Shuru
Apke Nagar Ki App…
বালুরঘাট পৌরসভার দুর্নীতি ও অপদার্থতার প্রতিবাদে এবং নাগরিক পরিষেবা সচল রাখার দাবিতে বামফ্রন্টের প্রতিবাদ সভা ও ডেপুটেশন
APNAR NEWS
বালুরঘাট পৌরসভার দুর্নীতি ও অপদার্থতার প্রতিবাদে এবং নাগরিক পরিষেবা সচল রাখার দাবিতে বামফ্রন্টের প্রতিবাদ সভা ও ডেপুটেশন
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মালদার মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেধে তৃণমূলের সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। লিচ পিটের প্রায় ৫০ লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটওয়ারা করে নিয়েছে বলো অভিযোগ। দলীয় নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলে দাবি।1
- হিলিতে মর্মান্তিক ট্রাক্টর দুর্ঘটনা, প্রাণ গেল ১৯ বছরের চালকের1
- খড়িবাড়িতে ৭ দফা দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েতে সারা ভারত কৃষক সভার স্মারকলিপি1
- SIR শুনানিতে বিজেপি নেতা অজয় ওরাওঁ নামে SIR নোটিশ, খড়িবাড়িতে চাঞ্চল্য!1
- ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হল এক ১৪ বছরের কিশোরের। মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ালো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে। জানাযায় রঞ্জিত মাল তারাপীঠে সবুজ পল্লী বাড়ি আজ মঙ্গলবার দুপুরে মোটর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন।তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।পরিবারে অভিযোগ ভর্তি করার পর কোনো চিকিৎসা করেনি চিকিৎসকরা। মায়ের অভিযোগ ছেলে যন্ত্রণায় কাতরা ছিল ডাক্তার বাবুর কাছে বার বার গিয়ে বলি ছেলে ছটপট করছে। কিন্তু তারা কেউ এলো না,বলে তিন ঘন্টা পর যাবে।অথচ তারা গল্প করছে। তাও দেখতে এলনা ফলে আমার ছেলের মৃত্যু হয়।আমারা চায় ওই চিকিৎসকের শাস্তি হোক। মৃত্যুর খবর ছড়াতে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর রামপুরহাট থানার পুলিশ এসে নিয়ত্রনে আসে।1
- Post by Babulal Sarkar1
- বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে কৃষকদের অবস্থান বিক্ষোভ #balurghat1
- মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেধে তৃণমূলের সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। লিচ পিটের প্রায় ৫০ লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটওয়ারা করে নিয়েছে বলো অভিযোগ। দলীয় নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলে দাবি।1
- মাটিগাড়া-নক্সালবাড়ি ও ফাঁসিদেওয়া বিধানসভায় তৃণমূলের দুই কোঅর্ডিনেটর, গ্রাউন্ড জিরো থেকেই ২০২৬-এর প্রস্তুতি1