Shuru
Apke Nagar Ki App…
কনকনে শীতের দাপট। শীতে কাঁপছে মানবাজার মহকুমা শহর।।
Mr. Amaresh Dutta
কনকনে শীতের দাপট। শীতে কাঁপছে মানবাজার মহকুমা শহর।।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ভেন্টিলেশনে ছিলেন। বুকে বসেছে পেসমেকার। কোনরকমে ফিরেছে প্রাণ। তার পরেও শুনানির লাইনে দাঁড়াতে হল বৃদ্ধাকে। এভাবেই তো অসুস্থ মানুষকে শাস্তি দিতে চাইছে বিজেপি মনোনীত নির্বাচন কমিশন কটাক্ষে মন্ত্রী প্রদীপ মজুমদার। অসুস্থ মানুষদের বাড়িতে গিয়ে শুনানি করা দরকার দাবি করছে বিজেপিও। দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বেনাচিতি সুভাষপল্লী এলাকার কলি ঘোষ দস্তিদার। যার বয়স ৭৬। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি বুকে পেসমেকার বসিয়ে বাড়িতে ফিরেছেন। কিন্তু বাড়িতে ফিরেই আবার ডাক পড়েছে শুনানিতে। তাতেই তার বুকে বেড়েছে আরো ধরফরানি। উপায় না পেয়ে মঙ্গলবার গাড়িতে করে হাজির হন শুনানি কেন্দ্রে। কলি ঘোষ দস্তিদার বলেন,"খুব কষ্ট করে আসতে হল। তবুও এলাম।"মেয়ে নিশা ঘোষ দস্তিদার বলেন,"মায়ের অবস্থা এমনিতেই খারাপ।। অসুস্থ। কিন্তু তারপরেও নিয়ে আসতে হলো। বাড়িতে গিয়ে যদি শুনানি হত তাহলে ভালো হতো। এখন তো আমাদের চরম সমস্যার মধ্যে পড়ে আসতে হলো।" রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,"বিজেপি মনোনীত নির্বাচন কমিশন এইভাবেই প্রবীণ মানুষদের সমস্যার মধ্যে ফেলছেন। অসুস্থ মানুষদের ভোটার কার্ড বাতিল করে দিতেই চাইছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।" পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,"আমরাও দাবি করেছি, যারা শারীরিকভাবে অক্ষম তাদের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। তারপরেও কেন ডাকা হচ্ছে আমরা বুঝে উঠতে পারছিনা। আমরা নির্বাচন কমিশনের কাছে আবার দাবি রাখবো যারা অসুস্থ যারা প্রবীণ মানুষ তাদের বাড়িতেই হোক শুনানি।"1
- হেয়ারিং পর্বের মধ্যেই হঠাৎ করে হেয়ারিং স্থলে ঢুকে গেল তৃণমূলের বিএলএ ২ রা! মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে বন্ধ এস আই আর এর শুনানি প্রক্রিয়া। নির্দিষ্ট সূচি মেনে সোমবার সকাল থেকেই মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয় শুরু হয়েছিল এসআইআর এর হেয়ারিং প্রক্রিয়া। যাদের নোটিশ দিয়ে ডাকা হয়েছিল তারাও হাজির হয়ে গিয়েছিল নির্ধারিত সময়েই। হেয়ারিং চলতে চলতেই হঠাৎ করে শাসকদলের বি এল এ টু এরা ঢুকে পড়ে হেয়ারিং স্থলে। এরপর ইলেকশন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনভাবেই হেয়ারিং স্টলে প্রবেশ করতে দেওয়া যাবে না শুনানি পর্বে ডাক পাওয়া ভোটার ব্যতীত অন্য কাউকে। তৃণমূলের বিএল এ টু দের হেয়ারিং স্থল থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু এর পরেও বিএলএ টু দের বের করা সম্ভব না হওয়ায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে বন্ধ শুনানি প্রক্রিয়া। শাসকদলের দাবি, লিখিত আকারে জানাতে হবে কেন বিএল এ টু এদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে ইলেকশন কমিশনের মেদিনীপুরের ইআরও মধুমিতা মুখার্জী জানিয়েছেন, ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে যে সমস্ত ভোটারদের শুনানি পর্বে ডাকা হয়েছে তারা ব্যতীত অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না। শুনানির স্থলে থাকতে পারবেন শুধুমাত্র এ আর ও, এ ই আর ও, মাইক্রো অবজারভার সহ ইলেকশন কমিশনের আধিকারিকরা। এখনো পর্যন্ত মেটেনি সমস্যা। দ্রুত সমস্যা মিটিয়ে শুনানি শুরু করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইআরও।1
- मोमोज़ के साथ खाई जाने वाली मेयोनेज़ का सच सामने आया है। इंटरनेट पर वायरल 15 सेकंड के वीडियो में दिखाया गया कि मेयोनेज़ असल में ज़्यादातर तेल होती है। फूड साइंस के अनुसार, इसमें कम से कम 65% वेजिटेबल ऑयल होता है। यानी हल्के दिखने वाले मोमोज़, मेयोनेज़ के साथ ऑयल-बॉम्ब बन जाते हैं। #Momos #Mayonnaise #FoodTruth #ViralReel #StreetFood #DidYouKnow #FoodFacts #HealthAlert1
- Post by Amjad Khan1
- খবরে জেনে নড়েচড়ে বসলো প্রশাসন ১০২ বছর বয়স্ক ঘাটালের ইড়পালার গান্ধারী জানাকে।তাকে আর যেতে হবে না হিয়ারিং এর জন্য বাড়ি থেকে ৪০কিলোমিটার দূর হিয়ারিং কেন্দ্রে। প্রশাসনের উদ্যোগে তার হিয়ারিং এর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআই আর চলাকালীন এই বৃদ্ধা মহিলার নাম তালিকায় না থাকার কারণে এসেছিল হিয়ারিং এর নোটিশ চিন্তায় ছিলেন বৃদ্ধা সেই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসলে প্রশাসন দ্রুত নেওয়া হলো পদক্ষেপ।1
- video1
- বাঁকুড়ার জয়পুর ব্লকে দুটি রাস্তার উদ্বোধন1
- অজয়ের অস্থায়ী সেতুর দাবীতে 'জয়দেব সেতু' অবরোধ। অবরুদ্ধ গুরুত্বপূর্ণ রাস্তা। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি। জয়দেব মেলার আগে তোলপাড় এলাকা। এক ঘন্টা ধরে অবরোধ গুরুত্বপূর্ণ জয়দেব সেতু।1
- Post by Amjad Khan1