*ওসিকে ঘেরাও করলো বেতন সহ বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত রাবার শ্রমিকরা,বাগানে বন্ধ কাজ* জীবন জীবিকা নির্ভর করার একমাত্র উৎস রাবার বাগানে কাজ করা সেই রাবার শ্রমিকদের বেতন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ এনে পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশনের ওসি অনন্ত শর্মাকে সোমবার সকালে ঘেরাও করে রাখেন বঞ্চিত শ্রমিকরা। জানাযায় পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশন TFDPC লিমিটেডের আন্ডারে ৪৪ জন রাবার শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে তাদেরকে বেতন সহ বাগানে কাজ করার পোশাক সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন রাবার দপ্তর। একাধিকবার উনারা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সে বিষয় নিয়ে দাবি জানালেও কাজের কাজ কিছু হয়নি। বাধ্য হয়ে সোমবার সকালে সমস্ত শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে ওসি অনন্ত শর্মাকে ঘেরাও করে রাখেন। তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগদান করছেন না। এমনটি গুরুতর অভিযোগ সংবাদ মাধ্যমে জানান এক রাবার শ্রমিক। এদিকে ওসি অনন্ত শর্মার কাছ এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন কিছু বলতে রাজি নয়।
*ওসিকে ঘেরাও করলো বেতন সহ বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত রাবার শ্রমিকরা,বাগানে বন্ধ কাজ* জীবন জীবিকা নির্ভর করার একমাত্র উৎস রাবার বাগানে কাজ করা সেই রাবার শ্রমিকদের বেতন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ এনে পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশনের ওসি অনন্ত শর্মাকে সোমবার সকালে ঘেরাও করে রাখেন বঞ্চিত শ্রমিকরা। জানাযায় পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশন TFDPC লিমিটেডের আন্ডারে ৪৪ জন রাবার শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে তাদেরকে বেতন সহ বাগানে কাজ করার পোশাক সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন রাবার দপ্তর। একাধিকবার উনারা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সে বিষয় নিয়ে দাবি জানালেও কাজের কাজ কিছু হয়নি। বাধ্য হয়ে সোমবার সকালে সমস্ত শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে ওসি অনন্ত শর্মাকে ঘেরাও করে রাখেন। তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগদান করছেন না। এমনটি গুরুতর অভিযোগ সংবাদ মাধ্যমে জানান এক রাবার শ্রমিক। এদিকে ওসি অনন্ত শর্মার কাছ এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন কিছু বলতে রাজি নয়।
- बाहरी राज्यों में लुप्तप्राय युवाओं को खोजने के लिए प्रशासन की पहल काम की तलाश में दूसरे राज्यों में जाने वाले राज्य के युवाओं की संकटग्रस्त स्थिति को बचाने के लिए प्रशासन सक्रिय हो गया है। परिवार की शिकायत के आधार पर 23 दिसंबर को कैलाशहर पुलिस स्टेशन में मामला दर्ज किया गया था। लापता युवक का पता लगाने के लिए अरुणाचल प्रदेश प्रशासन संपर्क में है। खबर है कि पुलिस की एक विशेष टीम जल्द ही कैलाशहर से अरुणाचल के लिए रवाना होगी. कैलाशहर पुलिस स्टेशन के ओसी तापस मालाकार ने कहा, "परिवार की शिकायत के आधार पर मंगलवार रात मामला दर्ज किया गया था। केस नंबर KLS/PS/69/2025। अरुणाचल प्रदेश के बेलोंग पुलिस स्टेशन से संपर्क किया गया और वहां मौजूद युवाओं से बात की गई। बाकी की तलाश जारी है।"1
- Post by Gouranga Majumder1
- খবরের থেকেও সেরা খবর খবরের খবর সঞ্জিত সরকার1
- পঞ্চায়েত ভবনে আক্রান্ত প্রধান,পঞ্চায়েত ভবনের ভেতরে ঢুকে প্রধানকে মারধর করার অভিযোগ।1
- সালারে তৃণমূলের ব্লক সভাপতির নাম ঘোষণা হতেই উৎসবের আমেজে বাজনার তালে উল্লাস কর্মীদের1
- मोबाइल कैमरे आज पहले से कहीं ज्यादा स्मार्ट हो चुके हैं, लेकिन प्रोफेशनल फोटोग्राफर अब भी DSLR और मिररलेस कैमरे पर भरोसा करते हैं। वजह है बड़ा सेंसर, बेहतर लो-लाइट परफॉर्मेंस, असली ज़ूम और मैनुअल कंट्रोल। मोबाइल सहूलियत देता है, लेकिन डिटेल, डेप्थ और परफेक्ट शॉट के लिए प्रोफेशनल कैमरे की जरूरत आज भी बनी हुई है। #Photography #ProfessionalCamera #DSLR #Mirrorless #MobileCamera #PhotoLovers #TechExplained #CameraVsMobile #ContentCreators1
- সপ্তাহখানেক পর হঠাৎ মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যে, যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধনের নেতৃতে বিশাল বাহিনী নিয়ে থানা এলাকার দুইটি স্থানে নির্বিঘ্নে বিপুল পরিমাণ ফলন্ত গাজা গাছ কেটে ধ্বংস করে দিল এমনটাই দাবি পুলিশের। যাত্রা পুর থানার ওসি জানান, থানার সমস্ত অফিসার, কনস্টেবল স্টাফ, টি এস আর জোয়ান যেমন ১৪ নং ৯ নং এবং ১১ নং ব্যাটালিয়নের জোয়ানদের নিয়ে সকাল সাতটায় জগৎরামপুরের adc ভিলেজের দক্ষিণ তৈছমার জঙ্গলের ১২টি প্লটে গাজা গাছ কাটিং করা হয়। তারপর ফিরে আসা হয় কাঠালিয়ায়। ফের কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ত্রিমুখী চৌমুহনী থেকে সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক ধরে উত্তর দিকে প্রায় ১২ কিলোমিটার সড়ক অতিক্রম করে দক্ষিণ পাহাড়পুরের ঠাম্মামুড়ার জঙ্গলে গিয়ে দশটি প্লটে ফলন্ত গাঁজা গাছ কাটিং করা হয়। ওসি জানিয়েছেন যে, তারা যখন গাঁজা বাগানে গিয়ে গাছ কাটিং শুরু করেন তখন নাকি কিছু লোক দূর থেকে প্রত্যক্ষ করেন। তবে , ওসি জানিয়েছেন জোয়ানদের সংখ্যা দেখে গাঁজা বাগানের মালিকরা বাধা দিতে সাহস করেনি। নির্বিঘ্নে সর্বসাকুল্য ২২ টি গাজা বাগানে প্রায় লক্ষাধিক গাছ কেটে বুধবার দিন ঘন কুয়াশার মধ্যেও সফলতা আসে। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই জাতীয় অভিযান আগামী দিনেও জারি থাকবে!1
- Post by Gouranga Majumder1
- ফের তৃণমূলের ব্লক সভাপতি পদে বহাল ঘোষনার পরই সাংবাদিকদের মুখোমুখি নজরুল ইসলাম1