Shuru
Apke Nagar Ki App…
রেলের চিঠির কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত, নিউ আলিপুরদুয়ারে বন্দে ভারত স্টপেজ
Rajat Saha
রেলের চিঠির কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত, নিউ আলিপুরদুয়ারে বন্দে ভারত স্টপেজ
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- “এই মুহূর্তে চাঞ্চলকার ঘটনা।ভয়াবহ বাইক দুর্ঘটনা ডোমকলে—ইলেকট্রিক পোলের ধাক্কায় স্বামীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী ও শালী” এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ডোমকল থেকে। ডোমকল থানার অন্তর্গত জিতপুর নতুনপাড়া এলাকায় ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী ও শালী। জানা গেছে, মৃত যুবকের নাম আলমগীর শেখ। তিনি স্ত্রী ও শালীকে সঙ্গে নিয়ে খাওয়া-দাওয়া উপলক্ষে তাঁর খালা-শাশুড়ির বাড়ি জিতপুর নতুনপাড়া গ্রামে গিয়েছিলেন। খাওয়া শেষে সেখান থেকে মামা-শ্বশুরবাড়ি যাওয়ার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ইলেকট্রিক পোলের সঙ্গে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। বাইক চালক আলমগীর শেখ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয়। বাইকের পেছনে বসা স্ত্রী ও শালী প্রচণ্ডভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত দু’জনকে উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। পুলিশ আলমগীর শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। মৃত আলমগীর শেখের বাড়ি খয়রামারি গ্রামে। তাঁর পিতার নাম শরিফুল শেখ। বর্তমানে তিনি মানিকনগর গ্রামে খালার বাড়িতে বসবাস করতে1
- নক্সালবাড়ি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা !1
- খড়িবাড়ি ভিন্নাবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সংলাভ কর্মসূচি1
- Post by Dijetal news1
- ৯ জানুয়ারি, গাজোল :- মালদার গাজোলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের ৫৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হল শুক্রবার।1
- কোলকাতায় আই প্যাক অফিসে ইডির অভিযান চলাকালীন ইডির কাছ থেকে তথ্য চুরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এমনটাই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় ধিক্কার কর্মসূচি পালন করল বিজেপি। যার অঙ্গ হিসেবে এদিন বিজেপি নেতাকর্মীরা মিলে পাকুয়াহাট রবীন্দ্র মোড়ে পথ অবরোধ করেন।রাস্তায় টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা তারাশংকর রায় সহ অন্যান্যরা।1
- আপডেট : সন্ধ্যা হয়ে গেলেও আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা সামনে ধর্ণা অবস্থান চলছে বিজেপির।1
- বাংলা জুড়ে ED, CBI এর দৌরাত্ম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত করে বিভিন্নভাবে হেনস্তা করার প্রতিবাদে কলকাতার ৩৯ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিন মোহম্মদ মাজিদ এর নেতৃত্বে এক সুবিশাল মিছিল দলীয় কার্যালয় থেকে বেরিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। দলীয় পতাকা হাতে নিয়ে যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকরা কেন্দ্রীয় এজেন্সী ও বিজেপি প্রতি প্রতিবাদ জানায়।1
- নক্সালবাড়ি খেমচিতে পালন হল বৃক্ষরোপণ ও রক্তদান শিবির কর্মসূচি!1