বিদ্বেষমূলক মন্তব্যের জেরে সুকুমার দেববর্মা তিপ্রা মথা দল থেকে বহিষ্কৃত দলের শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর পদক্ষেপ নিল তিপ্রা মোথা চাকমা সম্প্রদায়ের প্রতি অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার অভিযোগে সুকুমার দেববর্মাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সমস্ত পদ থেকে অবিলম্বে সাময়িক বরখাস্ত (Suspend) করা হয়েছে। সম্প্রতি ডুম্বুর ও গণ্ডাতুইসা এলাকায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে সুকুমার দেববর্মাকে চাকমা সম্প্রদায়ের লোকেদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে তিনি অভিযোগ করেন যে, চাকমা সম্প্রদায়ের লোকেরা 'ককবরক' ভাষা জানে না, তাই তারা 'বাংলাদেশী'। তিপ্রা মোথা নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, এই ধরণের জাতিগত বিদ্বেষমূলক এবং বিভাজনকারী বক্তব্য দলের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। ত্রিপুরার প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে এবং কাউকে ভাষা দিয়ে বিচার করে 'বাংলাদেশী' আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই দলের শীর্ষ নেতৃত্ব তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এই অদায়িত্বশীল আচরণের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
বিদ্বেষমূলক মন্তব্যের জেরে সুকুমার দেববর্মা তিপ্রা মথা দল থেকে বহিষ্কৃত দলের শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর পদক্ষেপ নিল তিপ্রা মোথা চাকমা সম্প্রদায়ের প্রতি অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার অভিযোগে সুকুমার দেববর্মাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সমস্ত পদ থেকে অবিলম্বে সাময়িক বরখাস্ত (Suspend) করা হয়েছে। সম্প্রতি ডুম্বুর ও গণ্ডাতুইসা এলাকায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে সুকুমার দেববর্মাকে চাকমা সম্প্রদায়ের লোকেদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে তিনি অভিযোগ করেন যে, চাকমা সম্প্রদায়ের লোকেরা 'ককবরক' ভাষা জানে না, তাই তারা 'বাংলাদেশী'। তিপ্রা মোথা নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, এই ধরণের জাতিগত বিদ্বেষমূলক এবং বিভাজনকারী বক্তব্য দলের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। ত্রিপুরার প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে এবং কাউকে ভাষা দিয়ে বিচার করে 'বাংলাদেশী' আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই দলের শীর্ষ নেতৃত্ব তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এই অদায়িত্বশীল আচরণের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
- Big Breaking News... নববর্ষের প্রথম দিনেই দুর্ঘটনা চড়িলামে এ আহত বৃদ্ধা সহ একাধিক যাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন নিয়ে যাওয়া হয় তাদেরকে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ এসে সিএম-কে পাস দিতে হিমশিম খেতে হয়েছে।1
- Post by Gouranga Majumder1
- বেথুয়াডহরী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাসমিতির উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কল্পতরু উৎসব।1
- +9191236239901
- হালিশহর রামপ্রসাদ মন্দিরে পরিবার সহ পুজো দিলেন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ....3
- হরিপাল গ্রামীণ হাসপাতালে হরিপাল ব্লক তৃণমূল জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে রোগীদের ফলমূল ও মিষ্টান্ন বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ করবী মান্না, ব্লক সভাপতি দেবাশীষ পাঠক, জয়হিন্দ বাহিনীর সভাপতি স্বরূপ মিত্র সহ নেতৃত্ববৃন্দ।1
- বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন হলো বৈদ্যবাটী উৎসব ও মেলা ২০২৬1
- আই পি এফ টি দলের প্রতিষ্ঠাতা পদ্মশ্রী স্বর্গীয় এন সি দেববর্মার তৃতীয় প্রয়াণ দিবস পালন** আই পি এফ টি দলের প্রতিষ্ঠাতা, দলের প্রথম প্রেসিডেন্ট এবং ত্রিপুরা রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী পদ্মশ্রী স্বর্গীয় এন সি দেববর্মার তৃতীয় প্রয়াণ দিবস আজ ০১-০১-২০২৬ ইং তারিখে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই উপলক্ষে আই পি এফ টি দলের **বিশ্রামগঞ্জ ডিভিশনাল কমিটি**র উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় উপস্থিত ছিলেন ডিভিশন প্রেসিডেন্ট **উত্তম দেববর্মা**। এছাড়াও উপস্থিত ছিলেন **কানাই দেববর্মা, বেণুলাল দেববর্মা, দয়াল হরি দেববর্মা, চিতা হরণ দেববর্মা** সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সভায় স্বর্গীয় এন সি দেববর্মার জীবন, সংগ্রাম ও আদর্শ নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা বলেন, জনজাতি সমাজ ও ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।1