Shuru
Apke Nagar Ki App…
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঝাঁকরা এলাকায় বাইক র্যালি, উপস্থিত ম্ল আজ তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায় একটি সুবিশাল বাইক র্যালি - র আয়োজন করা হয়, বাইক র ্যালিতে অংশগ্রহণ করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া সহ এলাকার তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। আজ বিকেল চারটা নাগাদ বাইক র ্যালিটির আয়োজন করা হয় ঝাকরা এলাকায় ।
Madhusudan Bhattacharya
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঝাঁকরা এলাকায় বাইক র্যালি, উপস্থিত ম্ল আজ তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায় একটি সুবিশাল বাইক র্যালি - র আয়োজন করা হয়, বাইক র ্যালিতে অংশগ্রহণ করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া সহ এলাকার তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। আজ বিকেল চারটা নাগাদ বাইক র ্যালিটির আয়োজন করা হয় ঝাকরা এলাকায় ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিবারের ৩ জনের। জখম চালক। মৃত ও আহত সবাইকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের বামনাটাইপুরে। চারচাকা গাড়ি ও গ্যাস ট্যাঙ্কারের দু’টি কলকাতার দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা গ্যাস ট্যাঙ্কারের চালককে খামিয়ে দুর্ঘটনায় পড়া গাড়ি থেকে আরোহীদের উদ্ধার করে। মৃত তিন জন হল ছেলে শেখ সাহানওয়াজ (২৭), বাবা শেখ মহম্মদ মুসেদ (৫৫) ও মা রেজিনা খাতুন (৫১)। এরা তিনজন একই পরিবারভুক্ত। বাড়ি দুর্গাপুর সিটি সেন্টারের সারদামনি পথ এলাকায়। দুর্গাপুর থেকে দমদম এয়ারপোর্ট যাওয়ার সময় শক্তিগড় থানার বামনাটাইপুরে জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হাসপাতালের সামনে ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে এই তিনজনই মারা যান। গাড়ির ড্রাইভার সাথে মহিলা গুরুতর জখম হয়েছেন। জানা গেছে, বাবা দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত ছিলেন। ছেলে শেখ সাহানওয়াজ মুম্বাইয়ে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তাকে এয়ারপোর্ট ছাড়তে মা ও বাবা চারচাকা গাড়ি করে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।1
- जर्मन इंजीनियरों ने एक अनोखी बस विकसित की है जो कुछ ही सेकंड में सड़क से पानी में चलने लगती है। यह उभयचर बस बिना रुके नदी में उतर सकती है और यात्रियों को उतारने की जरूरत नहीं होती। खास सील्ड ढांचा और जल-प्रोपल्शन प्रणाली इसे नाव की तरह संचालित करती है। बाढ़ प्रभावित शहरों और आपातकालीन हालात में यह तकनीक बेहद उपयोगी साबित हो सकती है।#technology #innovation #engineering #futuretech #transportation #smartmobility #amphibious #viralnews #trending1
- 😘🙏♥️ sushil Singh durgapur YouTube ♥️😘🙏 Benachity durgapur1
- হালিশহর রামপ্রসাদ মন্দিরে পরিবার সহ পুজো দিলেন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ....3
- কৃষকদের স্বনির্ভর করার উদ্দেশ্যে বিনামূল্যে সূর্যমুখী বীজ বিতরণ,,,, গোপী কিশোর বেরা, কুলপি :· রাজ্য সরকারের উদ্যোগে কুলপি কৃষি আধিকারিক দের সহযোগিতায় কৃষি নির্ভর এগ্রি ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিষমুক্ত আত্মনির্ভর সবুজ বাংলা গড়ার লক্ষ্যে কৃষকদেরকে স্বনির্ভর করা জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের জন্য সূর্যমুখী দানা প্রদান সাথে সাথে বিভিন্ন ধরনের রাসায়নিক সার বিতরণ করা হয়। এবং আগামী দিন থেকে যে সমস্ত কৃষকরা সূর্যমুখী চাষের জন্য আগ্রহী রয়েছে সেই সব ব্যক্তিরা নিশ্চিন্তপুর এলাকার কৃষি অফিসে এসে সূর্যমুখী দানা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, তার পাশাপাশি কৃষি জমি কতটা উর্বর রয়েছে তার জন্য বিনামূল্যে মাটি পরীক্ষার বিশেষ সুযোগ রয়েছে। ইতি মধ্যে ৩০০ জনের বেশি চাষিদের হাতে সূর্যমুখী বীজ এবং জৈব সার তুলে দেওয়া হয়েছে।এই বিষয়ে কৃষি নির্ভর এগ্রি ফার্মার্স প্রডিউসার কোম্পানির চেয়ারম্যান কি বলছেন সরাসরি শুনে নিন।1
- হ্যাপী নিউ ইয়ার মেসেজ ক্লিক করলেই বিপদ হতে পারে ফোন থেকেই একাউন্টের সমস্ত টাকা গায়েব হতে পারে ইয়ার টি আন হ্যাপী হতে পারে ভয়ংকর হোয়াটসঅ্যাপ স্ক্যাম সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন প্রতিবেদন টি পুরোটা দেখুন নতুন বছর শুরুর আগে শুরু পাবলিক নিউজ কতৃক জনস্বার্থে প্রচারিত রিপোর্টর চিরঞ্জীব চ্যাটার্জি1
- সিটি সেন্টারের বিনোদন পার্কের জলাশয়ে তলিয়ে মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম রাহুল রজক(১৮)। দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙার বাসিন্দা।বছরের প্রথম দিনে শোকস্তব্ধ এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক ওই বিনোদন পার্কের পাঁচিল টপকে পার্কের ভেতর ঢোকার চেষ্টা করছিল। তখনই সে জলে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও দুর্গাপুর দমকল বিভাগ। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা জল থেকে মৃতদেহ উদ্ধার করে। তারপরেই ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তবে পাঁচিল টপকানোর জের এই মৃত্যু না এর পিছনে রয়েছে অন্য কোন কারণ সেই বিষয় নিয়ে শুরু হয়েছে তদন্ত।1
- বছরের প্রথমদিনে হালিশহর রামপ্রসাদ মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা অর্জুন সিং...2
- বেথুয়াডহরী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাসমিতির উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কল্পতরু উৎসব।1