কলমচৌড়া থেকে এক বড় সাফল্যের খবর।নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আজ কলমচৌড়া থানার পক্ষ থেকে চালানো হলো ব্যাপক গাঁজা বিরোধী বিশেষ অভিযান।আজ সকালে কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর অরূপ দেববর্মার নেতৃত্বে এই অভিযান শুরু হয়।প্রথম দফায় অভিযান চালানো হয় মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাইলতা তলী এলাকায়,যেখানে বনভূমির ভিতরে গোপনে গড়ে ওঠা একাধিক গাঁজা বাগান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় অভিযান পরিচালিত হয় দক্ষিণ কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাগলা টিলা এলাকায়।দুই এলাকা মিলিয়ে প্রায় ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি গাঁজা গাছ সম্পূর্ণরূপে কেটে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন কলমচৌড়া থানার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর অরূপ দেববর্মা ও এস আই বিশ্বজিৎ দেববর্মা।এই অভিযানে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন টিএস আর ব্যাটেলিয়ন পুরুষ ও মহিলা বাহিনি সহ ফরেষ্ট গাড,সিআরপি এফ বাহিনীর জওয়ানরা।পুলিশ সূত্রে জানা গেছে,মাদক নির্মূল অভিযানে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।
কলমচৌড়া থেকে এক বড় সাফল্যের খবর।নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আজ কলমচৌড়া থানার পক্ষ থেকে চালানো হলো ব্যাপক গাঁজা বিরোধী বিশেষ অভিযান।আজ সকালে কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর অরূপ দেববর্মার নেতৃত্বে এই অভিযান শুরু হয়।প্রথম দফায় অভিযান চালানো হয় মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাইলতা তলী এলাকায়,যেখানে বনভূমির ভিতরে গোপনে গড়ে ওঠা একাধিক গাঁজা বাগান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় অভিযান পরিচালিত হয় দক্ষিণ কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাগলা টিলা এলাকায়।দুই এলাকা মিলিয়ে প্রায় ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি গাঁজা গাছ সম্পূর্ণরূপে কেটে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন কলমচৌড়া থানার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর অরূপ দেববর্মা ও এস আই বিশ্বজিৎ দেববর্মা।এই অভিযানে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন টিএস আর ব্যাটেলিয়ন পুরুষ ও মহিলা বাহিনি সহ ফরেষ্ট গাড,সিআরপি এফ বাহিনীর জওয়ানরা।পুলিশ সূত্রে জানা গেছে,মাদক নির্মূল অভিযানে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।
- কলমচৌড়া থেকে এক বড় সাফল্যের খবর।নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আজ কলমচৌড়া থানার পক্ষ থেকে চালানো হলো ব্যাপক গাঁজা বিরোধী বিশেষ অভিযান।আজ সকালে কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর অরূপ দেববর্মার নেতৃত্বে এই অভিযান শুরু হয়।প্রথম দফায় অভিযান চালানো হয় মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাইলতা তলী এলাকায়,যেখানে বনভূমির ভিতরে গোপনে গড়ে ওঠা একাধিক গাঁজা বাগান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় অভিযান পরিচালিত হয় দক্ষিণ কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাগলা টিলা এলাকায়।দুই এলাকা মিলিয়ে প্রায় ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি গাঁজা গাছ সম্পূর্ণরূপে কেটে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন কলমচৌড়া থানার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর অরূপ দেববর্মা ও এস আই বিশ্বজিৎ দেববর্মা।এই অভিযানে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন টিএস আর ব্যাটেলিয়ন পুরুষ ও মহিলা বাহিনি সহ ফরেষ্ট গাড,সিআরপি এফ বাহিনীর জওয়ানরা।পুলিশ সূত্রে জানা গেছে,মাদক নির্মূল অভিযানে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।1
- পূর্ব লক্ষী বিল উৎসবে -♦️ মহাপ্রসাদ বিতরণ করার সময় কি হলো - 😲❗1
- পরকীয়ার টানে ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ—হাতেনাতে ধরা পড়তেই ‘তাৎক্ষণিক বিয়ে’, তারপর সোজা ঘরে ফেরা! ত্রিপুরায় পাঠানো হল যুগলকে1
- Post by Gouranga Majumder1
- হিলিতে এসআইআর শুনানি শুরু, ৬৯ বুথের ৫৬৬৭ ভোটার যাচাই পর্বে প্রশাসনের কড়া নজর1
- অফলাইনে আবেদনপত্র জমা করতে গেলে অনলাইনের সারভার কি কাজে লাগে? বছর শেষে ভিত্তিহীন অজুহাত দেখিয়ে রেশন গ্রাহকদের হয়রানি করা হচ্ছে বলাগড়ে! খোদ সরকারি দপ্তরে!! এমনটা ই অভিযোগ রেশন পরিচিতি পত্রের নাম সংশোধন এর মতো অফ লাইন আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে না বলা হচ্ছে সারভার ডাউন আছে আগামী বছরে আসুন সরকারি দপ্তরের কর্মী রা বছর শেষে পিকনিকের মেজাজে প্রশ্ন উঠেছে অফলাইনে আবেদন পত্র জমা নিতে গেলে অনলাইন এর সারভার কি কাজে লাগে?1
- হালিশহর নেতাজি সংঘ ময়দানে শুরু হলো আট দিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট...4
- বিশ্রামগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে বিশ্রামগঞ্জ পদ্মনগর এলাকায় দুর্ঘটনা কপলে পড়ে বাড়ি ব্যানার্জি বাগান এলাকায় বিকাশ শীল ৪০ জুটন দাস ২৮1