Shuru
Apke Nagar Ki App…
বেপরোয়া অটোর ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। ঘটনা টি ঘটেছে আজ বুধবার দুপুরে রামপুরহাট থানার গোপালপুর মোড়ে।স্থানীয় সূত্রে জানাযায় রামপুরহাট থেকে তারাপীঠ যাবার রাস্তায় গোপালপুর মোড়ে বুধবার দুপুরে রামপুরহাট থেকে যাচ্ছিল অটো টি সেই সময় মটোর বাইকটি কৌরা গ্রাম থেকে রামপুরহাট দিকে আসছিল। সেই সময় অটোটি বাইক আরোহী কে ধাক্কা মারার সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ।ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ যায়। জখম ব্যক্তিকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পুলিশ। ঘাতক অটোটিকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ।
LOCAL VOICE
বেপরোয়া অটোর ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। ঘটনা টি ঘটেছে আজ বুধবার দুপুরে রামপুরহাট থানার গোপালপুর মোড়ে।স্থানীয় সূত্রে জানাযায় রামপুরহাট থেকে তারাপীঠ যাবার রাস্তায় গোপালপুর মোড়ে বুধবার দুপুরে রামপুরহাট থেকে যাচ্ছিল অটো টি সেই সময় মটোর বাইকটি কৌরা গ্রাম থেকে রামপুরহাট দিকে আসছিল। সেই সময় অটোটি বাইক আরোহী কে ধাক্কা মারার সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ।ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ যায়। জখম ব্যক্তিকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পুলিশ। ঘাতক অটোটিকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ভরতপুরে গ্রামীণ যোগাযোগের নয়া পালক : পল্লীশ্রী গ্রামে একযোগে তিনটি রাস্তার পথচলা শুরু1
- এলাকাবাসীর চাপে পড়ে জয়দেব মেলার আগে বুধবার সকাল থেকে অজয়ের অস্থায়ী সেতুর কাজ শুরু হলো। খুশি এলাকার মানুষজন। বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের তদারকিতে চলছে কাজ। দুপুরে অস্থায়ী সেতুর কাজ খতিয়ে দেখতে এলেন গোলসির বিধায়ক নেপাল ঘরুই। তিনি পঞ্চায়েতের কর্মকর্তাদের সাথে কথা বলেন। ঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেই বিষয়গুলি দেখেন। দীর্ঘ সময় ধরে তিনি তদারকি করেন। বিধায়ক আসায় খুশি এলাকার মানুষ।1
- খিদিরপুর মধ্যপাড়া (টাউন ক্লাব পাড়ার থেকে একটি Common Bronzeback Tree Snake উদ্ধার1
- হ্যাপী নিউ ইয়ার মেসেজ ক্লিক করলেই বিপদ হতে পারে ফোন থেকেই একাউন্টের সমস্ত টাকা গায়েব হতে পারে ইয়ার টি আন হ্যাপী হতে পারে ভয়ংকর হোয়াটসঅ্যাপ স্ক্যাম সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন প্রতিবেদন টি পুরোটা দেখুন নতুন বছর শুরুর আগে শুরু পাবলিক নিউজ কতৃক জনস্বার্থে প্রচারিত রিপোর্টর চিরঞ্জীব চ্যাটার্জি1
- Purulia:বিভিন্ন দাবিতে আশা কর্মীদের কর্মবিরতি,পাড়া ব্লকের বিডিও-কে মিছিল সহকারে ডেপুটেশন। #আশাকর্মী #ASHAWorkers #ASHAWorkersProtest #ন্যায্যবেতন #MinimumWage #15KSalaryDemand #HealthWorkers #PublicHealth #বকেয়াভাতা #IncentiveDue #WorkersMovement #HealthcareHeroes1
- বালুরঘাট পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন অশোক মিত্র। #Balurghat #TMC1
- ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল বাবা মায়ের। তবুও শুনানির নোটিস এসে পৌঁছাল দৃষ্টিহীন যুবকের হাতে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় অবশেষে শুনানি কেন্দ্রে হাজির হতে হল পঙ্কজ ভুঁইয়াকে। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম ১৪৪ নম্বর বুথের ভোটার পঙ্কজ ভুঁইয়া চোখে দেখতে পান না। তবুও নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ে তিনি পিছিয়ে থাকেননি। বুধবার তৃণমূলের উদ্যোগে টোটো করে তাঁকে পৌঁছে দেওয়া হয় দুর্গাপুর ফরিদপুর বিডিও অফিসে শুনানি কেন্দ্রে। প্রবেশের আগে তাঁর গলায় পরিয়ে দেওয়া হয় রজনীগন্ধার মালা সংগ্রাম আর সাহসকে সম্মান জানিয়ে। এই ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, যেখানে ২০০২ সালের ভোটার তালিকায় পঙ্কজের বাবা মায়ের নাম স্পষ্টভাবে রয়েছে, সেখানে একজন প্রতিবন্ধী যুবককে এভাবে শুনানিতে ডেকে সমস্যায় ফেলা অমানবিক। শুনানির আগে পঙ্কজ ভুঁইয়া বলেন, "আমার কাছে সব নথি রয়েছে। আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা। তারপরেও আমাকে শুনানিতে ডাকা হল। কেন ডাকা হল, আমি নিজেও জানি না। অকারণে সমস্যায় পড়তে হল।" গোগলার অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন,"এইভাবেই সাধারণ মানুষকে বিপাকে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। একজন দৃষ্টিহীন যুবকও ছাড় পাচ্ছে না। পঙ্কজের শুনানির কথা জানতে পেরেই আমরা ব্যবস্থা নিয়েছি। যাতে কোনওভাবেই তার নাম বাদ দিতে না পারে নির্বাচন কমিশন, সেই দায়িত্ব আমরা নিয়েছি। দৃষ্টিহীন হয়েও যে সে হার না মানার লড়াই চালাচ্ছে, সেই সম্মানেই তার গলায় রজনীগন্ধার মালা পরানো হয়েছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে আমরা মানুষের সেবায় সর্বদা পাশে রয়েছি।"1
- মর্মান্তিক বাইক দুর্ঘটনায় নিহত দুই বাইকারোহী নাকাশিপাড়া বাদ তেহট্ট এলাকায়1
- রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পুরুলিয়ার পাড়া ব্লকের জবড়রা ঝাঁপড়া ২নং অঞ্চলের ২ নং শক্তিকেন্দ্র ফুসড়াবাদ মোড়ে ভারতীয় জনতা পার্টির মন্ডল ৪ এর তরফে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে চারটে নাগাদ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য চরন বাউরী, জেলা কমিটির সদস্য চন্ডী চরণ রায়, স্বপন রায়,টোটন মুখার্জি, খোকন বাউরী, মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেনারেল সেক্রেটারি সহদেব বাউরী ত্রিলোচন মাঝি সহ অন্যান্যরা।1