Shuru
Apke Nagar Ki App…
তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্কশেখর মন্ডলের দাদা শিবপ্রসাদ মন্ডলের বিরুদ্ধে। অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও। কোকওভেন থানার সামনে গ্রেপ্তারের দাবিতে এলাকার বাসিন্দারা বিক্ষোভে নামেন। চলে স্লোগান। দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের আশীষনগরের তরুণীর সাথে অশ্লীল আচরণ করে শিবপ্রসাদ মন্ডল বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, এই শিবপ্রসাদ মন্ডল এলাকার বহু মানুষের সাথে খারাপ আচরণ করেছে। এলাকার মানুষের ওপর অত্যাচারও করে। ২৪ ঘন্টা আগে অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। দ্রুত গ্রেপ্তার করতে হবে শিবপ্রসাদকে। না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারী বীরেন মণ্ডল সাফ জানিয়ে দেন,"পুলিশ আশ্বাস দিয়েছে কড়া পদক্ষেপ নেওয়ার। যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব।"
Sanatan Garai
তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্কশেখর মন্ডলের দাদা শিবপ্রসাদ মন্ডলের বিরুদ্ধে। অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও। কোকওভেন থানার সামনে গ্রেপ্তারের দাবিতে এলাকার বাসিন্দারা বিক্ষোভে নামেন। চলে স্লোগান। দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের আশীষনগরের তরুণীর সাথে অশ্লীল আচরণ করে শিবপ্রসাদ মন্ডল বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, এই শিবপ্রসাদ মন্ডল এলাকার বহু মানুষের সাথে খারাপ আচরণ করেছে। এলাকার মানুষের ওপর অত্যাচারও করে। ২৪ ঘন্টা আগে অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। দ্রুত গ্রেপ্তার করতে হবে শিবপ্রসাদকে। না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারী বীরেন মণ্ডল সাফ জানিয়ে দেন,"পুলিশ আশ্বাস দিয়েছে কড়া পদক্ষেপ নেওয়ার। যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব।"
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানালেন ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার রওশন সেখ1
- সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উৎযাপন হলো রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, বৃহস্পতিবার সকালে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালযয়ে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় দলীয় পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন । এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট শহরের তৃণমূলের নেতাকর্মীরা।1
- পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে নাকাশিপাড়া ব্লকে রূপায়িত হতে চলেছে 63 টি রাস্তা যার মোট দৈর্ঘ্য101.173 km. এই বিষয়ে একটি প্রেস কনফারেন্স করলেন নাকাশিপাড়া ব্লকের সমষ্টি উন্নয়ণ অধিকারিক শ্রী স্নেহাশিস দত্ত। সেই সাথে উন্নয়ন মূলক কাজগুলি যেগুলি রুপায়ন হবে, হতে চলেছে এবং হচ্ছে সেগুলি মানুষের কাছে দ্রুত পৌছায় সেগুলি সমাজ মাধ্যমে তুলে ধরতে একটি গ্রুপ তৈরি করা হল BDO Nakashipara নামে ফেসবুক, ইউটুব, ও x. Com এ।1
- Purulia:বিভিন্ন দাবিতে আশা কর্মীদের কর্মবিরতি,পাড়া ব্লকের বিডিও-কে মিছিল সহকারে ডেপুটেশন। #আশাকর্মী #ASHAWorkers #ASHAWorkersProtest #ন্যায্যবেতন #MinimumWage #15KSalaryDemand #HealthWorkers #PublicHealth #বকেয়াভাতা #IncentiveDue #WorkersMovement #HealthcareHeroes1
- আজ ২০২৫ সালের শেষ দিন।আর ৩১শৈ ডিসেম্বর এর রাতে বর্ষ বরনের রাতে মেতে উঠল ঘাটালের মানুষ জন1
- +9191236239901
- কেক কেটে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন। দুর্গাপুরের সিটি সেন্টারে দুই নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব, দু'নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় প্রমূখ। এলাকার গুণী মানুষদের সংবর্ধনা দেওয়া হয়। ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,"২৯ তম প্রতিষ্ঠা দিবস। আমরা সারা বছর মানুষের সেবায় নিযুক্ত থাকি। প্রতিষ্ঠা দিবসের দিনেও নানান কর্মসূচি নিয়েছি। ব্লকের বিভিন্ন প্রান্তে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। গুণী মানুষদেরও সংবর্ধনা দেওয়া হয়। আমরা এই ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। বাংলার মানুষ পথ দেখছে।"1
- "মা তারা ভোগ দর্শনে দুর্ভোগ কাটে" নতুন বছরে মাকে অন্ন ভোগে বিশেষ ভোগ নিবেদন করা হয়। পাঁচ রকম সবজি, পাঁচ রকম মিষ্টি, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, মাছের মাথা, শোল মাছ পোড়া এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যা বেলায় পুনরায় আবার সন্ধ্যারতির পর মাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। যেখানে থাকবে লুচি, সুজি, মিষ্টি, পায়েস। 🔴 আপনার এলাকার গুরুত্বপূর্ণ খবর ও বিজ্ঞাপন দিতে ফোন করুন📞9️⃣9️⃣3️⃣2️⃣3️⃣3️⃣0️⃣5️⃣6️⃣1️⃣ #highlights2025 #hilightseveryonefollowers2025 #tarapithmahapith #tarapithmandir #Tarapithtour #tarapithtemple #তারাপীঠ #Rampurhat1
- দাসপুর-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মজলিশপুর মাইতি পাড়া থেকে রঘুনাথপুর মনিপাড়া পর্যন্ত 800মিটার ঢালাই রাস্তা নির্মানের উদ্বোধন2