হেয়ারিং পর্বের মধ্যেই হঠাৎ করে হেয়ারিং স্থলে ঢুকে গেল তৃণমূলের বিএলএ ২ রা! মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে বন্ধ এস আই আর এর শুনানি প্রক্রিয়া। নির্দিষ্ট সূচি মেনে সোমবার সকাল থেকেই মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয় শুরু হয়েছিল এসআইআর এর হেয়ারিং প্রক্রিয়া। যাদের নোটিশ দিয়ে ডাকা হয়েছিল তারাও হাজির হয়ে গিয়েছিল নির্ধারিত সময়েই। হেয়ারিং চলতে চলতেই হঠাৎ করে শাসকদলের বি এল এ টু এরা ঢুকে পড়ে হেয়ারিং স্থলে। এরপর ইলেকশন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনভাবেই হেয়ারিং স্টলে প্রবেশ করতে দেওয়া যাবে না শুনানি পর্বে ডাক পাওয়া ভোটার ব্যতীত অন্য কাউকে। তৃণমূলের বিএল এ টু দের হেয়ারিং স্থল থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু এর পরেও বিএলএ টু দের বের করা সম্ভব না হওয়ায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বন্ধ শুনানি প্রক্রিয়া। শাসকদলের দাবি, লিখিত আকারে জানাতে হবে কেন বিএল এ টু এদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে ইলেকশন কমিশনের মেদিনীপুরের ইআরও মধুমিতা মুখার্জী জানিয়েছেন, ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে যে সমস্ত ভোটারদের শুনানি পর্বে ডাকা হয়েছে তারা ব্যতীত অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না। শুনানির স্থলে থাকতে পারবেন শুধুমাত্র এ আর ও, এ ই আর ও, মাইক্রো অবজারভার সহ ইলেকশন কমিশনের আধিকারিকরা। এখনো পর্যন্ত মেটেনি সমস্যা। দ্রুত সমস্যা মিটিয়ে শুনানি শুরু করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইআরও।
হেয়ারিং পর্বের মধ্যেই হঠাৎ করে হেয়ারিং স্থলে ঢুকে গেল তৃণমূলের বিএলএ ২ রা! মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে বন্ধ এস আই আর এর শুনানি প্রক্রিয়া। নির্দিষ্ট সূচি মেনে সোমবার সকাল থেকেই মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয় শুরু হয়েছিল এসআইআর এর হেয়ারিং প্রক্রিয়া। যাদের নোটিশ দিয়ে ডাকা হয়েছিল তারাও হাজির হয়ে গিয়েছিল নির্ধারিত সময়েই। হেয়ারিং চলতে চলতেই হঠাৎ করে শাসকদলের বি এল এ টু এরা ঢুকে পড়ে হেয়ারিং স্থলে। এরপর ইলেকশন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনভাবেই হেয়ারিং স্টলে প্রবেশ করতে দেওয়া যাবে না শুনানি পর্বে ডাক পাওয়া ভোটার ব্যতীত অন্য কাউকে। তৃণমূলের বিএল এ টু দের হেয়ারিং স্থল থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু এর পরেও বিএলএ টু দের বের করা সম্ভব না হওয়ায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বন্ধ শুনানি প্রক্রিয়া। শাসকদলের দাবি, লিখিত আকারে জানাতে হবে কেন বিএল এ টু এদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে ইলেকশন কমিশনের মেদিনীপুরের ইআরও মধুমিতা মুখার্জী জানিয়েছেন, ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে যে সমস্ত ভোটারদের শুনানি পর্বে ডাকা হয়েছে তারা ব্যতীত অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না। শুনানির স্থলে থাকতে পারবেন শুধুমাত্র এ আর ও, এ ই আর ও, মাইক্রো অবজারভার সহ ইলেকশন কমিশনের আধিকারিকরা। এখনো পর্যন্ত মেটেনি সমস্যা। দ্রুত সমস্যা মিটিয়ে শুনানি শুরু করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইআরও।
- হেয়ারিং পর্বের মধ্যেই হঠাৎ করে হেয়ারিং স্থলে ঢুকে গেল তৃণমূলের বিএলএ ২ রা! মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে বন্ধ এস আই আর এর শুনানি প্রক্রিয়া। নির্দিষ্ট সূচি মেনে সোমবার সকাল থেকেই মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয় শুরু হয়েছিল এসআইআর এর হেয়ারিং প্রক্রিয়া। যাদের নোটিশ দিয়ে ডাকা হয়েছিল তারাও হাজির হয়ে গিয়েছিল নির্ধারিত সময়েই। হেয়ারিং চলতে চলতেই হঠাৎ করে শাসকদলের বি এল এ টু এরা ঢুকে পড়ে হেয়ারিং স্থলে। এরপর ইলেকশন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনভাবেই হেয়ারিং স্টলে প্রবেশ করতে দেওয়া যাবে না শুনানি পর্বে ডাক পাওয়া ভোটার ব্যতীত অন্য কাউকে। তৃণমূলের বিএল এ টু দের হেয়ারিং স্থল থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু এর পরেও বিএলএ টু দের বের করা সম্ভব না হওয়ায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বন্ধ শুনানি প্রক্রিয়া। শাসকদলের দাবি, লিখিত আকারে জানাতে হবে কেন বিএল এ টু এদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে ইলেকশন কমিশনের মেদিনীপুরের ইআরও মধুমিতা মুখার্জী জানিয়েছেন, ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে যে সমস্ত ভোটারদের শুনানি পর্বে ডাকা হয়েছে তারা ব্যতীত অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না। শুনানির স্থলে থাকতে পারবেন শুধুমাত্র এ আর ও, এ ই আর ও, মাইক্রো অবজারভার সহ ইলেকশন কমিশনের আধিকারিকরা। এখনো পর্যন্ত মেটেনি সমস্যা। দ্রুত সমস্যা মিটিয়ে শুনানি শুরু করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইআরও।1
- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ট্রমা কেয়ার সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন হবার পর যা প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষকে। তেমনি আজ এলাকার মানুষজনকে পরিষেবা দিতে ভগবন্তপুর ১ নং অঞ্চলের কৃষ্ণপুর পৌঁছে যাই এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রটি। ভগবন্তপুর ১ নং অঞ্চলের কৃষ্ণপুর এলাকায় ভ্রাম্যমান চিকিৎসার কেন্দ্র পরিদর্শন করেন চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ, এবং ওই গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান আশরাফুল মল্লিক।1
- আদর্শ ট্যালেন্ট সার্চ পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২০২৫1
- খবরে জেনে নড়েচড়ে বসলো প্রশাসন ১০২ বছর বয়স্ক ঘাটালের ইড়পালার গান্ধারী জানাকে।তাকে আর যেতে হবে না হিয়ারিং এর জন্য বাড়ি থেকে ৪০কিলোমিটার দূর হিয়ারিং কেন্দ্রে। প্রশাসনের উদ্যোগে তার হিয়ারিং এর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআই আর চলাকালীন এই বৃদ্ধা মহিলার নাম তালিকায় না থাকার কারণে এসেছিল হিয়ারিং এর নোটিশ চিন্তায় ছিলেন বৃদ্ধা সেই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসলে প্রশাসন দ্রুত নেওয়া হলো পদক্ষেপ।1
- বিজেপির ছড়ানো ঘৃণা এখন প্রাণঘাতী হয়ে উঠেছে! আপনি কি চুপ থাকবেন? নাকি আওয়াজ তুলবেন? শেয়ার করুন যদি আপনার মনে হয় এই ঘৃণা থামানো দরকার।1
- কনকনে শীতের দাপট। শীতে কাঁপছে মানবাজার মহকুমা শহর।।1
- চাকরি দেওয়ার নামে প্রতারনার অভিযোগ, হাওড়া থেকে গ্রেফতার ভুয়ো ASI1
- ৩৮ তম বিষ্ণুপুর মেলার কালো দিন ২৭ শে ডিসেম্বর ২০২৫1