Shuru
Apke Nagar Ki App…
মালদার মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেধে তৃণমূলের সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। লিচ পিটের প্রায় ৫০ লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটওয়ারা করে নিয়েছে বলো অভিযোগ। দলীয় নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলে দাবি।
Malda News
মালদার মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেধে তৃণমূলের সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। লিচ পিটের প্রায় ৫০ লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটওয়ারা করে নিয়েছে বলো অভিযোগ। দলীয় নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলে দাবি।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- এসআইআর শুনানি—গায়ে হলুদ মেখে ব্লক অফিসে বর, কুশমন্ডিতে চাঞ্চল্য1
- হিলিতে মর্মান্তিক ট্রাক্টর দুর্ঘটনা, প্রাণ গেল ১৯ বছরের চালকের1
- দু-তিনটে ইস্যু যদি আটকে দেওয়া যায় বিজেপিকে, ধর্ম নিয়ে বোলোনা, তুমি রোহিঙ্গা নিয়ে অনুপ্রবেশ নিয়ে বোলোনা, এই দু-তিনটে সাবজেক্ট নিয়ে যদি আটকে দেওয়া যায়,বলা হয় এবার তোমাদের কথা বলো তাহলে বলতে পারবে না। আজ কোলকাতায় অমিত শাহের সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করার পরিপেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে রামপুরহাটে মন্তব্য করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক শতাব্দী রায়। আজ বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন সাংসদ শতাব্দী রায়।1
- Post by Babulal Sarkar1
- ভরতপুরে গ্রামীণ যোগাযোগের নয়া পালক : পল্লীশ্রী গ্রামে একযোগে তিনটি রাস্তার পথচলা শুরু1
- অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশের, কেটে আগুন ধরিয়ে দেওয়া হলো গাঁজা গাছ।1
- মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগবাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেধে তৃণমূলের সদস্যরা বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। লিচ পিটের প্রায় ৫০ লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটওয়ারা করে নিয়েছে বলো অভিযোগ। দলীয় নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ বলে দাবি।1
- বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে কৃষকদের অবস্থান বিক্ষোভ #balurghat1
- প্রায় দশ বছর পরে দরজা খুললো বীরভূমের রামপুরহাটের রক্তকরবী পুরমঞ্চের।আজ মঙ্গলবার আনুমানিক বেলা ১২:০০ টা নাগাদ রক্তকরবী পুরমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার আরো গণ্যমান্য ব্যক্তিরা1