২০২৬-এর রণদামামা: বসিরহাট উত্তরে প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন শুরু তৃণমূলের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও ঢের দেরি। কিন্তু ভোটের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের তৃণমূল কংগ্রেস। বুধবার হাসনাবাদ ব্লকের ভবানীপুর এলাকায় দেখা গেল এক অভিনব চিত্র— প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ। ১২৫ বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দেওয়ালে ফুটে উঠছে জোড়াফুল প্রতীক। তবে সেখানে প্রার্থীর নাম নেই; লেখা হয়েছে, ‘১২৫ বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করুন’। নির্বাচনের আগেভাগেই এমন তৎপরতা স্থানীয় রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। হাসনাবাদ ব্লক ২ তৃণমূলের সহ-সভাপতি আখের আলী মন্ডল জানান, প্রার্থী কে হবেন তা নিয়ে দলের সাধারণ কর্মীদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে তাঁদের কাছে 'দল' এবং 'প্রতীক'-ই শেষ কথা। শীর্ষ নেতৃত্ব যাকে মনোনীত করবেন, কর্মীরা তাঁর হয়েই লড়াই করবেন। মূলত প্রচারের দৌড়ে এগিয়ে থাকতেই এই আগাম প্রস্তুতি। ভোটের অনেক আগেই তৃণমূলের এই আত্মবিশ্বাসী প্রচার ও সক্রিয়তা বিরোধীদের চাপে ফেলার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন আদতে দলের একতাবদ্ধ ভাবমূর্তিকেই তুলে ধরছে বলে দাবি স্থানীয় নেতৃত্বের।
২০২৬-এর রণদামামা: বসিরহাট উত্তরে প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন শুরু তৃণমূলের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও ঢের দেরি। কিন্তু ভোটের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের তৃণমূল কংগ্রেস। বুধবার হাসনাবাদ ব্লকের ভবানীপুর এলাকায় দেখা গেল এক অভিনব চিত্র— প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ। ১২৫ বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দেওয়ালে ফুটে উঠছে জোড়াফুল প্রতীক। তবে সেখানে প্রার্থীর নাম নেই; লেখা হয়েছে, ‘১২৫ বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করুন’। নির্বাচনের আগেভাগেই এমন তৎপরতা স্থানীয়
রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। হাসনাবাদ ব্লক ২ তৃণমূলের সহ-সভাপতি আখের আলী মন্ডল জানান, প্রার্থী কে হবেন তা নিয়ে দলের সাধারণ কর্মীদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে তাঁদের কাছে 'দল' এবং 'প্রতীক'-ই শেষ কথা। শীর্ষ নেতৃত্ব যাকে মনোনীত করবেন, কর্মীরা তাঁর হয়েই লড়াই করবেন। মূলত প্রচারের দৌড়ে এগিয়ে থাকতেই এই আগাম প্রস্তুতি। ভোটের অনেক আগেই তৃণমূলের এই আত্মবিশ্বাসী প্রচার ও সক্রিয়তা বিরোধীদের চাপে ফেলার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন আদতে দলের একতাবদ্ধ ভাবমূর্তিকেই তুলে ধরছে বলে দাবি স্থানীয় নেতৃত্বের।
- মমতা ব্যানার্জিকে বাংলার বাঘিনীর মতো কাজ করেছেন। বললেন তৃণমূল নেতা তপন মন্ডল IPACK দপ্তরের ED, CD হামলার পর ।1
- Mallick পটল chara centre.Contact no-8327317301.#parwal4
- আই প্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেইড চলাকালীন হঠাৎ ঢুকলেন মুখ্যমন্ত্রী। খালি হাতে ঢুকলেন। বেরোলেন সবুজ ফাইল নিয়ে। বললেন, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ নথিপত্র লুঠ করার চেষ্টা করছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।1
- Braking news: নেতাজী মূর্তির পিছনে ময়লার,আবর্জনার গাড়ি! মূর্তি আবডাল করে চলছে ব্যবসা! অভিযোগ সাধারণ মানুষের!! এখন দেখার বিষয় সমস্যার সমাধান কবে হবে??? #highightsシ゚ #নদিয়া #তাহেরপুর Nadia time news live1
- Safe drive, save life1
- তৃণমূল কংগ্রেসের একাধিক প্রতিবাদ মিছিল মতিয়ার রহমান,উলুবেড়িয়া বৃহস্পতিবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিহিংসা মূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে উপস্থিত রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্বকেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়,হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। অপরদিকে একই বিষয়ে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা, সহসভাপতি শ্রীধর মন্ডল, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, সুদীপ কুমার বেরা,প্রমুখ। একই ভাবে বাগনান, আমতা সহ একাধিক কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল।2
- বগডোবা যুব সংঘের পরিচালনায় ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের।1
- মল্লিক পটল চারা নার্সারি || এখানে সকল ধরণের পটল চারা পাওয়া যায় || যোগাযোগ করুন -8327317301.জাতের গ্যারান্টি1
- তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগেই জোর কদমে মঞ্চ তৈরীর প্রস্তুতি, প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব কি জানালো শোনাবো।1