Shuru
Apke Nagar Ki App…
তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি, ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর এক নম্বর অঞ্চলের, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঘটেছে ঘটনাটি
Kalyan Mondal
তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি, ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর এক নম্বর অঞ্চলের, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঘটেছে ঘটনাটি
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ব্লক সভাপতি ঘোাষনা করলেন অঞ্চল সভাপতি। তার ২৪ ঘন্টার মধ্যেই জেলা সভাপতি জানালেন এই পরিবর্তন অবৈধ। তারপরেই দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি। অভিষেকের সভার আগেই চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ১৬ই জানুয়ারি মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা। গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে সেই সভার প্রস্তুতি তুঙ্গে। তার মাঝে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর অঞ্চল সভাপতি পরিবর্তন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে । আজ সন্ধ্যায় নতুন সভাপতি গৌতম মল্লিকের সাথে পুরনো সভাপতি মফু সরকারের বচসা শুরু হয়। অভিযোগ মফু সরকারের নেতৃত্বে নতুন সভাপতি গৌতম মল্লিক কে মারধর করে। জানাযায় গতকাল চন্দ্রকোনা ১ ব্লকের সভাপতি সূর্যকান্ত দোলই লক্ষীপুর,জাড়া, মাংরুল তিনটি অঞ্চলের সভাপতিদের পরিবর্তন করে। সেই পরিবর্তনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই লক্ষ্মীপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল চরমে। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি জানান এই পরিবর্তন সম্পূর্ণ অবৈধ। ব্লক সভাপতিদের এই ধরনের পরিবর্তনের কোন এক্তিয়ার নেই। তাই পুরনো সভাপতিরা সমস্ত জায়গায় বহাল থাকবে। এই ঘোষণার পরেই উত্তেজনা বাড়ে বলে তৃণমূল কর্মীদের অভিযোগ। লক্ষ্মীপুর অঞ্চল তৃনমূল কার্যালয়ে, নতুন ব্লক সভাপতি গৌতম মল্লিক কে মারধর করা হয় বলে অভিযোগ। তবে এ বিষয়ে ব্লক সভাপতি সূর্যকান্ত দৌলইকে বারবার ফোন করা হলো তিনি কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে তিনি আমাদের জানিয়েছেন বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে আমি পরিবর্তন করেছি। পরবর্তীকালে যা ঘটনা ঘটেছে সে ব্যাপারে যা বলার জেলা সভাপতি বলবেন।1
- চন্দ্রকোনা রোডের রাম মন্দির সংলগ্ন এলাকায় পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী গত শনিবারের ঘটনার উল্লেখ করেন। পাশাপাশি পুলিশের ভূমিকার ও তীব্র ও প্রকাশ করেন তিনি। তিনি বলেন, যারা আমার উপর আক্রমণ করেছে আমার গাড়িতে হামলা করেছে আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্বেও তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে, অথচ আমি সহ আমার নয়জন কর্মী যারা তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিল তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আমি লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষকে জেল খাটিয়েছি। এদেরও ব্যবস্থা হবে। বদলও হবে বদলাও হবে। একই সাথে তিনি এই সভা থেকে সমর্থকদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী হওয়ার আহ্বান জানান।। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান তিনি।1
- গঙ্গাসাগরে নাগা সন্ন্যাসীদের কর্মকান্ড যাত্রীদের নজর কেড়েছে।1
- মকর সংক্রান্তির দিন সকালে দাসপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, পুজো করতে বেরিয়ে বাসের ধাক্কায় আহত ব্রাহ্মণ1
- দাসপুরের বৈকুণ্ঠপুরে বাসের ধাক্কায় জখম পুরোহিত। বুধবারের সকালে ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার বৈকুন্ঠপুরে পুজো করতে বেরিয়ে বাসের ধাক্কা পুরোহিতের স্কুটিতে। গুরুতর জখম পুরহিতকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।1
- শ্যামবাজার অঞ্চলের মকর মেলায় ভীড় উপচে পড়ছে। কচি কাঁচা থেকে শুরু করে বুড়ো বুড়ি সব বয়সের মানুষের দেখা মিললো এই মেলাতে । প্রতি বৎসরের ন্যায় এই বৎসর বসেছে অনেক রকমের দোকান দানি।3
- #Khatra #TMC #TrinamoolCongress #WestBengalPolitics #BankuraNews #Form7Vigilance #VoterListAwareness #KhatraTMC #AlertTMC #BankuraPolitics #তৃণমূল_কংগ্রেস #খাতড়া_সংবাদ #সতর্ক_তৃণমূল #বাংলার_সুরক্ষায়_তৃণমূল1
- দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের বচসা ধাক্কাধাক্কি, আক্রান্ত হলেন নতুন অঞ্চল সভাপতি, ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর এক নম্বর অঞ্চলের, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঘটেছে ঘটনাটি1