ভেন্টিলেশনে ছিলেন। বুকে বসেছে পেসমেকার। কোনরকমে ফিরেছে প্রাণ। তার পরেও শুনানির লাইনে দাঁড়াতে হল বৃদ্ধাকে। এভাবেই তো অসুস্থ মানুষকে শাস্তি দিতে চাইছে বিজেপি মনোনীত নির্বাচন কমিশন কটাক্ষে মন্ত্রী প্রদীপ মজুমদার। অসুস্থ মানুষদের বাড়িতে গিয়ে শুনানি করা দরকার দাবি করছে বিজেপিও। দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বেনাচিতি সুভাষপল্লী এলাকার কলি ঘোষ দস্তিদার। যার বয়স ৭৬। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি বুকে পেসমেকার বসিয়ে বাড়িতে ফিরেছেন। কিন্তু বাড়িতে ফিরেই আবার ডাক পড়েছে শুনানিতে। তাতেই তার বুকে বেড়েছে আরো ধরফরানি। উপায় না পেয়ে মঙ্গলবার গাড়িতে করে হাজির হন শুনানি কেন্দ্রে। কলি ঘোষ দস্তিদার বলেন,"খুব কষ্ট করে আসতে হল। তবুও এলাম।"মেয়ে নিশা ঘোষ দস্তিদার বলেন,"মায়ের অবস্থা এমনিতেই খারাপ।। অসুস্থ। কিন্তু তারপরেও নিয়ে আসতে হলো। বাড়িতে গিয়ে যদি শুনানি হত তাহলে ভালো হতো। এখন তো আমাদের চরম সমস্যার মধ্যে পড়ে আসতে হলো।" রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,"বিজেপি মনোনীত নির্বাচন কমিশন এইভাবেই প্রবীণ মানুষদের সমস্যার মধ্যে ফেলছেন। অসুস্থ মানুষদের ভোটার কার্ড বাতিল করে দিতেই চাইছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।" পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,"আমরাও দাবি করেছি, যারা শারীরিকভাবে অক্ষম তাদের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। তারপরেও কেন ডাকা হচ্ছে আমরা বুঝে উঠতে পারছিনা। আমরা নির্বাচন কমিশনের কাছে আবার দাবি রাখবো যারা অসুস্থ যারা প্রবীণ মানুষ তাদের বাড়িতেই হোক শুনানি।"
ভেন্টিলেশনে ছিলেন। বুকে বসেছে পেসমেকার। কোনরকমে ফিরেছে প্রাণ। তার পরেও শুনানির লাইনে দাঁড়াতে হল বৃদ্ধাকে। এভাবেই তো অসুস্থ মানুষকে শাস্তি দিতে চাইছে বিজেপি মনোনীত নির্বাচন কমিশন কটাক্ষে মন্ত্রী প্রদীপ মজুমদার। অসুস্থ মানুষদের বাড়িতে গিয়ে শুনানি করা দরকার দাবি করছে বিজেপিও। দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বেনাচিতি সুভাষপল্লী এলাকার কলি ঘোষ দস্তিদার। যার বয়স ৭৬। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি বুকে পেসমেকার বসিয়ে বাড়িতে ফিরেছেন। কিন্তু বাড়িতে ফিরেই আবার ডাক পড়েছে শুনানিতে। তাতেই তার বুকে বেড়েছে আরো ধরফরানি। উপায় না পেয়ে মঙ্গলবার গাড়িতে করে হাজির হন শুনানি কেন্দ্রে। কলি ঘোষ দস্তিদার বলেন,"খুব কষ্ট করে আসতে হল। তবুও এলাম।"মেয়ে নিশা ঘোষ দস্তিদার বলেন,"মায়ের অবস্থা এমনিতেই খারাপ।। অসুস্থ। কিন্তু তারপরেও নিয়ে আসতে হলো। বাড়িতে গিয়ে যদি শুনানি হত তাহলে ভালো হতো। এখন তো আমাদের চরম সমস্যার মধ্যে পড়ে আসতে হলো।" রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,"বিজেপি মনোনীত নির্বাচন কমিশন এইভাবেই প্রবীণ মানুষদের সমস্যার মধ্যে ফেলছেন। অসুস্থ মানুষদের ভোটার কার্ড বাতিল করে দিতেই চাইছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।" পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,"আমরাও দাবি করেছি, যারা শারীরিকভাবে অক্ষম তাদের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। তারপরেও কেন ডাকা হচ্ছে আমরা বুঝে উঠতে পারছিনা। আমরা নির্বাচন কমিশনের কাছে আবার দাবি রাখবো যারা অসুস্থ যারা প্রবীণ মানুষ তাদের বাড়িতেই হোক শুনানি।"
- ৩৮ তম বিষ্ণুপুর মেলার কালো দিন ২৭ শে ডিসেম্বর ২০২৫1
- দু-তিনটে ইস্যু যদি আটকে দেওয়া যায় বিজেপিকে, ধর্ম নিয়ে বোলোনা, তুমি রোহিঙ্গা নিয়ে অনুপ্রবেশ নিয়ে বোলোনা, এই দু-তিনটে সাবজেক্ট নিয়ে যদি আটকে দেওয়া যায়,বলা হয় এবার তোমাদের কথা বলো তাহলে বলতে পারবে না। আজ কোলকাতায় অমিত শাহের সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করার পরিপেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে রামপুরহাটে মন্তব্য করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক শতাব্দী রায়। আজ বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন সাংসদ শতাব্দী রায়।1
- হেয়ারিং পর্বের মধ্যেই হঠাৎ করে হেয়ারিং স্থলে ঢুকে গেল তৃণমূলের বিএলএ ২ রা! মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে বন্ধ এস আই আর এর শুনানি প্রক্রিয়া। নির্দিষ্ট সূচি মেনে সোমবার সকাল থেকেই মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয় শুরু হয়েছিল এসআইআর এর হেয়ারিং প্রক্রিয়া। যাদের নোটিশ দিয়ে ডাকা হয়েছিল তারাও হাজির হয়ে গিয়েছিল নির্ধারিত সময়েই। হেয়ারিং চলতে চলতেই হঠাৎ করে শাসকদলের বি এল এ টু এরা ঢুকে পড়ে হেয়ারিং স্থলে। এরপর ইলেকশন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনভাবেই হেয়ারিং স্টলে প্রবেশ করতে দেওয়া যাবে না শুনানি পর্বে ডাক পাওয়া ভোটার ব্যতীত অন্য কাউকে। তৃণমূলের বিএল এ টু দের হেয়ারিং স্থল থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু এর পরেও বিএলএ টু দের বের করা সম্ভব না হওয়ায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বন্ধ শুনানি প্রক্রিয়া। শাসকদলের দাবি, লিখিত আকারে জানাতে হবে কেন বিএল এ টু এদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে ইলেকশন কমিশনের মেদিনীপুরের ইআরও মধুমিতা মুখার্জী জানিয়েছেন, ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে যে সমস্ত ভোটারদের শুনানি পর্বে ডাকা হয়েছে তারা ব্যতীত অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না। শুনানির স্থলে থাকতে পারবেন শুধুমাত্র এ আর ও, এ ই আর ও, মাইক্রো অবজারভার সহ ইলেকশন কমিশনের আধিকারিকরা। এখনো পর্যন্ত মেটেনি সমস্যা। দ্রুত সমস্যা মিটিয়ে শুনানি শুরু করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইআরও।1
- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ট্রমা কেয়ার সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন হবার পর যা প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষকে। তেমনি আজ এলাকার মানুষজনকে পরিষেবা দিতে ভগবন্তপুর ১ নং অঞ্চলের কৃষ্ণপুর পৌঁছে যাই এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রটি। ভগবন্তপুর ১ নং অঞ্চলের কৃষ্ণপুর এলাকায় ভ্রাম্যমান চিকিৎসার কেন্দ্র পরিদর্শন করেন চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ, এবং ওই গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান আশরাফুল মল্লিক।1
- Purulia:কাশ্মীরে শহীদ শিব শংকর দাসের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, পাড়া থানার কেটলাপুর গ্রামে স্মরণ অনুষ্ঠান। #khabarpurulia24x7 #শহীদ_শিবশংকর_দাস #ShaheedShibShankarDas #শহীদ_দিবস #MartyrsDay #CRPF #CRPFTribute #IndianArmyHeroes #MartyrOfIndia #Purulia #PuruliaNews #ParaPolice #WestBengalNews #SaluteToMartyrs #NationRemembers1
- খবরে জেনে নড়েচড়ে বসলো প্রশাসন ১০২ বছর বয়স্ক ঘাটালের ইড়পালার গান্ধারী জানাকে।তাকে আর যেতে হবে না হিয়ারিং এর জন্য বাড়ি থেকে ৪০কিলোমিটার দূর হিয়ারিং কেন্দ্রে। প্রশাসনের উদ্যোগে তার হিয়ারিং এর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআই আর চলাকালীন এই বৃদ্ধা মহিলার নাম তালিকায় না থাকার কারণে এসেছিল হিয়ারিং এর নোটিশ চিন্তায় ছিলেন বৃদ্ধা সেই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসলে প্রশাসন দ্রুত নেওয়া হলো পদক্ষেপ।1
- অজয়ের অস্থায়ী সেতুর দাবীতে 'জয়দেব সেতু' অবরোধ। অবরুদ্ধ গুরুত্বপূর্ণ রাস্তা। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি। জয়দেব মেলার আগে তোলপাড় এলাকা। এক ঘন্টা ধরে অবরোধ গুরুত্বপূর্ণ জয়দেব সেতু।1
- বাঁকুড়ার জয়পুর ব্লকে দুটি রাস্তার উদ্বোধন1
- প্রায় দশ বছর পরে দরজা খুললো বীরভূমের রামপুরহাটের রক্তকরবী পুরমঞ্চের।আজ মঙ্গলবার আনুমানিক বেলা ১২:০০ টা নাগাদ রক্তকরবী পুরমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার আরো গণ্যমান্য ব্যক্তিরা1