Shuru
Apke Nagar Ki App…
মল্লিক পটল চারা নার্সারি || এখানে সকল ধরণের পটল চারা পাওয়া যায় || যোগাযোগ করুন -8327317301.জাতের গ্যারান্টি
মল্লিক পটল চারা সেন্টার
মল্লিক পটল চারা নার্সারি || এখানে সকল ধরণের পটল চারা পাওয়া যায় || যোগাযোগ করুন -8327317301.জাতের গ্যারান্টি
- Akashbalajiবনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গdarun darun 1no chara22 hrs ago
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগেই জোর কদমে মঞ্চ তৈরীর প্রস্তুতি, প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব কি জানালো শোনাবো।1
- হাড়কাঁপানো শীতের রাতে বিধ্বংসী আগুনে ছাই হয়ে গেল হাসনাবাদের আষাড়িয়া এলাকার একটি পোল্ট্রি ফার্ম। বুধবার রাত আনুমানিক ১টা নাগাদ এই অগ্নিকাণ্ডটি ঘটে। ঘটনায় ফার্মের ভেতর থাকা প্রায় ১,০০০ মুরগির ছানা আগুনে ঝলসে মারা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, জনৈক কাদের ঘরামী প্রায় ৪ লক্ষ টাকা ব্যয় করে এই ফার্মটি গড়ে তুলেছিলেন। বুধবার রাতে এক গাড়িচালক যাওয়ার সময় প্রথম আগুন দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৬টার চিত্রে দেখা যায় সম্পূর্ণ ফার্মটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাসিন্দাদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড।1
- IPACK অফিসে ED হানার প্রতিবাদে রাজারহাটে নিউটাউনে শহর তৃণমূল কংগ্রেস তৃণমূলের মিছিল।1
- Safe drive, save life1
- আগামীকাল তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নদীয়ার তাহেরপুর নেতাজি পার্ক ময়দানে। প্রচুর মানুষের ভিড় হবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। মোদির সভায় যে বিশৃঙ্খলা হয়েছে সেদিকের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের দাবি সংঘটিত তৃণমূল কংগ্রেস কোন বিশৃঙ্খলা কে প্রশ্রয় দেয় না, সেক্ষেত্রে দলীয় কর্মী ছাত্র যুব থেকে শুরু করে প্রায় দেড় হাজারেরও বেশি ভলেন্টিয়ার মঞ্চের আশেপাশে থাকবে। এদিন নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা মাঠ পরিদর্শন করেন।1
- তৃণমূল কংগ্রেসের একাধিক প্রতিবাদ মিছিল মতিয়ার রহমান,উলুবেড়িয়া বৃহস্পতিবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিহিংসা মূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে উপস্থিত রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্বকেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়,হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। অপরদিকে একই বিষয়ে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা, সহসভাপতি শ্রীধর মন্ডল, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, সুদীপ কুমার বেরা,প্রমুখ। একই ভাবে বাগনান, আমতা সহ একাধিক কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল।2
- মল্লিক পটল চারা নার্সারি || এখানে সকল ধরণের পটল চারা পাওয়া যায় || যোগাযোগ করুন -8327317301.জাতের গ্যারান্টি1
- মমতা ব্যানার্জিকে বাংলার বাঘিনীর মতো কাজ করেছেন। বললেন তৃণমূল নেতা তপন মন্ডল IPACK দপ্তরের ED, CD হামলার পর ।1
- ipack অফিসে ইডির হানা। কী বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি?1