Shuru
Apke Nagar Ki App…
বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন হলো বৈদ্যবাটী উৎসব ও মেলা ২০২৬
BENGAL TODAY
বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন হলো বৈদ্যবাটী উৎসব ও মেলা ২০২৬
More news from 24 Parganas North and nearby areas
- বছরের প্রথমদিনে হালিশহর রামপ্রসাদ মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা অর্জুন সিং...2
- বিকল্প জীবিকার সন্ধান,মনিমালা মেকওভার একাডেমীর বর্ষপূর্তি অনুষ্ঠান মতিয়ার রহমান,উলুবেড়িয়া মহিলাদের কর্ম জীবনের এক দিশা, মেকআপ বা রূপচর্চার পুরষ্কার বিতরণী রাইজিং এডওয়ার্ড ২০২৫। মেকআপ বা রূপচর্চা শিক্ষা গ্ৰহন করে বিকল্প জীবিকা নির্বাহের পথ দেখিয়ে চলছে মেকআপ শিল্পী মনিমালা মন্ডল। মনিমালা দ্যা মেক ওভার একাডেমীর বর্ষ শেষের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হাওড়া জেলার শ্যামপুরের একটি হলে। বুধবার ২০২৫ এর শেষ দিনে বিখ্যাত মেকআপ শিল্পীর উদ্যোগে রাইজিং স্টার ২০২৫এর ৩য় পুরষ্কার বিতরণ। উল্লেখ্য মেকআপ শিল্প বা রূপচর্চা হলো একটা বিকল্প রোজগার ব্যবস্থা, সেটা প্রমাণ করে দিয়েছেন স্নাতকোত্তর মেকআপ শিল্পী মনিমালা মন্ডল, চাকরির বিকল্প হিসেবে মেকআপ শিল্পকলা কে পাথেয় করে জীবিকা নির্বাহ করা যায় তা তিনি প্রমাণ করে দিয়েছেন। হাওড়া জেলার শ্যামপুর থেকে শুরু করে একাধিক শাখার মাধ্যমে মেকআপ শিল্পকে কিভাবে বিকল্প জীবিকা হিসেবে নেওয়া যায় সেটা মনিমালা দ্যা মেকওভার একাডেমীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বিখ্যাত মেকআপ শিল্পী ও উদ্যোক্তা মনিমালা মন্ডল জানান, বর্তমানে প্রতিটি পরিবারের মহিলারা কমবেশি মেকআপের সঙ্গে যুক্ত,তাই মেকআপ একটা জীবিকা অর্জনের জন্য আমরা নিরলশ ভাবে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের শিক্ষাদান করে চলেছি। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমীর ২০২৫বর্ষের ৮০জন ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগের শংসাপত্র ও সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিরিয়ালখ্যাত শিল্পী দেবাদ্রিতা বসু, হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল বলেন মেকআপ শিল্পী মনিমালা মন্ডল এক নতুন দিক উন্মোচন করেছেন,এক সাক্ষাৎকারে মনিমালা মন্ডল বলেন চাকরির আশায় না বসে বিশেষ করে মহিলাদের জীবিকার এক বিকল্প পথে হেঁটে তিনি গর্বিত। শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না,বিডিও বিপ্লব কুমার বল বলেন মহিলাদের এই ধরনের জীবিকার পথ এক নতুন দিকের সূচনা করলেন, যুগ্ম বিডিও শান্তনু দে,শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রশান্ত কুমার দাস,কর্মাধ্যক্ষ্য কৃষ্ণেন্দু পুরকাইত, কর্মাধ্যক্ষ দীনবন্ধু সামন্ত। জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল, প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল সহ বিভিন্ন স্বমহিমায় প্রতিষ্ঠিত মেকআপ শিল্পী সহ একাধিক ব্যক্তিত্ব। মুখ ও বধির শিল্পী সৃজনী সাঁতরার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো এবং সবথেকে আকর্ষনীয় ছিলো রাম শো প্রদর্শনী বা ফ্যাশন শো।1
- তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঘাটাল শহরে আয়োজিত হলো রক্তদান শিবিরের।এদিনের রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়ে ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ে।এদিন ২০০ জন মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন।1
- আজ তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায় একটি সুবিশাল বাইক র্যালি - র আয়োজন করা হয়, বাইক র ্যালিতে অংশগ্রহণ করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া সহ এলাকার তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। আজ বিকেল চারটা নাগাদ বাইক র ্যালিটির আয়োজন করা হয় ঝাকরা এলাকায় ।1
- বেথুয়াডহরী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাসমিতির উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কল্পতরু উৎসব।1
- বাঁকুড়া, বিষ্ণুপুর:- কল্পতরু উৎসব পালন হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে1
- পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে নাকাশিপাড়া ব্লকে রূপায়িত হতে চলেছে 63 টি রাস্তা যার মোট দৈর্ঘ্য101.173 km. এই বিষয়ে একটি প্রেস কনফারেন্স করলেন নাকাশিপাড়া ব্লকের সমষ্টি উন্নয়ণ অধিকারিক শ্রী স্নেহাশিস দত্ত। সেই সাথে উন্নয়ন মূলক কাজগুলি যেগুলি রুপায়ন হবে, হতে চলেছে এবং হচ্ছে সেগুলি মানুষের কাছে দ্রুত পৌছায় সেগুলি সমাজ মাধ্যমে তুলে ধরতে একটি গ্রুপ তৈরি করা হল BDO Nakashipara নামে ফেসবুক, ইউটুব, ও x. Com এ।1
- দুর্গাপুরে কল্পতরু উৎসবের সূচনা করলেন মন্ত্রী মলয় ঘটক। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ এলাকায় প্রত্যেক বছরের মত এবারও শুরু হল মেলা। ৫৭তম বর্ষে পদার্পণ করল। চলবে ১০তারিখ পর্যন্ত । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক পন্নাম বলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল,প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সুমন বিশ্বাস প্রমুখ।এই মেলাকে ঘিরে প্রথম দিন থেকেই এলাকার মানুষের মধ্যে বাড়তি উদ্দীপনা ছিল। মেলা কমিটির তরফ থেকে ২০লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।1
- इस्तांबुल की सड़कों से इंसानियत को झकझोर देने वाली तस्वीर सामने आई है। कड़ाके की ठंड में एक आवारा कुतिया अपने उस पिल्ले को मुँह में उठाकर वेटरनरी क्लिनिक पहुँची, जिसकी दिल की धड़कन ठंड के कारण रुक गई थी। डॉक्टरों की मदद से पिल्ले को मौत के मुँह से निकाल लिया गया। यह घटना माँ की ममता और बेबस जानवरों की समझदारी को दिखाती है। #viral #trendingreels #hearttouching #animalrescue #doglove #emotionalstory #foryou #reelsinstagram1