তৃতীয় আঞ্চলিক স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে 'সৃষ্টিশ্রী' মেলা শুরু হল মঙ্গলবার থেকে। উদ্বোধন করলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রতি মন্ত্রী শিউলি সাহা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় প্রমুখ। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা আয়োজিত এই মেলা ১০ দিন ধরে চলবে দুর্গাপুর হাটে। মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সদস্যদের হাতের তৈরি জিনিস প্রদর্শন ও বিক্রি হবে। এবার মেলায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৩ জেলার স্বনির্ভর গোষ্ঠী যোগ দেবে মেলায়। গতবার সৃষ্টিশ্রী মেলায় ১ কোটি ৬৪ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিলো। এবার মোট ১৩৪ স্টলে আগের বারের বিক্রি বেড়ে প্রায় ২ কোটি টাকার উপরে হবে বলেই আশা প্রকাশ করেন মন্ত্রী মলয় ঘটক। মেলায় করা হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের একটি ক্যাম্প। মেলার প্রতিদিনই থাকছে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের গানের অনুষ্ঠান। মন্ত্রী মলয় ঘটক বলেন,"বাংলার হস্তশিল্পীদের রোজকার বাড়ছে। বাংলার হস্তশিল্প মানুষ কিনছে। তাদের চাহিদা বাড়ানোর জন্য জেলায় জেলায় হস্ত শিল্প মেলা বসছে। এই মেলাতেই চরম উচ্ছ্বাস দেখা যাচ্ছে এলাকাবাসীর মধ্যে।"
তৃতীয় আঞ্চলিক স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে 'সৃষ্টিশ্রী' মেলা শুরু হল মঙ্গলবার থেকে। উদ্বোধন করলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রতি মন্ত্রী শিউলি সাহা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় প্রমুখ। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা আয়োজিত এই মেলা ১০ দিন ধরে চলবে দুর্গাপুর হাটে। মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সদস্যদের হাতের তৈরি জিনিস প্রদর্শন ও বিক্রি হবে। এবার মেলায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৩ জেলার স্বনির্ভর গোষ্ঠী যোগ দেবে মেলায়। গতবার সৃষ্টিশ্রী মেলায় ১ কোটি ৬৪ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিলো। এবার মোট ১৩৪ স্টলে আগের বারের বিক্রি বেড়ে প্রায় ২ কোটি টাকার উপরে হবে বলেই আশা প্রকাশ করেন মন্ত্রী মলয় ঘটক। মেলায় করা হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের একটি ক্যাম্প। মেলার প্রতিদিনই থাকছে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের গানের অনুষ্ঠান। মন্ত্রী মলয় ঘটক বলেন,"বাংলার হস্তশিল্পীদের রোজকার বাড়ছে। বাংলার হস্তশিল্প মানুষ কিনছে। তাদের চাহিদা বাড়ানোর জন্য জেলায় জেলায় হস্ত শিল্প মেলা বসছে। এই মেলাতেই চরম উচ্ছ্বাস দেখা যাচ্ছে এলাকাবাসীর মধ্যে।"
- ৩৮ তম বিষ্ণুপুর মেলার কালো দিন ২৭ শে ডিসেম্বর ২০২৫1
- দু-তিনটে ইস্যু যদি আটকে দেওয়া যায় বিজেপিকে, ধর্ম নিয়ে বোলোনা, তুমি রোহিঙ্গা নিয়ে অনুপ্রবেশ নিয়ে বোলোনা, এই দু-তিনটে সাবজেক্ট নিয়ে যদি আটকে দেওয়া যায়,বলা হয় এবার তোমাদের কথা বলো তাহলে বলতে পারবে না। আজ কোলকাতায় অমিত শাহের সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করার পরিপেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে রামপুরহাটে মন্তব্য করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক শতাব্দী রায়। আজ বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন সাংসদ শতাব্দী রায়।1
- হেয়ারিং পর্বের মধ্যেই হঠাৎ করে হেয়ারিং স্থলে ঢুকে গেল তৃণমূলের বিএলএ ২ রা! মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে বন্ধ এস আই আর এর শুনানি প্রক্রিয়া। নির্দিষ্ট সূচি মেনে সোমবার সকাল থেকেই মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয় শুরু হয়েছিল এসআইআর এর হেয়ারিং প্রক্রিয়া। যাদের নোটিশ দিয়ে ডাকা হয়েছিল তারাও হাজির হয়ে গিয়েছিল নির্ধারিত সময়েই। হেয়ারিং চলতে চলতেই হঠাৎ করে শাসকদলের বি এল এ টু এরা ঢুকে পড়ে হেয়ারিং স্থলে। এরপর ইলেকশন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনভাবেই হেয়ারিং স্টলে প্রবেশ করতে দেওয়া যাবে না শুনানি পর্বে ডাক পাওয়া ভোটার ব্যতীত অন্য কাউকে। তৃণমূলের বিএল এ টু দের হেয়ারিং স্থল থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু এর পরেও বিএলএ টু দের বের করা সম্ভব না হওয়ায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বন্ধ শুনানি প্রক্রিয়া। শাসকদলের দাবি, লিখিত আকারে জানাতে হবে কেন বিএল এ টু এদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে ইলেকশন কমিশনের মেদিনীপুরের ইআরও মধুমিতা মুখার্জী জানিয়েছেন, ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে যে সমস্ত ভোটারদের শুনানি পর্বে ডাকা হয়েছে তারা ব্যতীত অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না। শুনানির স্থলে থাকতে পারবেন শুধুমাত্র এ আর ও, এ ই আর ও, মাইক্রো অবজারভার সহ ইলেকশন কমিশনের আধিকারিকরা। এখনো পর্যন্ত মেটেনি সমস্যা। দ্রুত সমস্যা মিটিয়ে শুনানি শুরু করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইআরও।1
- Purulia:কাশ্মীরে শহীদ শিব শংকর দাসের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, পাড়া থানার কেটলাপুর গ্রামে স্মরণ অনুষ্ঠান। #khabarpurulia24x7 #শহীদ_শিবশংকর_দাস #ShaheedShibShankarDas #শহীদ_দিবস #MartyrsDay #CRPF #CRPFTribute #IndianArmyHeroes #MartyrOfIndia #Purulia #PuruliaNews #ParaPolice #WestBengalNews #SaluteToMartyrs #NationRemembers1
- খবরে জেনে নড়েচড়ে বসলো প্রশাসন ১০২ বছর বয়স্ক ঘাটালের ইড়পালার গান্ধারী জানাকে।তাকে আর যেতে হবে না হিয়ারিং এর জন্য বাড়ি থেকে ৪০কিলোমিটার দূর হিয়ারিং কেন্দ্রে। প্রশাসনের উদ্যোগে তার হিয়ারিং এর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআই আর চলাকালীন এই বৃদ্ধা মহিলার নাম তালিকায় না থাকার কারণে এসেছিল হিয়ারিং এর নোটিশ চিন্তায় ছিলেন বৃদ্ধা সেই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসলে প্রশাসন দ্রুত নেওয়া হলো পদক্ষেপ।1
- Post by Babulal Sarkar1
- অজয়ের অস্থায়ী সেতুর দাবীতে 'জয়দেব সেতু' অবরোধ। অবরুদ্ধ গুরুত্বপূর্ণ রাস্তা। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি। জয়দেব মেলার আগে তোলপাড় এলাকা। এক ঘন্টা ধরে অবরোধ গুরুত্বপূর্ণ জয়দেব সেতু।1
- বাঁকুড়ার জয়পুর ব্লকে দুটি রাস্তার উদ্বোধন1
- প্রায় দশ বছর পরে দরজা খুললো বীরভূমের রামপুরহাটের রক্তকরবী পুরমঞ্চের।আজ মঙ্গলবার আনুমানিক বেলা ১২:০০ টা নাগাদ রক্তকরবী পুরমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার আরো গণ্যমান্য ব্যক্তিরা1