Shuru
Apke Nagar Ki App…
আজ ২০২৫ সালের শেষ দিন।আর ৩১শৈ ডিসেম্বর এর রাতে বর্ষ বরনের রাতে মেতে উঠল ঘাটালের মানুষ জন
ARNAB
আজ ২০২৫ সালের শেষ দিন।আর ৩১শৈ ডিসেম্বর এর রাতে বর্ষ বরনের রাতে মেতে উঠল ঘাটালের মানুষ জন
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আজ ২০২৫ সালের শেষ দিন।আর ৩১শৈ ডিসেম্বর এর রাতে বর্ষ বরনের রাতে মেতে উঠল ঘাটালের মানুষ জন1
- তৃণমূল পরিচালিত দাসপুর ২। ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয় পরিকাঠামো না থাকার কারণে সমস্যায় পড়তে হতো কার্যালয়ে আসা গ্রাম পঞ্চায়েতের অধীন ভোটারদের।কারণ কার্যালয়ের মধ্যে ছিল না কোন দপ্তরের রুম।যার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো অনেককেই।এবার কয়েক লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে পরিকাঠামো করা হচ্ছে পঞ্চায়েত কার্যালয়টি। নতুন বছরের শুরুতেই রয়েছে সেই কার্যালয়ের উদ্বোধন।প্রধান প্রতিমা রানা ও উপপ্রধান নারায়ণ চন্দ্র মন্ডল জানান এবার থেকে পঞ্চায়েতে আশা কোন ভোটারদের আর দাঁড়িয়ে থাকতে হবে না,নির্দিষ্ট সময়ে তারা তাদের নিজস্ব কাজ সফল করতে পারবে।2
- দাসপুর-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মজলিশপুর মাইতি পাড়া থেকে রঘুনাথপুর মনিপাড়া পর্যন্ত 800মিটার ঢালাই রাস্তা নির্মানের উদ্বোধন2
- সামনেই বিধানসভা ভোট। তার আগে রাজ্য জুড়ে রাস্তা সংস্কার ও নতুন রাস্তা গড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পথশ্রী প্রকল্পকে সঙ্গে নিয়েই উন্নয়ন তুলে ধরতে চাইছেন তাঁরা। রাজ্যে গ্রামীণ সড়ক পরিকাঠামোর উন্নয়নে আবারও বড়সড় পদক্ষেপ। রাজ্যজুড়ে শুরু বহুপ্রতিক্ষিত 'পথশ্রী-রাস্তাশ্রী 4' প্রকল্পের কাজ। ৩০ ডিসেম্বর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লক এলাকায় এই প্রকল্পের অধীন ২ টি রাস্তার কাজের উদ্বোধন হল। জানা গেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৬৫৯টি রাস্তার উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মোট দৈর্ঘ্য প্রায় ৯১২ কিলোমিটার। দাসপুর ১ বিডিও দীপঙ্কর বিশ্বাস জানান,এবার এই প্রকল্পে রাজ্য জুড়ে ২০ হাজার কিলোমিটা রাস্তা নির্মাণ ও সংস্কার বা রক্ষণাবেক্ষণের কাজ হবে। দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানান এই ২০ হাজার কিলোমিটারের মধ্যে দাসপুর-১ ব্লকে নতুন রাস্তা হবে প্রায় ৩৫ কিলোমিটার। খরচ ধরা আছে ১৮৩ কোটি ৮৪ লক্ষ ৯ হাজার ৬৪৬ টাকা। মঙ্গলবার বিকেলে এই পথশ্রী ৪ প্রকল্পের অধীন দাসপুর ১ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দত্তপুল থেকে দীনেশ ঘোষের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার এবং ওই ব্লকের দাসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কোটালপুর গ্রামের কোটালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ডাকাতে মানার পুকুর পর্যন্ত ১.৪ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন হল। বেশ জাঁকজমকপূর্ণ ছিল উদ্বোধন। হাজির ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞ্যা, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সাথে দাসপুর ১ বিডিও দীপঙ্কর বিশ্বাস এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান উপ প্রধান সহ অন্যান্যরা। উভয় রাস্তার কাজ দ্রুত শেষ হোক চাইছেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য দীর্ঘদিন ধরে এই দুই রাস্তার দাবী ছিল তাঁদের।1
- রাজ্য সরকারি তহবিলের মাধ্যমে চন্দ্রকোনা-২ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের শীর্ষা থেকে ঘোষকীরা পর্যন্ত এই রাস্তাটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প রাস্তাশ্রী- পথশ্রী প্রকল্পে উদ্বোধন হলো। এলাকার জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের উপস্থিতিতে আজ পাকা রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ এবং চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা।1
- #😁♥️♥️♥️♥️1
- #বিদায় বন্ধু ২০২৫ #1
- ভয়াবহ পথ দূর্ঘ টনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে।রাস্তা ভেঙে ডাম্পার নিচে, ঘাটালের মনসুকা ঘোড়ইঘাট চাতালে।যদিও এই ঘটনায় হতাহতের কোনোও খবর নেই।1