Shuru
Apke Nagar Ki App…
বিধায়ক হুমায়ুন কবির সাংবাদিক মুখোমুখি
কলকাতা টিভি নিউজ
বিধায়ক হুমায়ুন কবির সাংবাদিক মুখোমুখি
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- উন্নয়নই হাতিয়ার : ভরতপুরে তৃণমূলের মেগা কর্মসূচিতে একছাদের তলায় দুই ব্লকের নেতৃত্ব1
- সুব্রত শেঠ মালদাঃ ওল্ড মালদা যুব তৃণমূলের উদ্যোগে প্রসেনজিৎ ঘোষের জন্মদিন পালন,ও শীতবস্ত্র বিতরণ1
- বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের। আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম ১৫ হাজার টাকা ইনসেনটিভ সহ এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে সদর মহকুমা শাসক কে ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। আশা কর্মীরা নিজেদের দাবি লেখা ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে। মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। যেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আশা কর্মীরা। নিজেদের আদি পূরণের লক্ষ্যে গত ২৪ দিন ধরে লাগাতার কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা। এদিন তাদের দাবী সনদ জমা দেন জেলা প্রশাসনিক ভবনে। আগামী ২১ তারিখ স্বাস্থ্য ভবন অভিযান করা সহ আগামী দিনে তাদের দাবি না পূরণ হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান সংগঠনের জেলা সভানেত্রী ললিতা রাজবংশী।1
- 🙏♥️😘 sushil Singh durgapur YouTube 🙏♥️😘 Benachity durgapur1
- দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কলোনি এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। আটক করা হয়েছে মৃতার শ্বশুর ও শাশুড়িকে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। মৃতা সাধনা বার্নয়ালের দুই পুত্র সন্তান আছে।1
- আসানসোলের ইবলিং লজ পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করে আসানসোলের দক্ষিণের বিদায়কা আগ্নিমিত্রা পাল প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস এর বিষয় নিয়ে তিনি এক প্রতিক্রিয়া দিলেন এবং তিনি বললেন পশ্চিমবঙ্গের পুলিশের কি ধরনের আচরণ এবং কাজের ঢং আছে1
- পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের সার্বিক অপশাসন থেকে মুক্তি পেতে ও পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে পেতে আগামী ১৭ই জানুয়ারি শনিবার মালদার সাহাপুর বাইপাস মাঠে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের পরিবর্তন সংকল্প সভা। এ পরিবর্তন সংকল্প সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন নতুন ভারতের উন্নয়নের কান্ডারী তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভাকে সফল করার লক্ষ্যে উত্তর মালদা জেলা বিজেপির নেতৃত্ব ও গাজোল টু এর প্রধান অর্মিলা রাজবংশী গাজোল টু এর সকল ভারতীয় জনতা পার্টির কার্যকরিতা তাদের নিয়ে গাজোল টু এর প্রধান অর্মিলা রাজবংশী নিজে হাতে রং তুলি দিয়ে পাঁচ পাড়া এলাকায় বিভিন্ন জায়গায় দেওয়াল লেখনের মধ্য দিয়ে জোর কদমে কর্মসূচি করে চলেছেন এদিন বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার পরিবর্তন সংকল্প সভার দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল টু এর প্রধান অর্মিলা রাজবংশী, গাজোল ১ নং মন্ডল সভাপতি নিহার রঞ্জন মন্ডল,বুথ সভাপতি সঞ্জয় সরকার,বুধের কার্যকর্তা অনি সরকার,মন্ডল কার্যকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা। গাজোল টু এর প্রধান অর্মিলা রাজবংশী বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি মালদা জেলার সাহাপুর বাইপাস মাঠে সভা করতে আসছেন ১৭ই জানুয়ারি শনিবার ।সেই সভা কে সফল করার জন্য আজ গাজোলের পাঁচপাড়া বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে বার্তা পৌঁছানার জন্য দেওয়াল লেখনের মধ্যে দিয়ে কর্মসূচি করে চলেছেন। এবং সকল জনসাধারণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি একটি বন্দে ভারত উদ্বোধন করবেন।আমরা উত্তরবঙ্গ বাসী নানা ভাবে বঞ্চিত তাই তিনি উত্তরবঙ্গ বাসীদের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করবেন।1
- মকর সংক্রান্তিতে সম্প্রীতির মিলন মেলা1
- এই মাটিতে তাদের আসা নতুন নয়। ইতিহাসের পাতায় চোখ রাখলে রাজা লক্ষণ সেনের আমল থেকেই কাঁকসার গড় জঙ্গলের মাটি চেনে তাদের পায়ের ছাপ। শত শত বছর ধরে বংশপরম্পরায় এখানেই বসবাস আদিবাসীদের। লাঙল চালিয়ে, মাটি কেটে, ঘামে ভিজিয়ে ফলিয়েছে ফসল। এই মাটিই তাদের ঘর, এই মাটিই তাদের পরিচয়।ওরা জনজাতি কাগজে নয়, জীবনে। কাঁকসা থানার অন্তর্গত মলানদিঘির হরিকি এলাকার বাসিন্দা মঙ্গলি মুর্মু (৫৭)।তার ডাক পড়েছে শুনানিতে। আতঙ্কিত কণ্ঠে তিনি বলেন, "মায়ের মুখে শুনেছিলাম, আগে এখানে কর্মকাররা থাকত। রাজাদের অস্ত্রশস্ত্র তৈরি করত তারা। সেই সময় থেকেই আমাদের বসবাস। অথচ এখন শুনানিতে ডাকা হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা কোনওভাবেই ভিটেমাটি ছাড়ব না।" ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। মলানদিঘি অঞ্চল তৃণমূলের যুব সভাপতি তথা বিএলএ টু অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশন এইভাবে আদিবাসীদেরও ভোগান্তির মুখে ফেলছে। তারা হয়রানির শিকার হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। আমরা এর প্রতিবাদে নামব।" পাল্টা জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,"একটাও বৈধ ভোটার যাতে বাদ না যায় সেই জন্য এসআইআর। তৃণমূলের এত লাফালাফি করার দরকার নেই। কারোর কাছে নথি না থাকলে কারোর নথিতে গোলযোগ থাকলে তাদেরকেই দাঁড়াতে হবে শুনানির লাইনে। তবে নির্বাচন কমিশন স্বচ্ছ ভাবে কাজ করছে।"1