Shuru
Apke Nagar Ki App…
সাত সকালে রামকৃষ্ণ সেতুর হাইট বার লরির ধাক্কায় ভেঙে পড়লো #newsarambaghtown #
News Arambagh Town
সাত সকালে রামকৃষ্ণ সেতুর হাইট বার লরির ধাক্কায় ভেঙে পড়লো #newsarambaghtown #
More news from Hooghly and nearby areas
- Post by News Arambagh Town1
- ২০২৬ প্রাইমারি গেমসে আবারো রাজ্য champion বাংলার তথা গোঘাটের গর্ব সাওরাগেরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী তৃষা মুর্মু1
- ছন্দে ছন্দে মধুর আনন্দে গুটিগুটি পায়ে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ সগৌরবে একশত বছর অতিক্রম করেলো। সেই উপলক্ষে 10 থেকে 12 জানুয়ারি২০২৬ তিন দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলন উৎসবের শুভ সূচনা হয়ে গেল। ১০ই জানুয়ারি ২০২৬ সকাল ৮ টায় পতাকা উত্তোলন এবং বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।পরে প্রদীপ প্রোজ্জ্ব্যলন অতিথি বরন এবং নৃত্য গীতে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং বরণ ছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মনোগ্রাহী ভিন্ন স্বাদের সংগীত এবং নৃত্য ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন ছিল। এছাড়াও তিন দিন ধরে রয়েছে চলচ্চিত্র এবং দূরদর্শনের শিল্পীদের দ্বারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও কচিকাঁচাদের জন্য রয়েছে ম্যাজিক শো প্রবীণ দের জন্য রয়েছে যাত্রাপালা ও নানান অনুষ্ঠান । স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ আমাদের জানান বেলুড় মঠের মহারাজ স্বামী অচ্যুতানন্দজী প্রদীপ প্রজ্জালন এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ করেন।বিভিন্ন গুণী ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানগুলি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। অনুষ্ঠানগুলি বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।3
- *মেদিনীপুরে হাজির রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, যোগদান ৫০ জনের* বিধানসভা নির্বাচনের প্রাক্কলে মেদিনীপুর শহরে হাজির হলো রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের রাঙামাটির একটি আবাসনে তাঁদের একটি কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন দলের সাংসদ রাজেশ ভার্মা। এছাড়াও, উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি মহম্মদ রফিক আলি শেখ, জেলা সভাপতি সোমনাথ পাণ্ডে প্রমুখ। এদিন পুরুলিয়া সহ বিভিন্ন জেলার প্রায় ৫০ জন কর্মী বিভিন্ন দল ছেড়ে লোক জনশক্তি পার্টিতে যোগদান করেন। দলের সাংসদ রাজেশ ভার্মা বলেন, 'আমরা বাংলায় ক'টি আসনে প্রার্থী দেব, সেটা বড় কথা নয়। কিন্তু, এরাজ্যে এনডিএ সরকার গড়তে হবে। এনডিএ-কে শক্তিশালী করতেই আমরা এখানে এসেছি। এরাজ্যের মুখ্যমন্ত্রী দরিদ্র মানুষের পাশে নেই, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য আছেন।'1
- বন্দুক ও তাজা বোমা উদ্ধার করল তারকেশ্বর থানার পুলিশ। গ্রেপ্তার ১। #newsupdate #hooghly #Tarakeswar #tdbangla1
- দাসপুরে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় জার্মান কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা2
- বিজেপি কর্মীরা ভোট চাইতে আসলে তাদের কাটারি,ঝাঁটা, লাঠি নিয়ে তাড়া করার নিদান দিল তৃণমূল বিধায়কের! পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া চন্দ্রকোনার বৈকন্ঠপুর গ্রাম উন্নয়নের সংলাপ কর্মসূচিতে গিয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে বলেন বিজেপি কর্মীরা যখন ভোট চাইতে আসবে এখন তাদের জিজ্ঞাসা করুন দিল্লির বিজেপি সরকারের কি উন্নয়ন করেছে, তারা যখন বলতে পারবে না তখন তাদের ঝাঁটা, লাঠি কাটারি, দিয়ে বিদায় করবেন। তৃণমূল বিধায়কের এমন বক্তব্যে শুরু হয়েছে শোরগোল। পাল্টা তৃণমূল বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছে হুগলীর পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ( তথা চন্দ্রকোনা বিধানসভার ইনচার্জ)1
- Post by News Arambagh Town1