিকদের সাথে দুপুরের আহার করেন।1
- কুমারগঞ্জ: নাবা*লিকা নির্যা*তনচেষ্টা মামলায় দোষী সাব্যস্ত অভিযুক্ত, সাজা ঘোষণা শুক্রবার! #hilightseveryonefollowers #hilinewsbangla #followerseveryonehighlights #হিলিনিউজবাংলা #HiliNews #ত্রিমোহিনী #balurghat_city #হিলি #বুনিয়াদপুর #NewsUpdate1