Shuru
Apke Nagar Ki App…
এলাকাবাসীর চাপে পড়ে জয়দেব মেলার আগে বুধবার সকাল থেকে অজয়ের অস্থায়ী সেতুর কাজ শুরু হলো। খুশি এলাকার মানুষজন। বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের তদারকিতে চলছে কাজ। দুপুরে অস্থায়ী সেতুর কাজ খতিয়ে দেখতে এলেন গোলসির বিধায়ক নেপাল ঘরুই। তিনি পঞ্চায়েতের কর্মকর্তাদের সাথে কথা বলেন। ঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেই বিষয়গুলি দেখেন। দীর্ঘ সময় ধরে তিনি তদারকি করেন। বিধায়ক আসায় খুশি এলাকার মানুষ।
Sanatan Garai
এলাকাবাসীর চাপে পড়ে জয়দেব মেলার আগে বুধবার সকাল থেকে অজয়ের অস্থায়ী সেতুর কাজ শুরু হলো। খুশি এলাকার মানুষজন। বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের তদারকিতে চলছে কাজ। দুপুরে অস্থায়ী সেতুর কাজ খতিয়ে দেখতে এলেন গোলসির বিধায়ক নেপাল ঘরুই। তিনি পঞ্চায়েতের কর্মকর্তাদের সাথে কথা বলেন। ঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেই বিষয়গুলি দেখেন। দীর্ঘ সময় ধরে তিনি তদারকি করেন। বিধায়ক আসায় খুশি এলাকার মানুষ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- চন্দ্রকোনা ২ নম্বর বিডিও অফিসে SIR শুনানিতে আসা মানুষদের সাথে কথা বলে মানুষজনের মনে সাহস যোগালেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া। আজ দুপুর ১২ টা নাগাদ SIR শুনানিতে আসা মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের ভয় থেকে বিরত থাকতে এবং তাঁদের মনে সাহস দিলেন তিনি, উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ।1
- পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে স্মারকলিপি প্রদান করা হলো রামপুরহাট মহকুমা শাসকের কাছে। আশা কর্মীদের চাকরিতে স্বীকৃতি সহ মাতৃত্বকালীন ছুটি পাশাপাশি ভাতার পরিমাণ বৃদ্ধি সহ দশ দফা দাবি নিয়ে আজ বুধবার দুপুরে ৩১ শে ডিসেম্বর রামপুরহাট স্বাস্থ্য জেলার আশা কর্মীরা রামপুরহাট মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। আশা কর্মীদের তরফ থেকে দাবি তোলা হয় ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া অবিলম্বে প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকেও পাঁচ লক্ষ টাকা প্রদানের দাবীও জানিয়েছেন।1
- Purulia:বিভিন্ন দাবিতে আশা কর্মীদের কর্মবিরতি,পাড়া ব্লকের বিডিও-কে মিছিল সহকারে ডেপুটেশন। #আশাকর্মী #ASHAWorkers #ASHAWorkersProtest #ন্যায্যবেতন #MinimumWage #15KSalaryDemand #HealthWorkers #PublicHealth #বকেয়াভাতা #IncentiveDue #WorkersMovement #HealthcareHeroes1
- আজ ২০২৫ সালের শেষ দিন।আর ৩১শৈ ডিসেম্বর এর রাতে বর্ষ বরনের রাতে মেতে উঠল ঘাটালের মানুষ জন1
- ২০০২ এ ভোটার লিস্টের নাম না হয় এক প্রতিবন্ধীর পরিবার হেয়ারিং এ ডাক পেলেন নাকাশিপাড়া বিডিও অফিসে1
- তৃণমূল পরিচালিত দাসপুর ২। ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয় পরিকাঠামো না থাকার কারণে সমস্যায় পড়তে হতো কার্যালয়ে আসা গ্রাম পঞ্চায়েতের অধীন ভোটারদের।কারণ কার্যালয়ের মধ্যে ছিল না কোন দপ্তরের রুম।যার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো অনেককেই।এবার কয়েক লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে পরিকাঠামো করা হচ্ছে পঞ্চায়েত কার্যালয়টি। নতুন বছরের শুরুতেই রয়েছে সেই কার্যালয়ের উদ্বোধন।প্রধান প্রতিমা রানা ও উপপ্রধান নারায়ণ চন্দ্র মন্ডল জানান এবার থেকে পঞ্চায়েতে আশা কোন ভোটারদের আর দাঁড়িয়ে থাকতে হবে না,নির্দিষ্ট সময়ে তারা তাদের নিজস্ব কাজ সফল করতে পারবে।2
- ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল বাবা মায়ের। তবুও শুনানির নোটিস এসে পৌঁছাল দৃষ্টিহীন যুবকের হাতে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় অবশেষে শুনানি কেন্দ্রে হাজির হতে হল পঙ্কজ ভুঁইয়াকে। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম ১৪৪ নম্বর বুথের ভোটার পঙ্কজ ভুঁইয়া চোখে দেখতে পান না। তবুও নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ে তিনি পিছিয়ে থাকেননি। বুধবার তৃণমূলের উদ্যোগে টোটো করে তাঁকে পৌঁছে দেওয়া হয় দুর্গাপুর ফরিদপুর বিডিও অফিসে শুনানি কেন্দ্রে। প্রবেশের আগে তাঁর গলায় পরিয়ে দেওয়া হয় রজনীগন্ধার মালা সংগ্রাম আর সাহসকে সম্মান জানিয়ে। এই ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, যেখানে ২০০২ সালের ভোটার তালিকায় পঙ্কজের বাবা মায়ের নাম স্পষ্টভাবে রয়েছে, সেখানে একজন প্রতিবন্ধী যুবককে এভাবে শুনানিতে ডেকে সমস্যায় ফেলা অমানবিক। শুনানির আগে পঙ্কজ ভুঁইয়া বলেন, "আমার কাছে সব নথি রয়েছে। আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা। তারপরেও আমাকে শুনানিতে ডাকা হল। কেন ডাকা হল, আমি নিজেও জানি না। অকারণে সমস্যায় পড়তে হল।" গোগলার অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন,"এইভাবেই সাধারণ মানুষকে বিপাকে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। একজন দৃষ্টিহীন যুবকও ছাড় পাচ্ছে না। পঙ্কজের শুনানির কথা জানতে পেরেই আমরা ব্যবস্থা নিয়েছি। যাতে কোনওভাবেই তার নাম বাদ দিতে না পারে নির্বাচন কমিশন, সেই দায়িত্ব আমরা নিয়েছি। দৃষ্টিহীন হয়েও যে সে হার না মানার লড়াই চালাচ্ছে, সেই সম্মানেই তার গলায় রজনীগন্ধার মালা পরানো হয়েছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে আমরা মানুষের সেবায় সর্বদা পাশে রয়েছি।"1
- ভয়াবহ পথ দূর্ঘ টনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে।রাস্তা ভেঙে ডাম্পার নিচে, ঘাটালের মনসুকা ঘোড়ইঘাট চাতালে।যদিও এই ঘটনায় হতাহতের কোনোও খবর নেই।1
- রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পুরুলিয়ার পাড়া ব্লকের জবড়রা ঝাঁপড়া ২নং অঞ্চলের ২ নং শক্তিকেন্দ্র ফুসড়াবাদ মোড়ে ভারতীয় জনতা পার্টির মন্ডল ৪ এর তরফে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে চারটে নাগাদ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য চরন বাউরী, জেলা কমিটির সদস্য চন্ডী চরণ রায়, স্বপন রায়,টোটন মুখার্জি, খোকন বাউরী, মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেনারেল সেক্রেটারি সহদেব বাউরী ত্রিলোচন মাঝি সহ অন্যান্যরা।1