Shuru
Apke Nagar Ki App…
গৃহবধূর রহস্য মৃত্যু দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কলোনি এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। আটক করা হয়েছে মৃতার শ্বশুর ও শাশুড়িকে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। মৃতা সাধনা বার্নয়ালের দুই পুত্র সন্তান আছে।
Sanatan Garai
গৃহবধূর রহস্য মৃত্যু দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কলোনি এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। আটক করা হয়েছে মৃতার শ্বশুর ও শাশুড়িকে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। মৃতা সাধনা বার্নয়ালের দুই পুত্র সন্তান আছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কলোনি এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। আটক করা হয়েছে মৃতার শ্বশুর ও শাশুড়িকে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। মৃতা সাধনা বার্নয়ালের দুই পুত্র সন্তান আছে।1
- আসানসোলের ইবলিং লজ পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করে আসানসোলের দক্ষিণের বিদায়কা আগ্নিমিত্রা পাল প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস এর বিষয় নিয়ে তিনি এক প্রতিক্রিয়া দিলেন এবং তিনি বললেন পশ্চিমবঙ্গের পুলিশের কি ধরনের আচরণ এবং কাজের ঢং আছে1
- प्रसून बंदोपाध्याय की विषय पर बीजेपी विधायक अग्निमित्र पाल ने दी प्रतिक्रिया1
- एक वायरल वीडियो में मोबाइल की लिथियम-आयन बैटरी को परत-दर-परत खोलते हुए दिखाया गया है। क्लिप में ग्रेफाइट एनोड, कॉपर कलेक्टर और इलेक्ट्रोलाइट से भीगी सेपरेटर लेयर्स नजर आती हैं, जिन्हें छेदने पर आग लगने का खतरा होता है। इस खतरनाक “अनबॉक्सिंग” ने दिखाया कि रोज़मर्रा की टेक्नोलॉजी अंदर से कितनी संवेदनशील होती है। #viralreels #science #tech #battery #lithiumion #smartphone #techfacts #reelsinstagram1
- ঝুলন্ত সুকুমার মান্ডি উদ্ধার তেঁতুল গাছ থেকে1
- সাতসকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উত্তরবার এলাকায়1
- বাঙালির প্রতিটি ঘরে ঘরে আজ চলছে বারলক্ষী পূজা। সকাল থেকেই গৃহস্থ রা পুজোর জোগাড় করে লক্ষীপুজো তে ব্রতী হয়েছেন।2
- এই মাটিতে তাদের আসা নতুন নয়। ইতিহাসের পাতায় চোখ রাখলে রাজা লক্ষণ সেনের আমল থেকেই কাঁকসার গড় জঙ্গলের মাটি চেনে তাদের পায়ের ছাপ। শত শত বছর ধরে বংশপরম্পরায় এখানেই বসবাস আদিবাসীদের। লাঙল চালিয়ে, মাটি কেটে, ঘামে ভিজিয়ে ফলিয়েছে ফসল। এই মাটিই তাদের ঘর, এই মাটিই তাদের পরিচয়।ওরা জনজাতি কাগজে নয়, জীবনে। কাঁকসা থানার অন্তর্গত মলানদিঘির হরিকি এলাকার বাসিন্দা মঙ্গলি মুর্মু (৫৭)।তার ডাক পড়েছে শুনানিতে। আতঙ্কিত কণ্ঠে তিনি বলেন, "মায়ের মুখে শুনেছিলাম, আগে এখানে কর্মকাররা থাকত। রাজাদের অস্ত্রশস্ত্র তৈরি করত তারা। সেই সময় থেকেই আমাদের বসবাস। অথচ এখন শুনানিতে ডাকা হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা কোনওভাবেই ভিটেমাটি ছাড়ব না।" ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। মলানদিঘি অঞ্চল তৃণমূলের যুব সভাপতি তথা বিএলএ টু অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশন এইভাবে আদিবাসীদেরও ভোগান্তির মুখে ফেলছে। তারা হয়রানির শিকার হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। আমরা এর প্রতিবাদে নামব।" পাল্টা জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,"একটাও বৈধ ভোটার যাতে বাদ না যায় সেই জন্য এসআইআর। তৃণমূলের এত লাফালাফি করার দরকার নেই। কারোর কাছে নথি না থাকলে কারোর নথিতে গোলযোগ থাকলে তাদেরকেই দাঁড়াতে হবে শুনানির লাইনে। তবে নির্বাচন কমিশন স্বচ্ছ ভাবে কাজ করছে।"1