বিকল্প জীবিকার সন্ধান,মনিমালা মেকওভার একাডেমীর বর্ষপূর্তি অনুষ্ঠান মতিয়ার রহমান,উলুবেড়িয়া মহিলাদের কর্ম জীবনের এক দিশা, মেকআপ বা রূপচর্চার পুরষ্কার বিতরণী রাইজিং এডওয়ার্ড ২০২৫। মেকআপ বা রূপচর্চা শিক্ষা গ্ৰহন করে বিকল্প জীবিকা নির্বাহের পথ দেখিয়ে চলছে মেকআপ শিল্পী মনিমালা মন্ডল। মনিমালা দ্যা মেক ওভার একাডেমীর বর্ষ শেষের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হাওড়া জেলার শ্যামপুরের একটি হলে। বুধবার ২০২৫ এর শেষ দিনে বিখ্যাত মেকআপ শিল্পীর উদ্যোগে রাইজিং স্টার ২০২৫এর ৩য় পুরষ্কার বিতরণ। উল্লেখ্য মেকআপ শিল্প বা রূপচর্চা হলো একটা বিকল্প রোজগার ব্যবস্থা, সেটা প্রমাণ করে দিয়েছেন স্নাতকোত্তর মেকআপ শিল্পী মনিমালা মন্ডল, চাকরির বিকল্প হিসেবে মেকআপ শিল্পকলা কে পাথেয় করে জীবিকা নির্বাহ করা যায় তা তিনি প্রমাণ করে দিয়েছেন। হাওড়া জেলার শ্যামপুর থেকে শুরু করে একাধিক শাখার মাধ্যমে মেকআপ শিল্পকে কিভাবে বিকল্প জীবিকা হিসেবে নেওয়া যায় সেটা মনিমালা দ্যা মেকওভার একাডেমীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বিখ্যাত মেকআপ শিল্পী ও উদ্যোক্তা মনিমালা মন্ডল জানান, বর্তমানে প্রতিটি পরিবারের মহিলারা কমবেশি মেকআপের সঙ্গে যুক্ত,তাই মেকআপ একটা জীবিকা অর্জনের জন্য আমরা নিরলশ ভাবে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের শিক্ষাদান করে চলেছি। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমীর ২০২৫বর্ষের ৮০জন ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগের শংসাপত্র ও সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিরিয়ালখ্যাত শিল্পী দেবাদ্রিতা বসু, হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল বলেন মেকআপ শিল্পী মনিমালা মন্ডল এক নতুন দিক উন্মোচন করেছেন,এক সাক্ষাৎকারে মনিমালা মন্ডল বলেন চাকরির আশায় না বসে বিশেষ করে মহিলাদের জীবিকার এক বিকল্প পথে হেঁটে তিনি গর্বিত। শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না,বিডিও বিপ্লব কুমার বল বলেন মহিলাদের এই ধরনের জীবিকার পথ এক নতুন দিকের সূচনা করলেন, যুগ্ম বিডিও শান্তনু দে,শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রশান্ত কুমার দাস,কর্মাধ্যক্ষ্য কৃষ্ণেন্দু পুরকাইত, কর্মাধ্যক্ষ দীনবন্ধু সামন্ত। জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল, প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল সহ বিভিন্ন স্বমহিমায় প্রতিষ্ঠিত মেকআপ শিল্পী সহ একাধিক ব্যক্তিত্ব। মুখ ও বধির শিল্পী সৃজনী সাঁতরার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো এবং সবথেকে আকর্ষনীয় ছিলো রাম শো প্রদর্শনী বা ফ্যাশন শো।
বিকল্প জীবিকার সন্ধান,মনিমালা মেকওভার একাডেমীর বর্ষপূর্তি অনুষ্ঠান মতিয়ার রহমান,উলুবেড়িয়া মহিলাদের কর্ম জীবনের এক দিশা, মেকআপ বা রূপচর্চার পুরষ্কার বিতরণী রাইজিং এডওয়ার্ড ২০২৫। মেকআপ বা রূপচর্চা শিক্ষা গ্ৰহন করে বিকল্প জীবিকা নির্বাহের পথ দেখিয়ে চলছে মেকআপ শিল্পী মনিমালা মন্ডল। মনিমালা দ্যা মেক ওভার একাডেমীর বর্ষ শেষের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হাওড়া জেলার শ্যামপুরের একটি হলে। বুধবার ২০২৫ এর শেষ দিনে বিখ্যাত মেকআপ শিল্পীর উদ্যোগে রাইজিং স্টার ২০২৫এর ৩য় পুরষ্কার বিতরণ। উল্লেখ্য মেকআপ শিল্প বা রূপচর্চা হলো একটা বিকল্প রোজগার ব্যবস্থা, সেটা প্রমাণ করে দিয়েছেন স্নাতকোত্তর মেকআপ শিল্পী মনিমালা মন্ডল, চাকরির বিকল্প হিসেবে মেকআপ শিল্পকলা কে পাথেয় করে জীবিকা নির্বাহ করা যায় তা তিনি প্রমাণ করে দিয়েছেন। হাওড়া জেলার শ্যামপুর থেকে শুরু করে একাধিক শাখার মাধ্যমে মেকআপ শিল্পকে কিভাবে বিকল্প জীবিকা হিসেবে নেওয়া যায় সেটা মনিমালা দ্যা মেকওভার একাডেমীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বিখ্যাত মেকআপ শিল্পী ও উদ্যোক্তা মনিমালা মন্ডল জানান, বর্তমানে প্রতিটি পরিবারের মহিলারা কমবেশি মেকআপের সঙ্গে যুক্ত,তাই মেকআপ একটা জীবিকা অর্জনের জন্য আমরা নিরলশ ভাবে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের শিক্ষাদান করে চলেছি। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমীর ২০২৫বর্ষের ৮০জন ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগের শংসাপত্র ও সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিরিয়ালখ্যাত শিল্পী দেবাদ্রিতা বসু, হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল বলেন মেকআপ শিল্পী মনিমালা মন্ডল এক নতুন দিক উন্মোচন করেছেন,এক সাক্ষাৎকারে মনিমালা মন্ডল বলেন চাকরির আশায় না বসে বিশেষ করে মহিলাদের জীবিকার এক বিকল্প পথে হেঁটে তিনি গর্বিত। শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না,বিডিও বিপ্লব কুমার বল বলেন মহিলাদের এই ধরনের জীবিকার পথ এক নতুন দিকের সূচনা করলেন, যুগ্ম বিডিও শান্তনু দে,শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রশান্ত কুমার দাস,কর্মাধ্যক্ষ্য কৃষ্ণেন্দু পুরকাইত, কর্মাধ্যক্ষ দীনবন্ধু সামন্ত। জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল, প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল সহ বিভিন্ন স্বমহিমায় প্রতিষ্ঠিত মেকআপ শিল্পী সহ একাধিক ব্যক্তিত্ব। মুখ ও বধির শিল্পী সৃজনী সাঁতরার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো এবং সবথেকে আকর্ষনীয় ছিলো রাম শো প্রদর্শনী বা ফ্যাশন শো।
- যথাযোগ্য মর্যাদায় পালিত হলো তৃণমূল কংগ্রেসের জন্মদিন মতিয়ার রহমান,উলুবেড়িয়া বৃহস্পতিবার ১লা জানুয়ারি ২০২৬, একদিকে ইংরেজি নববর্ষ অপরদিকে তৃণমূল কংগ্রেসের জন্মদিন, মহাসমারোহে পালিত হলো তৃণমূল কংগ্রেসের জন্মদিন,একাধিক এলাকায় নানান অনুষ্ঠানের মাধ্যমে। উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি, এবং শ্যামপুরের বারগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসে আঁকা প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি,বস্ত্র বিতরণ অনুষ্ঠান, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ সহ একাধিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শ্রীধর মন্ডল, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা,বারগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল প্রামাণিক, শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক দাস, জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, যুবনেতা আব্দুল কাদের খান। বাছরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান কর্মসূচি ও বসে আঁকা প্রতিযোগিতা, উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শ্যামসুন্দর মেটিয়া, যুবনেতা সেখ রেজুয়ান প্রমুখ। বেলাড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসে ৫৮গেট নতুন রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয় আঁকা প্রতিযোগিতা, এছাড়াও প্রতিটি বুথ, অঞ্চল সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ হতে তৃণমূল কংগ্রেসের জন্মদিন সাড়ম্বরে পালিত হয়।3
- ইংরেজি নববর্ষে কড়া নজরদারি জগৎবল্লভপুর থানার1
- হরিপাল গ্রামীণ হাসপাতালে হরিপাল ব্লক তৃণমূল জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে রোগীদের ফলমূল ও মিষ্টান্ন বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ করবী মান্না, ব্লক সভাপতি দেবাশীষ পাঠক, জয়হিন্দ বাহিনীর সভাপতি স্বরূপ মিত্র সহ নেতৃত্ববৃন্দ।1
- বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন হলো বৈদ্যবাটী উৎসব ও মেলা ২০২৬1
- just chilled company Kolkata AC fridge washing machine micro oven geyser chimany All Electronics Repair & Home Service WhatsApp & Call Us ☎️8️⃣8️⃣2️⃣0️⃣2️⃣0️⃣7️⃣1️⃣4️⃣9️⃣1
- কৃষকদের স্বনির্ভর করার উদ্দেশ্যে বিনামূল্যে সূর্যমুখী বীজ বিতরণ,,,, গোপী কিশোর বেরা, কুলপি :· রাজ্য সরকারের উদ্যোগে কুলপি কৃষি আধিকারিক দের সহযোগিতায় কৃষি নির্ভর এগ্রি ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিষমুক্ত আত্মনির্ভর সবুজ বাংলা গড়ার লক্ষ্যে কৃষকদেরকে স্বনির্ভর করা জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের জন্য সূর্যমুখী দানা প্রদান সাথে সাথে বিভিন্ন ধরনের রাসায়নিক সার বিতরণ করা হয়। এবং আগামী দিন থেকে যে সমস্ত কৃষকরা সূর্যমুখী চাষের জন্য আগ্রহী রয়েছে সেই সব ব্যক্তিরা নিশ্চিন্তপুর এলাকার কৃষি অফিসে এসে সূর্যমুখী দানা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, তার পাশাপাশি কৃষি জমি কতটা উর্বর রয়েছে তার জন্য বিনামূল্যে মাটি পরীক্ষার বিশেষ সুযোগ রয়েছে। ইতি মধ্যে ৩০০ জনের বেশি চাষিদের হাতে সূর্যমুখী বীজ এবং জৈব সার তুলে দেওয়া হয়েছে।এই বিষয়ে কৃষি নির্ভর এগ্রি ফার্মার্স প্রডিউসার কোম্পানির চেয়ারম্যান কি বলছেন সরাসরি শুনে নিন।1
- তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঘাটাল শহরে আয়োজিত হলো রক্তদান শিবিরের।এদিনের রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়ে ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ে।এদিন ২০০ জন মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন।1
- বিকল্প জীবিকার সন্ধান,মনিমালা মেকওভার একাডেমীর বর্ষপূর্তি অনুষ্ঠান মতিয়ার রহমান,উলুবেড়িয়া মহিলাদের কর্ম জীবনের এক দিশা, মেকআপ বা রূপচর্চার পুরষ্কার বিতরণী রাইজিং এডওয়ার্ড ২০২৫। মেকআপ বা রূপচর্চা শিক্ষা গ্ৰহন করে বিকল্প জীবিকা নির্বাহের পথ দেখিয়ে চলছে মেকআপ শিল্পী মনিমালা মন্ডল। মনিমালা দ্যা মেক ওভার একাডেমীর বর্ষ শেষের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হাওড়া জেলার শ্যামপুরের একটি হলে। বুধবার ২০২৫ এর শেষ দিনে বিখ্যাত মেকআপ শিল্পীর উদ্যোগে রাইজিং স্টার ২০২৫এর ৩য় পুরষ্কার বিতরণ। উল্লেখ্য মেকআপ শিল্প বা রূপচর্চা হলো একটা বিকল্প রোজগার ব্যবস্থা, সেটা প্রমাণ করে দিয়েছেন স্নাতকোত্তর মেকআপ শিল্পী মনিমালা মন্ডল, চাকরির বিকল্প হিসেবে মেকআপ শিল্পকলা কে পাথেয় করে জীবিকা নির্বাহ করা যায় তা তিনি প্রমাণ করে দিয়েছেন। হাওড়া জেলার শ্যামপুর থেকে শুরু করে একাধিক শাখার মাধ্যমে মেকআপ শিল্পকে কিভাবে বিকল্প জীবিকা হিসেবে নেওয়া যায় সেটা মনিমালা দ্যা মেকওভার একাডেমীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বিখ্যাত মেকআপ শিল্পী ও উদ্যোক্তা মনিমালা মন্ডল জানান, বর্তমানে প্রতিটি পরিবারের মহিলারা কমবেশি মেকআপের সঙ্গে যুক্ত,তাই মেকআপ একটা জীবিকা অর্জনের জন্য আমরা নিরলশ ভাবে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের শিক্ষাদান করে চলেছি। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমীর ২০২৫বর্ষের ৮০জন ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগের শংসাপত্র ও সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিরিয়ালখ্যাত শিল্পী দেবাদ্রিতা বসু, হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল বলেন মেকআপ শিল্পী মনিমালা মন্ডল এক নতুন দিক উন্মোচন করেছেন,এক সাক্ষাৎকারে মনিমালা মন্ডল বলেন চাকরির আশায় না বসে বিশেষ করে মহিলাদের জীবিকার এক বিকল্প পথে হেঁটে তিনি গর্বিত। শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না,বিডিও বিপ্লব কুমার বল বলেন মহিলাদের এই ধরনের জীবিকার পথ এক নতুন দিকের সূচনা করলেন, যুগ্ম বিডিও শান্তনু দে,শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রশান্ত কুমার দাস,কর্মাধ্যক্ষ্য কৃষ্ণেন্দু পুরকাইত, কর্মাধ্যক্ষ দীনবন্ধু সামন্ত। জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল, প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল সহ বিভিন্ন স্বমহিমায় প্রতিষ্ঠিত মেকআপ শিল্পী সহ একাধিক ব্যক্তিত্ব। মুখ ও বধির শিল্পী সৃজনী সাঁতরার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো এবং সবথেকে আকর্ষনীয় ছিলো রাম শো প্রদর্শনী বা ফ্যাশন শো।1