Shuru
Apke Nagar Ki App…
ধনতলিটাপুতে রায়ডাক নদী থেকে দীর্ঘদিন ধরে অবাধে চলছে বালি-পাথর পাচার
Rajat Saha
ধনতলিটাপুতে রায়ডাক নদী থেকে দীর্ঘদিন ধরে অবাধে চলছে বালি-পাথর পাচার
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বাড়ির পোষ্য কুকুরের অতর্কিত আক্রমণ! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। #uttaterkhobor #উত্তরেরখবর #BengaliNewsLive #Vairal #ভাইরালভিডিওシ1
- বক্সিরহাটের সংকোশ ব্রিজ সংলগ্ন এলাকায় কুয়াশার রাতে ট্রাফিক পুলিশের কড়া সতর্কতা1
- YouTube 🆔 Artist Satyam please subscribe my channel1
- হিলিতে মর্মান্তিক ট্রাক্টর দুর্ঘটনা, প্রাণ গেল ১৯ বছরের চালকের1
- SIR শুনানিতে বিজেপি নেতা অজয় ওরাওঁ নামে SIR নোটিশ, খড়িবাড়িতে চাঞ্চল্য!1
- মাটিগাড়া-নক্সালবাড়ি ও ফাঁসিদেওয়া বিধানসভায় তৃণমূলের দুই কোঅর্ডিনেটর, গ্রাউন্ড জিরো থেকেই ২০২৬-এর প্রস্তুতি1
- প্রতিশ্রুতি মতো মেলেনি চাকরি। ক্ষোভে মঙ্গলবার পাম্প হাউসের গেটে তালা ঝুলিয়ে দিলেন জমিদাতা পরিবার। বর্তমানে তালা বন্ধ তুফানগঞ্জের নাটাবাড়ি -১ গ্রাম পঞ্চায়েতের দেবত্র চাড়ালজানি পাম্প হাউসটি। সকালে পরিষেবা দিতে এসে গেট বন্ধ দেখে ফিরে যান স্থানীয় পাম্প অপারেটর। যদিও বিক্ষোভকারীদের দাবি, প্রতিশ্রুতি মতো জমির মূল্য অথবা চাকরি না মেলা পর্যন্ত কোনওভাবেই এই তালা খুলবেন না। জানা যায়, প্রায় ৩০ বছর আগে ওই পাম্প হাউস নির্মাণের জন্য জমির খোঁজ শুরু হয়। জমি দান করলে ওই পাম্প হাউসের অপারেটর পদে নিয়োগ করা হবে বলে বলা হয়।তারপরেই দেবত্র চাড়ালজানির অজিত কুমার চক্রবর্তী জমি দান করেন।এরপর সেই জমিতেই গড়ে ওঠে পাম্প হাউস। কিন্তু পরবর্তীতে সেই পাম্প হাউসে অপারেটর হিসেবে নিয়োগ করা হয় সর্বানন্দ বর্মন নামে স্থানীয় এক ব্যক্তিকে। এদিকে প্রতিশ্রুতি মতো চাকরি অথবা জমির মূল্য না মেলায় বারংবার জেলা জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগে লিখিতভাবে আবেদন জানিয়েছেন অজিত চক্রবর্তী। কিন্তু কোনও সুরাহা মেলেনি। চাকরির দাবিতে শেষ পর্যন্ত মঙ্গলবার পাম্প হাউজের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন ওই জমিদাতা। জমিদাতা অজিত চক্রবর্তী জানান, পাম্প হাউস অপারেটর পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৩০ বছর পূর্বে আমার জমি নেওয়া হয়েছিল। পরবর্তীতে আমার পরিবারের বদলে স্থানীয় একজনকে চাকরি দেওয়া হয়। এ নিয়ে আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। তাই আজ তালা ঝুলিয়ে দিয়েছি। এদিন পানীয় জল পরিষেবা দিতে এসে গেট তালা বন্ধ থেকে ফিরে যান সর্বানন্দ। সর্বানন্দ জানান, আমি দীর্ঘদিন ধরেই ওই পাম্প হাউসে অপারেটর পদে রয়েছি। গেট তালা বন্ধ তাই পানীয় জল পরিষেবা দিতে পারিনি। গোটা বিষয়টি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরে জানাবো। এভাবে চলতে থাকলে গ্রামবাসীরা পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হবে। যদিও এমনটা অভিযোগ মানতে নারাজ জমিদাতার ছেলে পাপাই চক্রবর্তী। তিনি বলেন, প্রতিশ্রুতি দেওয়া হল সেই কথা রাখা হয়নি। এই জমির দাম বর্তমানে বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। যতদিন দাবি পূরণ হচ্ছে আমারা বাইরের অপারেটর কাউকে ঢুকতে দেবো না। তবে সাধারণ মানুষের পানীয় জল পরিষেবা বন্ধ রাখার অধিকার আমার নেই। তাই যতটা সম্ভব আমি পরিষেবা চালিয়ে যাব।1
- ধনতলিটাপুতে রায়ডাক নদী থেকে দীর্ঘদিন ধরে অবাধে চলছে বালি-পাথর পাচার1
- YouTube 🆔 Artist Satyam please subscribe my channel1