ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হল এক ১৪ বছরের কিশোরের। মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ালো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে। জানাযায় রঞ্জিত মাল তারাপীঠে সবুজ পল্লী বাড়ি আজ মঙ্গলবার দুপুরে মোটর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন।তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।পরিবারে অভিযোগ ভর্তি করার পর কোনো চিকিৎসা করেনি চিকিৎসকরা। মায়ের অভিযোগ ছেলে যন্ত্রণায় কাতরা ছিল ডাক্তার বাবুর কাছে বার বার গিয়ে বলি ছেলে ছটপট করছে। কিন্তু তারা কেউ এলো না,বলে তিন ঘন্টা পর যাবে।অথচ তারা গল্প করছে। তাও দেখতে এলনা ফলে আমার ছেলের মৃত্যু হয়।আমারা চায় ওই চিকিৎসকের শাস্তি হোক। মৃত্যুর খবর ছড়াতে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর রামপুরহাট থানার পুলিশ এসে নিয়ত্রনে আসে।
ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হল এক ১৪ বছরের কিশোরের। মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ালো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে। জানাযায় রঞ্জিত মাল তারাপীঠে সবুজ পল্লী বাড়ি আজ মঙ্গলবার দুপুরে মোটর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন।তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।পরিবারে অভিযোগ ভর্তি করার পর কোনো চিকিৎসা করেনি চিকিৎসকরা। মায়ের অভিযোগ ছেলে যন্ত্রণায় কাতরা ছিল ডাক্তার বাবুর কাছে বার বার গিয়ে বলি ছেলে ছটপট করছে। কিন্তু তারা কেউ এলো না,বলে তিন ঘন্টা পর যাবে।অথচ তারা গল্প করছে। তাও দেখতে এলনা ফলে আমার ছেলের মৃত্যু হয়।আমারা চায় ওই চিকিৎসকের শাস্তি হোক। মৃত্যুর খবর ছড়াতে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর রামপুরহাট থানার পুলিশ এসে নিয়ত্রনে আসে।
- ভেন্টিলেশনে ছিলেন। বুকে বসেছে পেসমেকার। কোনরকমে ফিরেছে প্রাণ। তার পরেও শুনানির লাইনে দাঁড়াতে হল বৃদ্ধাকে। এভাবেই তো অসুস্থ মানুষকে শাস্তি দিতে চাইছে বিজেপি মনোনীত নির্বাচন কমিশন কটাক্ষে মন্ত্রী প্রদীপ মজুমদার। অসুস্থ মানুষদের বাড়িতে গিয়ে শুনানি করা দরকার দাবি করছে বিজেপিও। দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বেনাচিতি সুভাষপল্লী এলাকার কলি ঘোষ দস্তিদার। যার বয়স ৭৬। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি বুকে পেসমেকার বসিয়ে বাড়িতে ফিরেছেন। কিন্তু বাড়িতে ফিরেই আবার ডাক পড়েছে শুনানিতে। তাতেই তার বুকে বেড়েছে আরো ধরফরানি। উপায় না পেয়ে মঙ্গলবার গাড়িতে করে হাজির হন শুনানি কেন্দ্রে। কলি ঘোষ দস্তিদার বলেন,"খুব কষ্ট করে আসতে হল। তবুও এলাম।"মেয়ে নিশা ঘোষ দস্তিদার বলেন,"মায়ের অবস্থা এমনিতেই খারাপ।। অসুস্থ। কিন্তু তারপরেও নিয়ে আসতে হলো। বাড়িতে গিয়ে যদি শুনানি হত তাহলে ভালো হতো। এখন তো আমাদের চরম সমস্যার মধ্যে পড়ে আসতে হলো।" রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,"বিজেপি মনোনীত নির্বাচন কমিশন এইভাবেই প্রবীণ মানুষদের সমস্যার মধ্যে ফেলছেন। অসুস্থ মানুষদের ভোটার কার্ড বাতিল করে দিতেই চাইছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।" পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,"আমরাও দাবি করেছি, যারা শারীরিকভাবে অক্ষম তাদের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। তারপরেও কেন ডাকা হচ্ছে আমরা বুঝে উঠতে পারছিনা। আমরা নির্বাচন কমিশনের কাছে আবার দাবি রাখবো যারা অসুস্থ যারা প্রবীণ মানুষ তাদের বাড়িতেই হোক শুনানি।"1
- মালদার মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেধে তৃণমূলের সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। লিচ পিটের প্রায় ৫০ লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটওয়ারা করে নিয়েছে বলো অভিযোগ। দলীয় নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলে দাবি।1
- আদর্শ ট্যালেন্ট সার্চ পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২০২৫1
- বিজেপির ছড়ানো ঘৃণা এখন প্রাণঘাতী হয়ে উঠেছে! আপনি কি চুপ থাকবেন? নাকি আওয়াজ তুলবেন? শেয়ার করুন যদি আপনার মনে হয় এই ঘৃণা থামানো দরকার।1
- Purulia:কাশ্মীরে শহীদ শিব শংকর দাসের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, পাড়া থানার কেটলাপুর গ্রামে স্মরণ অনুষ্ঠান। #khabarpurulia24x7 #শহীদ_শিবশংকর_দাস #ShaheedShibShankarDas #শহীদ_দিবস #MartyrsDay #CRPF #CRPFTribute #IndianArmyHeroes #MartyrOfIndia #Purulia #PuruliaNews #ParaPolice #WestBengalNews #SaluteToMartyrs #NationRemembers1
- বালুরঘাট পৌরসভার দুর্নীতি ও অপদার্থতার প্রতিবাদে এবং নাগরিক পরিষেবা সচল রাখার দাবিতে বামফ্রন্টের প্রতিবাদ সভা ও ডেপুটেশন1
- প্রায় দশ বছর পরে দরজা খুললো বীরভূমের রামপুরহাটের রক্তকরবী পুরমঞ্চের।আজ মঙ্গলবার আনুমানিক বেলা ১২:০০ টা নাগাদ রক্তকরবী পুরমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার আরো গণ্যমান্য ব্যক্তিরা1
- অজয়ের অস্থায়ী সেতুর দাবীতে 'জয়দেব সেতু' অবরোধ। অবরুদ্ধ গুরুত্বপূর্ণ রাস্তা। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি। জয়দেব মেলার আগে তোলপাড় এলাকা। এক ঘন্টা ধরে অবরোধ গুরুত্বপূর্ণ জয়দেব সেতু।1
- মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেধে তৃণমূলের সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। লিচ পিটের প্রায় ৫০ লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটওয়ারা করে নিয়েছে বলো অভিযোগ। দলীয় নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলে দাবি।1