Shuru
Apke Nagar Ki App…
তৃণমূল পরিচালিত দাসপুর ২। ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয় পরিকাঠামো না থাকার কারণে সমস্যায় পড়তে হতো কার্যালয়ে আসা গ্রাম পঞ্চায়েতের অধীন ভোটারদের।কারণ কার্যালয়ের মধ্যে ছিল না কোন দপ্তরের রুম।যার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো অনেককেই।এবার কয়েক লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে পরিকাঠামো করা হচ্ছে পঞ্চায়েত কার্যালয়টি। নতুন বছরের শুরুতেই রয়েছে সেই কার্যালয়ের উদ্বোধন।প্রধান প্রতিমা রানা ও উপপ্রধান নারায়ণ চন্দ্র মন্ডল জানান এবার থেকে পঞ্চায়েতে আশা কোন ভোটারদের আর দাঁড়িয়ে থাকতে হবে না,নির্দিষ্ট সময়ে তারা তাদের নিজস্ব কাজ সফল করতে পারবে।
News Daspur
তৃণমূল পরিচালিত দাসপুর ২। ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয় পরিকাঠামো না থাকার কারণে সমস্যায় পড়তে হতো কার্যালয়ে আসা গ্রাম পঞ্চায়েতের অধীন ভোটারদের।কারণ কার্যালয়ের মধ্যে ছিল না কোন দপ্তরের রুম।যার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো অনেককেই।এবার কয়েক লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে পরিকাঠামো করা হচ্ছে পঞ্চায়েত কার্যালয়টি। নতুন বছরের শুরুতেই রয়েছে সেই কার্যালয়ের উদ্বোধন।প্রধান প্রতিমা রানা ও উপপ্রধান নারায়ণ চন্দ্র মন্ডল জানান এবার থেকে পঞ্চায়েতে আশা কোন ভোটারদের আর দাঁড়িয়ে থাকতে হবে না,নির্দিষ্ট সময়ে তারা তাদের নিজস্ব কাজ সফল করতে পারবে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মঙ্গলবার সকালে আগুন লাগার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাউড়িয়া জুট মিলে, সূত্রের খবর এদিন আনুমানিক সকাল ৯ টা ১৫ নাগাদ মিলের শ্রমিকরা প্রথম পাট ঘরের গুদামে আগুন দেখতে পায়, ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য, প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেয় ওই জুট মিলে কর্মরত শ্রমিকরা। খবর দেওয়া হয় বাউড়িয়া থানার পাশাপাশি দমকলে, এদিকে আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। তবে ঠিক কি কারণে এদিনের এই আগুন তা জানা যায়নি, তবে শ্রমিকদের ধারণা শর্ট সার্কিট থেকেই হয়তো লাগে ওই আগুন3
- আদর্শ ট্যালেন্ট সার্চ পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২০২৫1
- শ্রীরামপুর হেরিটেজ এন্ড ট্যুরিজম উৎসবে জিৎ1
- শ্রীরামপুরে সুপারস্টার জিৎ!1
- YouTube 🆔 Artist Satyam please subscribe my channel1
- ঘন কুয়াশার চাদরে মোড়া বেলপাহাড়ী1
- YouTube 🆔 Artist Satyam please subscribe my channel1
- হালিশহর বাগমোড় সপ্তর্ষি ক্লাবের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান....3
- বছরের শেষ দিনে সবজির দাম রয়েছে কম। ফুলকপি বাঁধাকপি, দশ টাকা পিস। এছাড়াও সমস্ত সবজি দুর্গাপুরের সবজির বাজার গুলিতে আমদানি হচ্ছে। কিন্তু তুলনামূলক দাম কম রয়েছে। নিউ ইয়ারের জন্য অনেকের সবজি কিনেও নিয়ে যাচ্ছেন।1