Shuru
Apke Nagar Ki App…
😱❗এগুলি কি ❓
Samiran Sutradhar
😱❗এগুলি কি ❓
More news from Sepahijala and nearby areas
- #sepahijala Onak din por 😅1
- বাংলা বছরের শেষ দিনে মধুপুর থানার সাফল্য। আর অন্যদিকে দুই মদ ব্যাপারীর মাথায় হাত। গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার অফিসার তপন দেবনাথের নেতৃত্বে টিএসআর এবং পুলিশ নিয়ে মধুপুর বাজার চৌমুহনী এলাকায় সুরজ রায়ের ওরফে শানুর বাড়িতে হানা দিয়ে ১৩৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ এবং বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে সূরয রায় ওরফে শানুকে গ্রেফতার করে নিয়ে যায় মধুপুর থানার পুলিশ। একই দিনে একই সময়ে মধুপুর বাজারটিলা এলাকায় খারিজ মিয়ার বাড়িতে হানা দিয়ে ১১৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করতে সক্ষম হয়। যদিও মদ বেপারী হারেজ মিয়া পুলিশের আচ পেয়ে সেখান থেকে পালিয়ে যাই। জানা যায় মদ গুলির বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার অধিক হবে বলে জানান থানার অফিসার তপন দেবনাথ। পরে সূরজ রায় কে মধুপুর থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানান পুলিশ। অন্যদিকে গত এক মাসে মধুপুর থানা পুলিশ পরপর ছয়টি অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার অধিক বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে। তবে আগামী দিনেও পুলিশের অভিযানের জারি থাকবে বলে জানান মধুপুর থানার অফিসার।1
- চৈত্র সংক্রান্তিতে চিকনছড়া বাজারের বর্তমান অবস্থা 😱❗1
- আজ বিশালগড় রঘুনাথপুরস্থিত রামঠাকুর সেবাশ্রমে সন্ধ্যাআরতি তে ঢোলকের দায়িত্বে আমার মা।জয় রাম 🙏❤️1
- বিশালগড় সিপাহীজলা নৌকা ঘাটে জলের মাঝখান থেকে ৪ পর্যন্তকে উদ্ধার করল অগ্নিনিরপাবক দপ্তরের কর্মীরা1
- Protest against Waqf Bill1
- আবারো ফেইসবুক পোষ্ট মন্ত্রী সুধাংশু দাসের! কৈলাশহর, সোনামুড়া কান্ডের পর প্রতিক্রিয়া মন্ত্রী সুধা1
- গত ১১ ই এপ্রিল চড়িলাম পরিমল চৌমুহনী জাতীয় সড়কে ২৬ বছরের রিপন মিয়া বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বরণ করেন ।রিপন মিয়ার অকাল মৃত্যুতে দক্ষিণ গোলাঘাটি অবস্থিত তার পরিবার শোকগ্রস্ত। শোকসন্তপ্তপরিবারের পাশে দাঁড়াতে রবিবার ত্রিপরা মথা মাইনোরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম দলের চরিলাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেববর্মা ত্রিপরা মথা দলের নেতৃত্ব কৃষ্ণ দেববর্মা সহ অন্যান্যরা রিপন মিয়ার বাড়িতে আসেন। রিপন মিয়ার মৃত্যুতে শোকসন্তপ্তপরিবারের প্রতি সমবেদনা জানান পাশাপাশি সুখে-দুখে সব সময় রিপন মিয়ার পরিবারের সঙ্গে আছেন বলে অঙ্গীকার করেন দলের নেতৃত্বরা1