*TTAADC-এর নবনির্মিত কসম টিয়ারি জোনাল ডেভেলপমেন্ট অফিসের উদ্বোধন দক্ষিণ কালাধেপায়** দক্ষিণ কালাধেপায় TTAADC-এর নবনির্মিত কসম টিয়ারি জোনাল ডেভেলপমেন্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অফিসটির উদ্বোধন করেন TTAADC-এর মাননীয় চিফ এক্সিকিউটিভ মেম্বার (CEM) শ্রী পূর্ণ চন্দ্র জামাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TTAADC-এর মাননীয় এক্সিকিউটিভ মেম্বার (EM) শ্রী রুনিয়েল দেববর্মা এবং মাননীয় মেম্বার অব ডিস্ট্রিক্ট কাউন্সিল (MDC) শ্রী দেবজিত ত্রিপুরা সহ অন্যান্য জনপ্রতিনিধি, আধিকারিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই নতুন জোনাল ডেভেলপমেন্ট অফিসের উদ্বোধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক পরিষেবা আরও সুসংহত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃত্বরা। স্থানীয় মানুষের উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্প বাস্তবায়ন ও পরিষেবা প্রদান আরও সহজ ও কার্যকর হবে বলেও জানান তাঁরা। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।
*TTAADC-এর নবনির্মিত কসম টিয়ারি জোনাল ডেভেলপমেন্ট অফিসের উদ্বোধন দক্ষিণ কালাধেপায়** দক্ষিণ কালাধেপায় TTAADC-এর নবনির্মিত কসম টিয়ারি জোনাল ডেভেলপমেন্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অফিসটির উদ্বোধন করেন TTAADC-এর মাননীয় চিফ এক্সিকিউটিভ মেম্বার (CEM) শ্রী পূর্ণ চন্দ্র জামাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TTAADC-এর মাননীয় এক্সিকিউটিভ মেম্বার (EM) শ্রী রুনিয়েল দেববর্মা এবং মাননীয় মেম্বার অব ডিস্ট্রিক্ট কাউন্সিল (MDC) শ্রী দেবজিত ত্রিপুরা সহ অন্যান্য জনপ্রতিনিধি, আধিকারিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই নতুন জোনাল ডেভেলপমেন্ট অফিসের উদ্বোধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক পরিষেবা আরও সুসংহত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃত্বরা। স্থানীয় মানুষের উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্প বাস্তবায়ন ও পরিষেবা প্রদান আরও সহজ ও কার্যকর হবে বলেও জানান তাঁরা। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।
- *TTAADC-এর নবনির্মিত কসম টিয়ারি জোনাল ডেভেলপমেন্ট অফিসের উদ্বোধন দক্ষিণ কালাধেপায়** দক্ষিণ কালাধেপায় TTAADC-এর নবনির্মিত কসম টিয়ারি জোনাল ডেভেলপমেন্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অফিসটির উদ্বোধন করেন TTAADC-এর মাননীয় চিফ এক্সিকিউটিভ মেম্বার (CEM) শ্রী পূর্ণ চন্দ্র জামাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TTAADC-এর মাননীয় এক্সিকিউটিভ মেম্বার (EM) শ্রী রুনিয়েল দেববর্মা এবং মাননীয় মেম্বার অব ডিস্ট্রিক্ট কাউন্সিল (MDC) শ্রী দেবজিত ত্রিপুরা সহ অন্যান্য জনপ্রতিনিধি, আধিকারিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই নতুন জোনাল ডেভেলপমেন্ট অফিসের উদ্বোধনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক পরিষেবা আরও সুসংহত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃত্বরা। স্থানীয় মানুষের উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্প বাস্তবায়ন ও পরিষেবা প্রদান আরও সহজ ও কার্যকর হবে বলেও জানান তাঁরা। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।1
- Post by Gouranga Majumder1
- মল্লিক পটল চারা সেন্টার.যোগাযোগ নম্বর -8327317301,এখানে সকল ধরণের পটল চারা পাওয়া যায়। কাজলি বোম্বাই, হরিবাদ, সাদা পটল, নাট বোম্বাই, হাইবিট।গ্যারান্টিযুক্ত চারা জাত4
- খবরের থেকেও সেরা খবর খবরের খবর সঞ্জিত সরকার1
- Post by বাংলার সংবাদ 241
- বালুরঘাট: CAB টি-টোয়েন্টি ফাইনাল উদ্বোধন করলেন ঋদ্ধিমান সাহা। #হিলিনিউজবাংলা #hilightseveryonefollowers #followerseveryonehighlights #hilinewsbangla #HiliNews #ত্রিমোহিনী #হিলি #balurghat_city #NewsUpdate1
- পৌষ মাসের শেষ মঙ্গলবার ব্যাপক ভক্ত সমাগম গুপ্তিপাড়ার দেশকালীকা মন্দিরে লাল রঙের জোড়া মূলা দিয়ে পুজো দেওয়াটাই প্রথা1
- সিপাহীজেলা জেলার জপ্মুইজলা এলাকায় অবস্থিত সিএসসি বাল বিদ্যালয়ে উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল বিদ্যালয়ের ৪র্থ বার্ষিক দিবস ও অভিভাবক–অভিভাবিকা দিবস ২০২৬। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই বিশেষ উপলক্ষে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নতুন ভবনের শিলান্যাস করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। শিলান্যাস অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল বলে মত শিক্ষা মহলের।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “দেশ গঠনের মূল ভিত হল শিক্ষার্থীরা। আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভারত গড়ার কারিগর। তাই পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাও সমান জরুরি।” তিনি আরও বলেন, জনজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষার প্রসারে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে এবং আগামী দিনেও বিদ্যালয়গুলির পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। অভিভাবক–অভিভাবিকাদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রীসহ সকল অতিথিদের সংবর্ধনা জানানো হয়।সমগ্র অনুষ্ঠানটি শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দিল।1