logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বছরের শেষ দিনে সবজির দাম রয়েছে কম। ফুলকপি বাঁধাকপি, দশ টাকা পিস। এছাড়াও সমস্ত সবজি দুর্গাপুরের সবজির বাজার গুলিতে আমদানি হচ্ছে। কিন্তু তুলনামূলক দাম কম রয়েছে। নিউ ইয়ারের জন্য অনেকের সবজি কিনেও নিয়ে যাচ্ছেন।

3 hrs ago
user_Sanatan Garai
Sanatan Garai
কাঁকসা, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
3 hrs ago

বছরের শেষ দিনে সবজির দাম রয়েছে কম। ফুলকপি বাঁধাকপি, দশ টাকা পিস। এছাড়াও সমস্ত সবজি দুর্গাপুরের সবজির বাজার গুলিতে আমদানি হচ্ছে। কিন্তু তুলনামূলক দাম কম রয়েছে। নিউ ইয়ারের জন্য অনেকের সবজি কিনেও নিয়ে যাচ্ছেন।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • কিষাণ মান্ডিতে সরকারি পদ্ধতিতে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে শুরু হয়েছে ধান কেনা, চন্দ্রকোনার জয়ন্তীপূর এলাকায় সেই কিষাণমন্ডি পরিদর্শন করলেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ । কৃষকদের সুবিধা অসুবিধা নিয়ে কৃষকদের কাছ থেকে খোঁজ খবর নিলেন তিনি।
    1
    কিষাণ মান্ডিতে সরকারি পদ্ধতিতে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে শুরু হয়েছে ধান কেনা, চন্দ্রকোনার জয়ন্তীপূর এলাকায় সেই কিষাণমন্ডি পরিদর্শন করলেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ । কৃষকদের সুবিধা অসুবিধা নিয়ে কৃষকদের কাছ থেকে খোঁজ খবর নিলেন তিনি।
    user_Madhusudan Bhattacharya
    Madhusudan Bhattacharya
    চন্দ্রকোনা 2, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • পাঁশকুড়া বর্ধমান বাসের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়া বাসস্ট্যান্ডে
    2
    পাঁশকুড়া বর্ধমান বাসের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়া বাসস্ট্যান্ডে
    user_PBN BANGLA NEWS
    PBN BANGLA NEWS
    Journalist চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হল এক ১৪ বছরের কিশোরের। মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ালো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে। জানাযায় রঞ্জিত মাল তারাপীঠে সবুজ পল্লী বাড়ি আজ মঙ্গলবার দুপুরে মোটর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন।তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।পরিবারে অভিযোগ ভর্তি করার পর কোনো চিকিৎসা করেনি চিকিৎসকরা। মায়ের অভিযোগ ছেলে যন্ত্রণায় কাতরা ছিল ডাক্তার বাবুর কাছে বার বার গিয়ে বলি ছেলে ছটপট করছে। কিন্তু তারা কেউ এলো না,বলে তিন ঘন্টা পর যাবে।অথচ তারা গল্প করছে। তাও দেখতে এলনা ফলে আমার ছেলের মৃত্যু হয়।আমারা চায় ওই চিকিৎসকের শাস্তি হোক। মৃত্যুর খবর ছড়াতে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর রামপুরহাট থানার পুলিশ এসে নিয়ত্রনে আসে।
    1
    ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে  মৃত্যু হল এক ১৪ বছরের কিশোরের। মঙ্গলবার বিকেলে উত্তেজনা  ছড়ালো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে। জানাযায় রঞ্জিত মাল তারাপীঠে সবুজ পল্লী বাড়ি আজ  মঙ্গলবার দুপুরে মোটর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন।তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।পরিবারে অভিযোগ ভর্তি করার পর কোনো চিকিৎসা করেনি চিকিৎসকরা। মায়ের অভিযোগ  ছেলে যন্ত্রণায় কাতরা ছিল ডাক্তার বাবুর কাছে বার বার  গিয়ে বলি ছেলে ছটপট করছে। কিন্তু তারা কেউ এলো না,বলে তিন ঘন্টা পর যাবে।অথচ তারা গল্প করছে। তাও দেখতে এলনা ফলে আমার ছেলের মৃত্যু হয়।আমারা চায় ওই চিকিৎসকের শাস্তি হোক। মৃত্যুর খবর ছড়াতে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর রামপুরহাট থানার পুলিশ এসে নিয়ত্রনে আসে।
    user_LOCAL VOICE
    LOCAL VOICE
    Journalist রামপুরহাট 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পুরুলিয়ার পাড়া ব্লকের জবড়রা ঝাঁপড়া ২নং অঞ্চলের ২ নং শক্তিকেন্দ্র ফুসড়াবাদ মোড়ে ভারতীয় জনতা পার্টির মন্ডল ৪ এর তরফে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে চারটে নাগাদ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য চরন বাউরী, জেলা কমিটির সদস্য চন্ডী চরণ রায়, স্বপন রায়,টোটন মুখার্জি, খোকন বাউরী, মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেনারেল সেক্রেটারি সহদেব বাউরী ত্রিলোচন মাঝি সহ অন্যান্যরা।
    1
    রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পুরুলিয়ার পাড়া ব্লকের জবড়রা ঝাঁপড়া ২নং অঞ্চলের ২ নং শক্তিকেন্দ্র ফুসড়াবাদ মোড়ে ভারতীয় জনতা পার্টির মন্ডল ৪ এর তরফে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে চারটে নাগাদ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য চরন বাউরী, জেলা কমিটির সদস্য চন্ডী চরণ রায়, স্বপন রায়,টোটন মুখার্জি, খোকন বাউরী, মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেনারেল সেক্রেটারি সহদেব বাউরী ত্রিলোচন মাঝি সহ অন্যান্যরা।
    user_Bidyut Mallik
    Bidyut Mallik
    Journalist পাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • ২০০২ এ ভোটার লিস্টের নাম না হয় এক প্রতিবন্ধীর পরিবার হেয়ারিং এ ডাক পেলেন নাকাশিপাড়া বিডিও অফিসে
    1
    ২০০২ এ ভোটার লিস্টের নাম না হয় এক প্রতিবন্ধীর পরিবার হেয়ারিং এ ডাক পেলেন নাকাশিপাড়া বিডিও অফিসে
    user_Nabendu Bhattacharya
    Nabendu Bhattacharya
    Corresponded Reporter নাকাশিপাড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • তৃণমূল পরিচালিত দাসপুর ২। ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয় পরিকাঠামো না থাকার কারণে সমস্যায় পড়তে হতো কার্যালয়ে আসা গ্রাম পঞ্চায়েতের অধীন ভোটারদের।কারণ কার্যালয়ের মধ্যে ছিল না কোন দপ্তরের রুম।যার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো অনেককেই।এবার কয়েক লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে পরিকাঠামো করা হচ্ছে পঞ্চায়েত কার্যালয়টি। নতুন বছরের শুরুতেই রয়েছে সেই কার্যালয়ের উদ্বোধন।প্রধান প্রতিমা রানা ও উপপ্রধান নারায়ণ চন্দ্র মন্ডল জানান এবার থেকে পঞ্চায়েতে আশা কোন ভোটারদের আর দাঁড়িয়ে থাকতে হবে না,নির্দিষ্ট সময়ে তারা তাদের নিজস্ব কাজ সফল করতে পারবে।
    2
    তৃণমূল পরিচালিত দাসপুর ২। ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয় পরিকাঠামো না থাকার কারণে সমস্যায় পড়তে হতো কার্যালয়ে আসা গ্রাম পঞ্চায়েতের অধীন ভোটারদের।কারণ কার্যালয়ের মধ্যে ছিল না কোন দপ্তরের রুম।যার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো অনেককেই।এবার কয়েক লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে পরিকাঠামো করা হচ্ছে পঞ্চায়েত কার্যালয়টি। নতুন বছরের শুরুতেই রয়েছে সেই কার্যালয়ের উদ্বোধন।প্রধান প্রতিমা রানা ও উপপ্রধান নারায়ণ চন্দ্র মন্ডল জানান এবার থেকে পঞ্চায়েতে আশা কোন ভোটারদের আর দাঁড়িয়ে থাকতে হবে না,নির্দিষ্ট সময়ে তারা তাদের নিজস্ব কাজ সফল করতে পারবে।
    user_News Daspur
    News Daspur
    দাসপুর 2, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • তৃতীয় আঞ্চলিক স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে 'সৃষ্টিশ্রী' মেলা শুরু হল মঙ্গলবার থেকে। উদ্বোধন করলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রতি মন্ত্রী শিউলি সাহা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় প্রমুখ। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা আয়োজিত এই মেলা ১০ দিন ধরে চলবে দুর্গাপুর হাটে। মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সদস্যদের হাতের তৈরি জিনিস প্রদর্শন ও বিক্রি হবে। এবার মেলায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৩ জেলার স্বনির্ভর গোষ্ঠী যোগ দেবে মেলায়। গতবার সৃষ্টিশ্রী মেলায় ১ কোটি ৬৪ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিলো। এবার মোট ১৩৪ স্টলে আগের বারের বিক্রি বেড়ে প্রায় ২ কোটি টাকার উপরে হবে বলেই আশা প্রকাশ করেন মন্ত্রী মলয় ঘটক। মেলায় করা হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের একটি ক্যাম্প। মেলার প্রতিদিনই থাকছে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের গানের অনুষ্ঠান। মন্ত্রী মলয় ঘটক বলেন,"বাংলার হস্তশিল্পীদের রোজকার বাড়ছে। বাংলার হস্তশিল্প মানুষ কিনছে। তাদের চাহিদা বাড়ানোর জন্য জেলায় জেলায় হস্ত শিল্প মেলা বসছে। এই মেলাতেই চরম উচ্ছ্বাস দেখা যাচ্ছে এলাকাবাসীর মধ্যে।"
    1
    তৃতীয় আঞ্চলিক স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে 'সৃষ্টিশ্রী' মেলা শুরু হল মঙ্গলবার থেকে। উদ্বোধন করলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রতি মন্ত্রী শিউলি সাহা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় প্রমুখ।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা আয়োজিত এই মেলা ১০ দিন ধরে চলবে দুর্গাপুর হাটে। মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সদস্যদের হাতের তৈরি জিনিস প্রদর্শন ও বিক্রি হবে। এবার মেলায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৩ জেলার স্বনির্ভর গোষ্ঠী যোগ দেবে মেলায়। গতবার সৃষ্টিশ্রী মেলায় ১ কোটি ৬৪ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিলো। এবার মোট ১৩৪ স্টলে আগের বারের বিক্রি বেড়ে প্রায় ২ কোটি টাকার উপরে হবে বলেই আশা প্রকাশ করেন মন্ত্রী মলয় ঘটক। মেলায় করা হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের একটি ক্যাম্প। মেলার প্রতিদিনই থাকছে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের গানের অনুষ্ঠান। মন্ত্রী মলয় ঘটক বলেন,"বাংলার হস্তশিল্পীদের রোজকার বাড়ছে। বাংলার হস্তশিল্প মানুষ  কিনছে। তাদের চাহিদা বাড়ানোর জন্য জেলায় জেলায় হস্ত শিল্প মেলা বসছে। এই মেলাতেই চরম উচ্ছ্বাস দেখা যাচ্ছে এলাকাবাসীর মধ্যে।"
    user_Sanatan Garai
    Sanatan Garai
    কাঁকসা, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • দু-তিনটে ইস্যু যদি আটকে দেওয়া যায় বিজেপিকে, ধর্ম নিয়ে বোলোনা, তুমি রোহিঙ্গা নিয়ে অনুপ্রবেশ নিয়ে বোলোনা, এই দু-তিনটে সাবজেক্ট নিয়ে যদি আটকে দেওয়া যায়,বলা হয় এবার তোমাদের কথা বলো তাহলে বলতে পারবে না। আজ কোলকাতায় অমিত শাহের সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করার পরিপেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে রামপুরহাটে মন্তব্য করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক শতাব্দী রায়। আজ বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন সাংসদ শতাব্দী রায়।
    1
    দু-তিনটে ইস্যু যদি আটকে দেওয়া যায় বিজেপিকে, ধর্ম নিয়ে বোলোনা, তুমি রোহিঙ্গা নিয়ে অনুপ্রবেশ নিয়ে বোলোনা, এই দু-তিনটে সাবজেক্ট নিয়ে যদি আটকে দেওয়া যায়,বলা হয় এবার তোমাদের কথা বলো তাহলে বলতে পারবে না। আজ কোলকাতায় অমিত শাহের সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করার পরিপেক্ষিতে  আজ মঙ্গলবার দুপুরে রামপুরহাটে মন্তব্য করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা  তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক শতাব্দী রায়। আজ বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন সাংসদ শতাব্দী রায়।
    user_LOCAL VOICE
    LOCAL VOICE
    Journalist রামপুরহাট 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • খিদিরপুর মধ্যপাড়া (টাউন ক্লাব পাড়ার থেকে একটি Common Bronzeback Tree Snake উদ্ধার
    1
    খিদিরপুর মধ্যপাড়া (টাউন ক্লাব পাড়ার থেকে একটি  Common Bronzeback Tree Snake উদ্ধার
    user_Nabendu Bhattacharya
    Nabendu Bhattacharya
    Corresponded Reporter নাকাশিপাড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.