Shuru
Apke Nagar Ki App…
जर्मन इंजीनियरों ने एक अनोखी बस विकसित की है जो कुछ ही सेकंड में सड़क से पानी में चलने लगती है। यह उभयचर बस बिना रुके नदी में उतर सकती है और यात्रियों को उतारने की जरूरत नहीं होती। खास सील्ड ढांचा और जल-प्रोपल्शन प्रणाली इसे नाव की तरह संचालित करती है। बाढ़ प्रभावित शहरों और आपातकालीन हालात में यह तकनीक बेहद उपयोगी साबित हो सकती है।#technology #innovation #engineering #futuretech #transportation #smartmobility #amphibious #viralnews #trending
द संक्षेप
जर्मन इंजीनियरों ने एक अनोखी बस विकसित की है जो कुछ ही सेकंड में सड़क से पानी में चलने लगती है। यह उभयचर बस बिना रुके नदी में उतर सकती है और यात्रियों को उतारने की जरूरत नहीं होती। खास सील्ड ढांचा और जल-प्रोपल्शन प्रणाली इसे नाव की तरह संचालित करती है। बाढ़ प्रभावित शहरों और आपातकालीन हालात में यह तकनीक बेहद उपयोगी साबित हो सकती है।#technology #innovation #engineering #futuretech #transportation #smartmobility #amphibious #viralnews #trending
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পুরুলিয়ার পাড়া ব্লকের জবড়রা ঝাঁপড়া ২নং অঞ্চলের ২ নং শক্তিকেন্দ্র ফুসড়াবাদ মোড়ে ভারতীয় জনতা পার্টির মন্ডল ৪ এর তরফে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে চারটে নাগাদ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য চরন বাউরী, জেলা কমিটির সদস্য চন্ডী চরণ রায়, স্বপন রায়,টোটন মুখার্জি, খোকন বাউরী, মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেনারেল সেক্রেটারি সহদেব বাউরী ত্রিলোচন মাঝি সহ অন্যান্যরা।1
- বর্ষ বরণের রাতে রঙিন আলোক মালায় সেজে উঠেছে পুরুলিয়া শহরের প্রশাসনিক ভবন গুলি, জেলা বাসিকে নুতন বৎসরের আগাম শুভেচ্ছা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির।1
- চন্দ্রকোনা ২ নম্বর বিডিও অফিসে SIR শুনানিতে আসা মানুষদের সাথে কথা বলে মানুষজনের মনে সাহস যোগালেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া। আজ দুপুর ১২ টা নাগাদ SIR শুনানিতে আসা মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের ভয় থেকে বিরত থাকতে এবং তাঁদের মনে সাহস দিলেন তিনি, উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ।1
- পানীয় জলের দাবিতে বরাবাজারে পথ অবরোধ মহিলাদের,1
- দাসপুর-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মজলিশপুর মাইতি পাড়া থেকে রঘুনাথপুর মনিপাড়া পর্যন্ত 800মিটার ঢালাই রাস্তা নির্মানের উদ্বোধন2
- আজ ২০২৫ সালের শেষ দিন।আর ৩১শৈ ডিসেম্বর এর রাতে বর্ষ বরনের রাতে মেতে উঠল ঘাটালের মানুষ জন1
- ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল বাবা মায়ের। তবুও শুনানির নোটিস এসে পৌঁছাল দৃষ্টিহীন যুবকের হাতে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় অবশেষে শুনানি কেন্দ্রে হাজির হতে হল পঙ্কজ ভুঁইয়াকে। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম ১৪৪ নম্বর বুথের ভোটার পঙ্কজ ভুঁইয়া চোখে দেখতে পান না। তবুও নাগরিক অধিকার রক্ষার লড়াইয়ে তিনি পিছিয়ে থাকেননি। বুধবার তৃণমূলের উদ্যোগে টোটো করে তাঁকে পৌঁছে দেওয়া হয় দুর্গাপুর ফরিদপুর বিডিও অফিসে শুনানি কেন্দ্রে। প্রবেশের আগে তাঁর গলায় পরিয়ে দেওয়া হয় রজনীগন্ধার মালা সংগ্রাম আর সাহসকে সম্মান জানিয়ে। এই ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, যেখানে ২০০২ সালের ভোটার তালিকায় পঙ্কজের বাবা মায়ের নাম স্পষ্টভাবে রয়েছে, সেখানে একজন প্রতিবন্ধী যুবককে এভাবে শুনানিতে ডেকে সমস্যায় ফেলা অমানবিক। শুনানির আগে পঙ্কজ ভুঁইয়া বলেন, "আমার কাছে সব নথি রয়েছে। আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা। তারপরেও আমাকে শুনানিতে ডাকা হল। কেন ডাকা হল, আমি নিজেও জানি না। অকারণে সমস্যায় পড়তে হল।" গোগলার অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন,"এইভাবেই সাধারণ মানুষকে বিপাকে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। একজন দৃষ্টিহীন যুবকও ছাড় পাচ্ছে না। পঙ্কজের শুনানির কথা জানতে পেরেই আমরা ব্যবস্থা নিয়েছি। যাতে কোনওভাবেই তার নাম বাদ দিতে না পারে নির্বাচন কমিশন, সেই দায়িত্ব আমরা নিয়েছি। দৃষ্টিহীন হয়েও যে সে হার না মানার লড়াই চালাচ্ছে, সেই সম্মানেই তার গলায় রজনীগন্ধার মালা পরানো হয়েছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে আমরা মানুষের সেবায় সর্বদা পাশে রয়েছি।"1
- পুরুলিয়া শহরের চক বাজার এলাকায় একটি সোনার দোকানে গ্রাহক সেজে সোনার আংটি চুরির ঘটনায় গ্রেফতার ঐ দুই মহিলা।1
- শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে প্রশাসনিক শুনানিতে অংশ নিতে বিডিও অফিসে গায়ত্রী দাস1