শিরোনাম: ক্যারাটের ব্ল্যাকবেল্ট টেস্টে সাফল্য, বান্দোয়ানে সংবর্ধিত হলেন নিকিতা কর কলকাতায় অনুষ্ঠিত ক্যারাটের ব্ল্যাকবেল্ট টেস্ট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে গর্বের নজির গড়লেন পুরুলিয়া জেলার বান্দোয়ান এলাকার মেয়ে নিকিতা কর। এই সাফল্যের জন্য তাঁকে বান্দোয়ানেই বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার আয়োজন করেন পুরুলিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা প্রশিক্ষক ধনঞ্জয় পরামানিক। সংবর্ধনা গ্রহণ করে অত্যন্ত আনন্দিত নিকিতা কর বলেন, এই সাফল্যের পেছনে তাঁর শিক্ষক ধনঞ্জয় পরামানিক এবং তাঁর মা-বাবার বিশেষ অবদান রয়েছে। তাঁদের অনুপ্রেরণা, সহযোগিতা ও নিয়মিত প্রশিক্ষণই আজ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। নিকিতা আরও জানান, বর্তমান সমাজব্যবস্থায় প্রতিটি মেয়ের জন্য ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি। আত্মরক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতেও ক্যারাটের ভূমিকা অপরিসীম। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশিক্ষক ধনঞ্জয় পরামানিক বলেন, “স্বাস্থ্যই সম্পদ। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে পড়াশোনাও ভালো হয়।” তিনি আরও বলেন, ক্যারাটে শুধু একটি খেলাই নয়, এটি ভবিষ্যতে কেরিয়ার গড়ার অন্যতম একটি মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বর্তমানে শিশুরা যেভাবে মোবাইল ফোন ও ইনডোর গেমে আসক্ত হয়ে পড়ছে, তা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় হলো খেলাধুলা ও ক্যারাটের মতো শারীরিক প্রশিক্ষণ। এই প্রসঙ্গে তিনি সকল অভিভাবকদের প্রতি বিশেষ আবেদন জানান—ছেলেমেয়েদের মাঠে ফেরান, মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখুন। খেলাধুলার মধ্য দিয়েই সুস্থ শরীর, সুস্থ মন ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন ধনঞ্জয় পরামানিক। তিনি জানান, বান্দোয়ান এলাকার মেয়েদের জন্য আগামী দুই মাস সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মেয়ে আত্মরক্ষার প্রশিক্ষণে আগ্রহী হবে বলে তিনি আশাবাদী। নিকিতা করের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা বান্দোয়ান এলাকার জন্যই গর্বের বিষয়। তাঁর এই সাফল্য আগামী দিনে আরও বহু মেয়েকে ক্যারাটে শেখার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে—এমনটাই মনে করছেন সকলেই।
শিরোনাম: ক্যারাটের ব্ল্যাকবেল্ট টেস্টে সাফল্য, বান্দোয়ানে সংবর্ধিত হলেন নিকিতা কর কলকাতায় অনুষ্ঠিত ক্যারাটের ব্ল্যাকবেল্ট টেস্ট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে গর্বের নজির গড়লেন পুরুলিয়া জেলার বান্দোয়ান এলাকার মেয়ে নিকিতা কর। এই সাফল্যের জন্য তাঁকে বান্দোয়ানেই বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার আয়োজন করেন পুরুলিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা প্রশিক্ষক ধনঞ্জয় পরামানিক। সংবর্ধনা গ্রহণ করে অত্যন্ত আনন্দিত নিকিতা কর বলেন, এই সাফল্যের পেছনে তাঁর শিক্ষক ধনঞ্জয় পরামানিক এবং তাঁর মা-বাবার বিশেষ অবদান রয়েছে। তাঁদের অনুপ্রেরণা, সহযোগিতা ও নিয়মিত প্রশিক্ষণই আজ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। নিকিতা আরও জানান, বর্তমান সমাজব্যবস্থায় প্রতিটি মেয়ের জন্য ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি। আত্মরক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতেও ক্যারাটের ভূমিকা অপরিসীম। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশিক্ষক ধনঞ্জয় পরামানিক বলেন, “স্বাস্থ্যই সম্পদ। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে পড়াশোনাও ভালো হয়।” তিনি আরও বলেন, ক্যারাটে শুধু একটি খেলাই নয়, এটি ভবিষ্যতে কেরিয়ার গড়ার অন্যতম একটি মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বর্তমানে শিশুরা যেভাবে মোবাইল ফোন ও ইনডোর গেমে আসক্ত হয়ে পড়ছে, তা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় হলো খেলাধুলা ও ক্যারাটের মতো শারীরিক প্রশিক্ষণ। এই প্রসঙ্গে তিনি সকল অভিভাবকদের প্রতি বিশেষ আবেদন জানান—ছেলেমেয়েদের মাঠে ফেরান, মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখুন। খেলাধুলার মধ্য দিয়েই সুস্থ শরীর, সুস্থ মন ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন ধনঞ্জয় পরামানিক। তিনি জানান, বান্দোয়ান এলাকার মেয়েদের জন্য আগামী দুই মাস সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মেয়ে আত্মরক্ষার প্রশিক্ষণে আগ্রহী হবে বলে তিনি আশাবাদী। নিকিতা করের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা বান্দোয়ান এলাকার জন্যই গর্বের বিষয়। তাঁর এই সাফল্য আগামী দিনে আরও বহু মেয়েকে ক্যারাটে শেখার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে—এমনটাই মনে করছেন সকলেই।
- শিরোনাম: ক্যারাটের ব্ল্যাকবেল্ট টেস্টে সাফল্য, বান্দোয়ানে সংবর্ধিত হলেন নিকিতা কর কলকাতায় অনুষ্ঠিত ক্যারাটের ব্ল্যাকবেল্ট টেস্ট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে গর্বের নজির গড়লেন পুরুলিয়া জেলার বান্দোয়ান এলাকার মেয়ে নিকিতা কর। এই সাফল্যের জন্য তাঁকে বান্দোয়ানেই বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার আয়োজন করেন পুরুলিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা প্রশিক্ষক ধনঞ্জয় পরামানিক। সংবর্ধনা গ্রহণ করে অত্যন্ত আনন্দিত নিকিতা কর বলেন, এই সাফল্যের পেছনে তাঁর শিক্ষক ধনঞ্জয় পরামানিক এবং তাঁর মা-বাবার বিশেষ অবদান রয়েছে। তাঁদের অনুপ্রেরণা, সহযোগিতা ও নিয়মিত প্রশিক্ষণই আজ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। নিকিতা আরও জানান, বর্তমান সমাজব্যবস্থায় প্রতিটি মেয়ের জন্য ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি। আত্মরক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতেও ক্যারাটের ভূমিকা অপরিসীম। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশিক্ষক ধনঞ্জয় পরামানিক বলেন, “স্বাস্থ্যই সম্পদ। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে পড়াশোনাও ভালো হয়।” তিনি আরও বলেন, ক্যারাটে শুধু একটি খেলাই নয়, এটি ভবিষ্যতে কেরিয়ার গড়ার অন্যতম একটি মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বর্তমানে শিশুরা যেভাবে মোবাইল ফোন ও ইনডোর গেমে আসক্ত হয়ে পড়ছে, তা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় হলো খেলাধুলা ও ক্যারাটের মতো শারীরিক প্রশিক্ষণ। এই প্রসঙ্গে তিনি সকল অভিভাবকদের প্রতি বিশেষ আবেদন জানান—ছেলেমেয়েদের মাঠে ফেরান, মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখুন। খেলাধুলার মধ্য দিয়েই সুস্থ শরীর, সুস্থ মন ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন ধনঞ্জয় পরামানিক। তিনি জানান, বান্দোয়ান এলাকার মেয়েদের জন্য আগামী দুই মাস সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মেয়ে আত্মরক্ষার প্রশিক্ষণে আগ্রহী হবে বলে তিনি আশাবাদী। নিকিতা করের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা বান্দোয়ান এলাকার জন্যই গর্বের বিষয়। তাঁর এই সাফল্য আগামী দিনে আরও বহু মেয়েকে ক্যারাটে শেখার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে—এমনটাই মনে করছেন সকলেই।1
- Post by খবর বেলপাহাড়ী বিনপুর1
- Post by Amjad Khan1
- হুমায়ূন কবিরকে হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা1
- শিল্পাঞ্চলে শোকের ছায়া: বিজেপির 'ভীষ্ম পিতামহ' অমরনাথ কেশরী চলে গেলেন।1
- ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোমুখপোতা উত্তর বুথে মহিলা বুথ তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে বৈঠকের আয়োজন গোমুকপোতা এলাকায়। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ গোমুকপোতা এলাকায় রাজ্যের উন্নয়ন মুখী প্রকল্পের কতা তুলে ধরে মহিলা তৃনমূল কংগ্রেস কর্মীদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয় এলাকায়।1
- 🙏😘♥️ sushil Singh durgapur YouTube ♥️😘🙏 Benachity durgapur1
- Post by খবর বেলপাহাড়ী বিনপুর1