Shuru
Apke Nagar Ki App…
কেক কেটে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন। দুর্গাপুরের সিটি সেন্টারে দুই নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব, দু'নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় প্রমূখ। এলাকার গুণী মানুষদের সংবর্ধনা দেওয়া হয়। ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,"২৯ তম প্রতিষ্ঠা দিবস। আমরা সারা বছর মানুষের সেবায় নিযুক্ত থাকি। প্রতিষ্ঠা দিবসের দিনেও নানান কর্মসূচি নিয়েছি। ব্লকের বিভিন্ন প্রান্তে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। গুণী মানুষদেরও সংবর্ধনা দেওয়া হয়। আমরা এই ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। বাংলার মানুষ পথ দেখছে।"
Sanatan Garai
কেক কেটে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন। দুর্গাপুরের সিটি সেন্টারে দুই নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব, দু'নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় প্রমূখ। এলাকার গুণী মানুষদের সংবর্ধনা দেওয়া হয়। ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,"২৯ তম প্রতিষ্ঠা দিবস। আমরা সারা বছর মানুষের সেবায় নিযুক্ত থাকি। প্রতিষ্ঠা দিবসের দিনেও নানান কর্মসূচি নিয়েছি। ব্লকের বিভিন্ন প্রান্তে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। গুণী মানুষদেরও সংবর্ধনা দেওয়া হয়। আমরা এই ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। বাংলার মানুষ পথ দেখছে।"
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- যুব সমাজকে মাঠ মুখী করতে : করন্দী যুবকবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা1
- সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উৎযাপন হলো রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, বৃহস্পতিবার সকালে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালযয়ে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় দলীয় পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন । এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট শহরের তৃণমূলের নেতাকর্মীরা।1
- পুরুলিয়ায় পাড়া ব্লকের দেউলী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৃহস্পতিবার মহা সমারোহে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।1
- বেথুয়াডহরী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাসমিতির উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কল্পতরু উৎসব।1
- তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঘাটাল শহরে আয়োজিত হলো রক্তদান শিবিরের।এদিনের রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়ে ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ে।এদিন ২০০ জন মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন।1
- +9191236239901
- সিটি সেন্টারের বিনোদন পার্কের জলাশয়ে তলিয়ে মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম রাহুল রজক(১৮)। দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙার বাসিন্দা।বছরের প্রথম দিনে শোকস্তব্ধ এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক ওই বিনোদন পার্কের পাঁচিল টপকে পার্কের ভেতর ঢোকার চেষ্টা করছিল। তখনই সে জলে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও দুর্গাপুর দমকল বিভাগ। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা জল থেকে মৃতদেহ উদ্ধার করে। তারপরেই ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তবে পাঁচিল টপকানোর জের এই মৃত্যু না এর পিছনে রয়েছে অন্য কোন কারণ সেই বিষয় নিয়ে শুরু হয়েছে তদন্ত।1
- ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানালেন ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার রওশন সেখ1
- "মা তারা ভোগ দর্শনে দুর্ভোগ কাটে" নতুন বছরে মাকে অন্ন ভোগে বিশেষ ভোগ নিবেদন করা হয়। পাঁচ রকম সবজি, পাঁচ রকম মিষ্টি, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, মাছের মাথা, শোল মাছ পোড়া এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যা বেলায় পুনরায় আবার সন্ধ্যারতির পর মাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। যেখানে থাকবে লুচি, সুজি, মিষ্টি, পায়েস। 🔴 আপনার এলাকার গুরুত্বপূর্ণ খবর ও বিজ্ঞাপন দিতে ফোন করুন📞9️⃣9️⃣3️⃣2️⃣3️⃣3️⃣0️⃣5️⃣6️⃣1️⃣ #highlights2025 #hilightseveryonefollowers2025 #tarapithmahapith #tarapithmandir #Tarapithtour #tarapithtemple #তারাপীঠ #Rampurhat1