Shuru
Apke Nagar Ki App…
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল ভিন্ন আঙ্গিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঘাটাল শহরে আয়োজিত হলো রক্তদান শিবিরের।এদিনের রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়ে ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ে।এদিন ২০০ জন মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন।
ARNAB
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল ভিন্ন আঙ্গিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঘাটাল শহরে আয়োজিত হলো রক্তদান শিবিরের।এদিনের রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়ে ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ে।এদিন ২০০ জন মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে প্রশাসনিক শুনানিতে অংশ নিতে বিডিও অফিসে গায়ত্রী দাস1
- #মানুষ মানুষের জন্য #জনসেবা #1
- হালিশহর রামপ্রসাদ মন্দিরে পরিবার সহ পুজো দিলেন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ....3
- Post by S. S PAUL JEWELLERY HOUSE1
- কৃষকদের স্বনির্ভর করার উদ্দেশ্যে বিনামূল্যে সূর্যমুখী বীজ বিতরণ,,,, গোপী কিশোর বেরা, কুলপি :· রাজ্য সরকারের উদ্যোগে কুলপি কৃষি আধিকারিক দের সহযোগিতায় কৃষি নির্ভর এগ্রি ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিষমুক্ত আত্মনির্ভর সবুজ বাংলা গড়ার লক্ষ্যে কৃষকদেরকে স্বনির্ভর করা জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের জন্য সূর্যমুখী দানা প্রদান সাথে সাথে বিভিন্ন ধরনের রাসায়নিক সার বিতরণ করা হয়। এবং আগামী দিন থেকে যে সমস্ত কৃষকরা সূর্যমুখী চাষের জন্য আগ্রহী রয়েছে সেই সব ব্যক্তিরা নিশ্চিন্তপুর এলাকার কৃষি অফিসে এসে সূর্যমুখী দানা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, তার পাশাপাশি কৃষি জমি কতটা উর্বর রয়েছে তার জন্য বিনামূল্যে মাটি পরীক্ষার বিশেষ সুযোগ রয়েছে। ইতি মধ্যে ৩০০ জনের বেশি চাষিদের হাতে সূর্যমুখী বীজ এবং জৈব সার তুলে দেওয়া হয়েছে।এই বিষয়ে কৃষি নির্ভর এগ্রি ফার্মার্স প্রডিউসার কোম্পানির চেয়ারম্যান কি বলছেন সরাসরি শুনে নিন।1
- হ্যাপী নিউ ইয়ার মেসেজ ক্লিক করলেই বিপদ হতে পারে ফোন থেকেই একাউন্টের সমস্ত টাকা গায়েব হতে পারে ইয়ার টি আন হ্যাপী হতে পারে ভয়ংকর হোয়াটসঅ্যাপ স্ক্যাম সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন প্রতিবেদন টি পুরোটা দেখুন নতুন বছর শুরুর আগে শুরু পাবলিক নিউজ কতৃক জনস্বার্থে প্রচারিত রিপোর্টর চিরঞ্জীব চ্যাটার্জি1
- প্রতিভা কেউ আটকে রাখতে পারেনা প্রতিভা থাকলে ঠিক তা প্রতিষ্ঠা অর্জুন করতে বিলম্ব হয় না1
- বছরের প্রথমদিনে হালিশহর রামপ্রসাদ মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা অর্জুন সিং...2
- তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্কশেখর মন্ডলের দাদা শিবপ্রসাদ মন্ডলের বিরুদ্ধে। অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও। কোকওভেন থানার সামনে গ্রেপ্তারের দাবিতে এলাকার বাসিন্দারা বিক্ষোভে নামেন। চলে স্লোগান। দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের আশীষনগরের তরুণীর সাথে অশ্লীল আচরণ করে শিবপ্রসাদ মন্ডল বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, এই শিবপ্রসাদ মন্ডল এলাকার বহু মানুষের সাথে খারাপ আচরণ করেছে। এলাকার মানুষের ওপর অত্যাচারও করে। ২৪ ঘন্টা আগে অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। দ্রুত গ্রেপ্তার করতে হবে শিবপ্রসাদকে। না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারী বীরেন মণ্ডল সাফ জানিয়ে দেন,"পুলিশ আশ্বাস দিয়েছে কড়া পদক্ষেপ নেওয়ার। যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব।"1