Shuru
Apke Nagar Ki App…
মুর্শিদাবাদ
Rahul sk
মুর্শিদাবাদ
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- #উলুবেড়িয়া #রেনবো হসপিটাল #1
- বাদুড়িয়ার চাতরা এলাকায় সোনা প্রতারণা চক্রের পর্দাফাঁস: গ্রেফতার মূল পাণ্ডা সহ ২ : উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানা এলাকায় বড়সড় এক প্রতারণা চক্রের হদিস পেল পুলিশ। গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে চক্রের মূল পাণ্ডা মধুরিমা দাস ও তার সহযোগী রাহুল চট্টোপাধ্যায়কে। ঘটনার সূত্রপাত গত ২৮ নভেম্বর। বাদুড়িয়ার চাতরা এলাকায় সুভাষ ভঞ্জের সোনার দোকানে ৫৬,০৯০ টাকার একটি নেকলেস পছন্দ করেন মধুরিমা। বিল করার অছিলায় নেকলেসটি নিয়ে তিনি চম্পট দেন। দীর্ঘদিন টাকা না পেয়ে দোকানদার গত ১৬ ডিসেম্বর সিসিটিভি ফুটেজসহ থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। বুধবার দুপুর দুটো নাগাদ অভিযুক্তদের বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়ে টিআই (TI) প্যারেডের আবেদন করেছে পুলিশ2
- পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ভিক্ষুক মহিলা তারকেশ্বরে। #newsupdate #hooghly #Tarakeswar #tdbangla1
- সন্দেশখালির বেড়মজুর এলাকায় শুরু হল প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ1
- কলেজের প্রাপ্য ফিস নিয়ম মেনে পরিশোধ করার পরও সেমিস্টারের মার্কশিট না পাওয়া, প্রিন্সিপাল অফিস দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় থাকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অতিরিক্ত অর্থ নেওয়া হলেও বছরের পর বছর কোনো অনুষ্ঠান না হওয়ার অভিযোগে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এরই প্রতিবাদে আজ কলেজ চত্বরে শুরু হয়েছে ধারাবাহিক বিক্ষোভ ও অবস্থান আন্দোলন। অভিযোগ, কলেজে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ দীর্ঘদিন ধরে অচল অবস্থায়। ছাত্রছাত্রীদের দাবি, সেমিস্টার শেষ হয়ে গেলেও অনেকেই এখনো মার্কশিট পাচ্ছেন না। ছাত্র বিক্ষোভ প্রসঙ্গে কলেজের টিচার-ইন-চার্জ বামদেব সেনাপতি বলেন, "প্রিন্সিপালের ঘর বন্ধ থাকায় প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে, আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। তবে ইতিমধ্যেই মার্কশিট বিতরণ শুরু হয়েছে এবং সেটি পেলেই স্কলারশিপের প্রক্রিয়া সম্পন্ন হবে। পানীয় জলের অভিযোগ আগে লিখিতভাবে জানানো হয়নি। আমি নিজেও নিজের ঘরে ঢুকতে না পেরে বাইরে বসে কাজ করছি; দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।" শিক্ষার্থীদের একাংশ জানিয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অর্থ নিলেও বহু বছর ধরে সেই অনুষ্ঠান হচ্ছে না। এদিন সকাল থেকেই কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসনও নজর রাখছে। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে মার্কশিট বিতরণ, প্রশাসনিক কাজ স্বাভাবিক করা এবং অর্থের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। অন্যথায় আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।1
- -শান্তিপুরে গতকাল ভোর রাতে এক মৃৎশিল্পীর তৈরি আনুমানিক প্রায় ষাট সত্তরটি সরস্বতী এবং কালী মূর্তি ভাঙ্গা প্রসঙ্গে মতামত রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের1
- কাঁচরাপাড়া ডাকাত কালী মন্দির সংলগ্ন অঞ্চলে পরপর কয়েকটি দোকানে চুরি....4
- হাতের রেখা কী বলছে? চাকরি, বাড়ি ও অর্থভাগ্য | Palm Reading Bangla ৫০ বছর বয়সে এসে অনেকের মনেই প্রশ্ন থাকে— 👉 নিজের বাড়ি হবে কিনা? 👉 চাকরি কতদিন চলবে? 👉 ভবিষ্যতে আর্থিক সমস্যা আসবে কি? এই ভিডিওতে Astrologer & Palmist Dr. Prodyut Acharya বাস্তব অভিজ্ঞতা ও হস্তরেখা শাস্ত্রের আলোকে বিশ্লেষণ করেছেন— ✔️ চাকরিজীবীর হাতের রেখা কী বলছে ✔️ বাড়ি থেকে দূরে চাকরি করার যোগ ✔️ শুভ ও অশুভ হস্তরেখার চিহ্ন ✔️ ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতি থাকবে কিনা ✔️ নিজস্ব বাড়ি/সম্পত্তি লাভের সম্ভাবনা ✔️ ৫০-এর পর জীবনের গুরুত্বপূর্ণ সতর্কতা 🔍 এটি কোনো ভয় দেখানো ভবিষ্যদ্বাণী নয়— বরং কর্ম, বাস্তবতা ও হস্তরেখার যুক্তিভিত্তিক বিশ্লেষণ। 👉 যারা Palmistry in Bengali, 👉 যারা Hand Reading Bangla, 👉 যারা Future Prediction by Palm Lines, 👉 যারা Job, Finance & Property Yoga জানতে চান— এই ভিডিওটি অবশ্যই দেখুন। 📌 ভিডিওটি ভালো লাগলে 👍 Like করুন 💬 Comment করে প্রশ্ন করুন 🔁 Share করুন প্রিয়জনদের সঙ্গে 📍 MyAstrology – Astrology & Palmistry Consultant (Online & Offline Consultation Available) #PalmistryBengali #HandReadingBangla #হাতেররেখা #চাকরিজীবীরভবিষ্যৎ #নিজেরবাড়িযোগ #FinancialPrediction #PalmReadingIndia #AstrologerProdyutAcharya #MyAstrology1
- প্রায় ৩০০ বছরের প্রাচীন শীতলা মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত ভূঁইয়ারা গ্রামের পন্ডিত পরিবারের শীতলা মায়ের মন্দিরে বিগ্রহের সোনার উপর মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকায় গহনা চুরির অভিযোগ। বুধবার সকালে মন্দির খুলতে এসে এক সেবায়েত দেখেন মন্দিরের তালাটি নেই। মন্দির খুলতে দেখা যায় মায়ের গায়ে একটু গয়নাও নেই। রুপোর মুকুট, পৈতে, দুল, টিকলি সহ প্রায় সমস্ত কিছু নিয়ে চম্পট দিয়েছে কেউ বা কারা। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা1