Shuru
Apke Nagar Ki App…
Babulal Sarkar
More news from Murshidabad and nearby areas
- Post by Babulal Sarkar1
- ভরতপুরে গ্রামীণ যোগাযোগের নয়া পালক : পল্লীশ্রী গ্রামে একযোগে তিনটি রাস্তার পথচলা শুরু1
- ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হল এক ১৪ বছরের কিশোরের। মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ালো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে। জানাযায় রঞ্জিত মাল তারাপীঠে সবুজ পল্লী বাড়ি আজ মঙ্গলবার দুপুরে মোটর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন।তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।পরিবারে অভিযোগ ভর্তি করার পর কোনো চিকিৎসা করেনি চিকিৎসকরা। মায়ের অভিযোগ ছেলে যন্ত্রণায় কাতরা ছিল ডাক্তার বাবুর কাছে বার বার গিয়ে বলি ছেলে ছটপট করছে। কিন্তু তারা কেউ এলো না,বলে তিন ঘন্টা পর যাবে।অথচ তারা গল্প করছে। তাও দেখতে এলনা ফলে আমার ছেলের মৃত্যু হয়।আমারা চায় ওই চিকিৎসকের শাস্তি হোক। মৃত্যুর খবর ছড়াতে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর রামপুরহাট থানার পুলিশ এসে নিয়ত্রনে আসে।1
- নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত হলো জব ফেয়ার ২০২৫1
- মালদার মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেধে তৃণমূলের সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। লিচ পিটের প্রায় ৫০ লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটওয়ারা করে নিয়েছে বলো অভিযোগ। দলীয় নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলে দাবি।1
- Post by Subha mandal1
- তৃতীয় আঞ্চলিক স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে 'সৃষ্টিশ্রী' মেলা শুরু হল মঙ্গলবার থেকে। উদ্বোধন করলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, প্রতি মন্ত্রী শিউলি সাহা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় প্রমুখ। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা আয়োজিত এই মেলা ১০ দিন ধরে চলবে দুর্গাপুর হাটে। মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা সদস্যদের হাতের তৈরি জিনিস প্রদর্শন ও বিক্রি হবে। এবার মেলায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৩ জেলার স্বনির্ভর গোষ্ঠী যোগ দেবে মেলায়। গতবার সৃষ্টিশ্রী মেলায় ১ কোটি ৬৪ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছিলো। এবার মোট ১৩৪ স্টলে আগের বারের বিক্রি বেড়ে প্রায় ২ কোটি টাকার উপরে হবে বলেই আশা প্রকাশ করেন মন্ত্রী মলয় ঘটক। মেলায় করা হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের একটি ক্যাম্প। মেলার প্রতিদিনই থাকছে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের গানের অনুষ্ঠান। মন্ত্রী মলয় ঘটক বলেন,"বাংলার হস্তশিল্পীদের রোজকার বাড়ছে। বাংলার হস্তশিল্প মানুষ কিনছে। তাদের চাহিদা বাড়ানোর জন্য জেলায় জেলায় হস্ত শিল্প মেলা বসছে। এই মেলাতেই চরম উচ্ছ্বাস দেখা যাচ্ছে এলাকাবাসীর মধ্যে।"1
- দু-তিনটে ইস্যু যদি আটকে দেওয়া যায় বিজেপিকে, ধর্ম নিয়ে বোলোনা, তুমি রোহিঙ্গা নিয়ে অনুপ্রবেশ নিয়ে বোলোনা, এই দু-তিনটে সাবজেক্ট নিয়ে যদি আটকে দেওয়া যায়,বলা হয় এবার তোমাদের কথা বলো তাহলে বলতে পারবে না। আজ কোলকাতায় অমিত শাহের সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করার পরিপেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে রামপুরহাটে মন্তব্য করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক শতাব্দী রায়। আজ বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন সাংসদ শতাব্দী রায়।1