NCRB তথ্য বলছে, ২০১৯–২০২৩ সালে শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ প্রায় ২৫০% বেড়েছে। এর বড় একটি অংশ শুরু হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় থেকে। Facebook বা Instagram-এ অনেক সময় বন্ধুর মতো, সহপাঠীর মতো বা কাজের সুযোগ দেখিয়ে কথা শুরু হয়—একটু প্রশংসা, একটু বিশ্বাস, তারপর ধীরে ধীরে ব্যক্তিগত ছবি বা লোকেশন জানতে চাওয়া। সব অনলাইন পরিচয় খারাপ নয়। কিন্তু কোন কথায় অস্বস্তি লাগলে বা গোপন কিছু করতে বলা হলে, সেটাই সতর্ক হওয়ার সংকেত। শিশুদের জন্য: – নতুন অনলাইন বন্ধু হলে নিজের অনুভূতিকে গুরুত্ব দাও – সন্দেহ বা অস্বস্তি হলে বিশ্বাসযোগ্য বড়দের সঙ্গে কথা বলো – সাহায্য চাওয়া দুর্বলতা নয়, নিরাপত্তার শক্তি অভিভাবকদের জন্য: – নিষেধ নয়, খোলামেলা কথা বলুন – শিশু কী দেখে, কার সঙ্গে কথা বলে—এ নিয়ে আগ্রহ দেখান – নিরাপদ অনলাইন অভ্যাস শেখান, ভয় দেখিয়ে নয়, বুঝিয়ে প্রয়োজন হলে Childline 1098 বা TrackChild.gov.in-এ সাহায্য পাওয়া যায়। কিংবা অভিভাবকরা আমাদের মিসিং প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একসঙ্গে সচেতন হলে, শিশুরা নিরাপদ থেকেই শিখতে, খেলতে আর বেড়ে উঠতে পারে।
NCRB তথ্য বলছে, ২০১৯–২০২৩ সালে শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ প্রায় ২৫০% বেড়েছে। এর বড় একটি অংশ শুরু হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় থেকে। Facebook বা Instagram-এ অনেক সময় বন্ধুর মতো, সহপাঠীর মতো বা কাজের সুযোগ দেখিয়ে কথা শুরু হয়—একটু প্রশংসা, একটু বিশ্বাস, তারপর ধীরে ধীরে ব্যক্তিগত ছবি বা লোকেশন জানতে চাওয়া। সব অনলাইন পরিচয় খারাপ নয়। কিন্তু কোন কথায় অস্বস্তি লাগলে বা গোপন কিছু করতে বলা হলে, সেটাই সতর্ক হওয়ার সংকেত। শিশুদের জন্য: – নতুন অনলাইন বন্ধু হলে নিজের অনুভূতিকে গুরুত্ব দাও – সন্দেহ বা অস্বস্তি হলে বিশ্বাসযোগ্য বড়দের সঙ্গে কথা বলো – সাহায্য চাওয়া দুর্বলতা নয়, নিরাপত্তার শক্তি অভিভাবকদের জন্য: – নিষেধ নয়, খোলামেলা কথা বলুন – শিশু কী দেখে, কার সঙ্গে কথা বলে—এ নিয়ে আগ্রহ দেখান – নিরাপদ অনলাইন অভ্যাস শেখান, ভয় দেখিয়ে নয়, বুঝিয়ে প্রয়োজন হলে Childline 1098 বা TrackChild.gov.in-এ সাহায্য পাওয়া যায়। কিংবা অভিভাবকরা আমাদের মিসিং প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একসঙ্গে সচেতন হলে, শিশুরা নিরাপদ থেকেই শিখতে, খেলতে আর বেড়ে উঠতে পারে।
- ভাঙ্গরের মানুষ তো খাম চিহ্ন দিয়েছে, তা ভাঙরের মানুষের কতটা উন্নয়ন হয়েছে ,তা নওশাদ সিদ্দিকী খতিয়ান ধরে দেখাক না। এমনই মন্তব্য করেন ডাম্পি মন্ডল।1
- সাহত্যিক ও সাংবাদিক এবং ভক্তিকবি শ্রী শ্রীধর চরণ ঘটক1
- মালদা জেলার মধ্যে হরিশপুর থানার পাশেই দাখিল কলোনি গ্রামে এ গ্রামে কেউ সাহায্য করনেওয়ালা নয় যত লোক আছে সব সাহিত্য লেনেওয়ালা তো প্লিজ কেউ যদি ভালো লেগে থাকে পিকচারটা দেখে তোর সাহায্য করার হাত বাড়িয়ে আমার সঙ্গে যোগাযোগ করো।1
- জেটিয়া থানার বড়সড় সাফল্যের খতিয়ান শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জেটিয়া থানার যৌথ অভিযানে পাল্লাদহ থেকে কলকাতাগামী WB 15 B 4022 দশ চাকা পাটবোঝাই ট্রাক থেকে আনুমানিক ৫২ কেজি গাজা সমেত দশ চাকার ট্রাক সমেত তিন ব্যক্তিকে গ্রেফতার করা হলো। ধৃতরা হলেন ৭০ বছরের বনগাঁর বাসিন্দা তপন বালা, ৩৭ বছরের আলিপুরদুয়ারের বাসিন্দা কাজল সরকার, ৫২ বছরের মধ্যমগ্রামের বাসিন্দা শিব চন্দ্র রায় দের 20(b)(ii)(C) NDPS ACt, কেস রুজ্জু করে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাকপুর আদালতে পাঠালো জেটিয়া থানার পুলিশ।3
- দাসপুরে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় জার্মান কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা2
- *মেদিনীপুরে হাজির রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, যোগদান ৫০ জনের* বিধানসভা নির্বাচনের প্রাক্কলে মেদিনীপুর শহরে হাজির হলো রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের রাঙামাটির একটি আবাসনে তাঁদের একটি কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন দলের সাংসদ রাজেশ ভার্মা। এছাড়াও, উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি মহম্মদ রফিক আলি শেখ, জেলা সভাপতি সোমনাথ পাণ্ডে প্রমুখ। এদিন পুরুলিয়া সহ বিভিন্ন জেলার প্রায় ৫০ জন কর্মী বিভিন্ন দল ছেড়ে লোক জনশক্তি পার্টিতে যোগদান করেন। দলের সাংসদ রাজেশ ভার্মা বলেন, 'আমরা বাংলায় ক'টি আসনে প্রার্থী দেব, সেটা বড় কথা নয়। কিন্তু, এরাজ্যে এনডিএ সরকার গড়তে হবে। এনডিএ-কে শক্তিশালী করতেই আমরা এখানে এসেছি। এরাজ্যের মুখ্যমন্ত্রী দরিদ্র মানুষের পাশে নেই, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য আছেন।'1
- বন্দুক ও তাজা বোমা উদ্ধার করল তারকেশ্বর থানার পুলিশ। গ্রেপ্তার ১। #newsupdate #hooghly #Tarakeswar #tdbangla1
- বিজেপি কর্মীরা ভোট চাইতে আসলে তাদের কাটারি,ঝাঁটা, লাঠি নিয়ে তাড়া করার নিদান দিল তৃণমূল বিধায়কের! পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া চন্দ্রকোনার বৈকন্ঠপুর গ্রাম উন্নয়নের সংলাপ কর্মসূচিতে গিয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে বলেন বিজেপি কর্মীরা যখন ভোট চাইতে আসবে এখন তাদের জিজ্ঞাসা করুন দিল্লির বিজেপি সরকারের কি উন্নয়ন করেছে, তারা যখন বলতে পারবে না তখন তাদের ঝাঁটা, লাঠি কাটারি, দিয়ে বিদায় করবেন। তৃণমূল বিধায়কের এমন বক্তব্যে শুরু হয়েছে শোরগোল। পাল্টা তৃণমূল বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছে হুগলীর পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ( তথা চন্দ্রকোনা বিধানসভার ইনচার্জ)1