Shuru
Apke Nagar Ki App…
ঝুলন্ত সুকুমার মান্ডি উদ্ধার তেঁতুল গাছ থেকে
Reporter Inamul Bhuinya
ঝুলন্ত সুকুমার মান্ডি উদ্ধার তেঁতুল গাছ থেকে
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ঝুলন্ত সুকুমার মান্ডি উদ্ধার তেঁতুল গাছ থেকে1
- সাতসকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উত্তরবার এলাকায়1
- বাঙালির প্রতিটি ঘরে ঘরে আজ চলছে বারলক্ষী পূজা। সকাল থেকেই গৃহস্থ রা পুজোর জোগাড় করে লক্ষীপুজো তে ব্রতী হয়েছেন।2
- শুভেন্দুর পালটা প্রতিবাদ মিছিল চন্দ্রকোনা রোডে তৃণমূলের । গতকালই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের কুবাই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুভেন্দুর কনভয় হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল সংঘটিত করেছে বিজেপির । আর আজ তারই পাল্টা প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূল । তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এদিনের এই তৃণমূলের প্রতিবাদ মিছিলে অংশ নেন । তার অভিযোগ গোটা রাজ্য জুড়ে বিজেপি যেভাবে গোটা রাজ্যকে অশান্ত করে তুলছে তারই প্রতিবাদ পাশাপাশি শুভেন্দুর গন ভয়ে হামলার মিথ্যা অভিযোগ তারই প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ মিছিল সংঘটিত হয় । চন্দ্রকোনা রোডের সাধারণ স্থানীয় মানুষজন দেখেছেন আদৌ হামলা হয়েছিল কিনা । তাই সাধারণ মানুষকে সাথে নিয়ে তৃণমূলের অধীনের এই প্রতিবাদ মিছিল সংঘটিত করা হলো । এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন স্থানীয় ব্লক নেতৃত্বের পাশাপাশি জেলা নেতৃত্বও ।1
- ব্লক সভাপতি ঘোাষনা করলেন অঞ্চল সভাপতি। তার ২৪ ঘন্টার মধ্যেই জেলা সভাপতি জানালেন এই পরিবর্তন অবৈধ। তারপরেই দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি। অভিষেকের সভার আগেই চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ১৬ই জানুয়ারি মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা। গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে সেই সভার প্রস্তুতি তুঙ্গে। তার মাঝে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল সভাপতি পরিবর্তন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে । আজ সন্ধ্যায় নতুন সভাপতি গৌতম মল্লিকের সাথে পুরনো সভাপতি মফু সরকারের বচসা শুরু হয়। অভিযোগ মফু সরকারের নেতৃত্বে নতুন সভাপতি গৌতম মল্লিক কে মারধর করে। জানাযায় গতকাল চন্দ্রকোনা ১ ব্লকের সভাপতি সূর্যকান্ত দোলই লক্ষীপুর,জাড়া, মাংরুল তিনটি অঞ্চলের সভাপতিদের পরিবর্তন করে। সেই পরিবর্তনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল চরমে। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি জানান এই পরিবর্তন সম্পূর্ণ অবৈধ। ব্লক সভাপতিদের এই ধরনের পরিবর্তনের কোন এক্তিয়ার নেই। তাই পুরনো সভাপতিরা সমস্ত জায়গায় বহাল থাকবে। এই ঘোষণার পরেই উত্তেজনা বাড়ে বলে তৃণমূল কর্মীদের অভিযোগ। লক্ষ্মীপুর অঞ্চল তৃনমূল কার্যালয়ে, নতুন ব্লক সভাপতি গৌতম মল্লিক কে মারধর করা হয় বলে অভিযোগ। তবে এ বিষয়ে ব্লক সভাপতি সূর্যকান্ত দৌলইকে বারবার ফোন করা হলো তিনি কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে তিনি আমাদের জানিয়েছেন বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে আমি পরিবর্তন করেছি। পরবর্তীকালে যা ঘটনা ঘটেছে সে ব্যাপারে যা বলার জেলা সভাপতি বলবেন।1
- আসানসোলের ইবলিং লজ পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করে আসানসোলের দক্ষিণের বিদায়কা আগ্নিমিত্রা পাল প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস এর বিষয় নিয়ে তিনি এক প্রতিক্রিয়া দিলেন এবং তিনি বললেন পশ্চিমবঙ্গের পুলিশের কি ধরনের আচরণ এবং কাজের ঢং আছে1
- দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কলোনি এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। আটক করা হয়েছে মৃতার শ্বশুর ও শাশুড়িকে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। মৃতা সাধনা বার্নয়ালের দুই পুত্র সন্তান আছে।1
- #Khatra #TMC #TrinamoolCongress #WestBengalPolitics #BankuraNews #Form7Vigilance #VoterListAwareness #KhatraTMC #AlertTMC #BankuraPolitics #তৃণমূল_কংগ্রেস #খাতড়া_সংবাদ #সতর্ক_তৃণমূল #বাংলার_সুরক্ষায়_তৃণমূল1