logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

কোতুলপুরের মাধবপুর থেকে আদরা পথশ্রী রাস্তা

1 day ago
user_Bishnupur subdivision News
Bishnupur subdivision News
Journalist বিষ্ণুপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
1 day ago

কোতুলপুরের মাধবপুর থেকে আদরা পথশ্রী রাস্তা

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • গড়বেতার ছোট আঙ্গারিয়া দিবসকে সামনে রেখে শহীদ স্মরণসভা তৃণমূলের ৪ঠা জানুয়ারি অর্থাৎ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ছোট আঙারিয়া দিবস। প্রত্যেক বছরের মতো তৃণমূলের তরফ থেকে শহীদ সভার আয়োজন করা হয়।এইদিন শহীদ সভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, উত্তরা সিংহ হাজরা,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ জেলা ও ব্লকের এক ঝাঁক নেতৃত্ব। এই দিন বক্তব্য রাখতে গিয়ে এক জোটে বিজেপি ও সিপিআইএমকে নিশানা করলেন তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত ২০০১ সালের ৪ঠা জানুয়ারি ছোট আঙ্গারিয়াতে গণহত্যার ঘটনা ঘটে। এই গণহত্যায় ১১ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয় বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। আর অভিযোগ ওঠে CPIM এর দুষ্কৃতীদের উপর। এরপর ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেক বছর এই দিনে শহীদ স্মরণ সভা করছে তৃণমূল।
    1
    গড়বেতার ছোট আঙ্গারিয়া দিবসকে সামনে রেখে শহীদ স্মরণসভা তৃণমূলের 
৪ঠা জানুয়ারি অর্থাৎ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ছোট আঙারিয়া দিবস। প্রত্যেক বছরের মতো তৃণমূলের তরফ থেকে শহীদ সভার আয়োজন করা হয়।এইদিন শহীদ সভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, উত্তরা সিংহ হাজরা,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ জেলা ও ব্লকের এক ঝাঁক নেতৃত্ব। এই দিন বক্তব্য রাখতে গিয়ে এক জোটে বিজেপি ও সিপিআইএমকে নিশানা করলেন তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত ২০০১ সালের ৪ঠা জানুয়ারি ছোট আঙ্গারিয়াতে গণহত্যার ঘটনা ঘটে। এই গণহত্যায় ১১ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয় বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। আর অভিযোগ ওঠে CPIM এর দুষ্কৃতীদের উপর। এরপর ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেক বছর এই দিনে শহীদ স্মরণ সভা করছে তৃণমূল।
    user_DIPANJAN GON
    DIPANJAN GON
    Reporter গরবেটা 3, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • প্রতিদিনের প্রার্থনা সভায় জাতীয় সংগীতের সঙ্গে রাজ্য গীত গেয়ে ছাত্রছাত্রীরা দেশ ও রাজ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ঐক্যবোধ এবং সাংস্কৃতিক চেতনা আরও দৃঢ় হবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও অভিভাবকেরা।
    1
    প্রতিদিনের প্রার্থনা সভায় জাতীয় সংগীতের সঙ্গে রাজ্য গীত গেয়ে ছাত্রছাত্রীরা দেশ ও রাজ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ঐক্যবোধ এবং সাংস্কৃতিক চেতনা আরও দৃঢ় হবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও অভিভাবকেরা।
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Journalist গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়ে পরিবর্তন সংকল্প সভার প্রস্তুতি নিচ্ছিল বিজেপি এই অভিযোগ তুলে সরব তৃণমূল। চরম উত্তেজনা দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগানপাড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে পাল্টা অভিযোগ বিজেপির।তৃণমূল কর্মীদের অভিযোগ , শনিবার রাতের অন্ধকারে বিজেপির কিছু দুষ্কৃতী তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেয়। রবিবার সকালেই নজরে আসে এলাকার মানুষের। তারপরেই তৃণমূলের কর্মী সমর্থকরা সরব হয়। তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব নাগ ও সুশীল চ্যাটার্জী বলেন,"তৃণমূল কর্মীরা চাইলে আধ ঘন্টায় প্রতিরোধ করতে পারে। কিন্তু আমরা নোংরা রাজনীতি করি না। তবে যারা এইরকম ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।" পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,"তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ধারাবাহিকভাবে চলছে। নিজেরাই নিজেদের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়েছে। আর উত্তেজনা ছড়াতে বিজেপির নামে দোষ দেওয়া হচ্ছে। এটা তৃণমূলের দীর্ঘদিন ধরেই কালচার।" বিজেপির দলীয় সূত্রে খবর, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তাড়াতাড়ি এ রাজ্যে না থাকায় বিজেপির পরিবর্তন সংকল্প সভা বাতিল করা হয়েছে।
    4
    বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়ে পরিবর্তন সংকল্প সভার প্রস্তুতি নিচ্ছিল বিজেপি এই অভিযোগ তুলে সরব তৃণমূল। চরম উত্তেজনা দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগানপাড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে পাল্টা অভিযোগ বিজেপির।তৃণমূল কর্মীদের অভিযোগ , শনিবার রাতের অন্ধকারে বিজেপির কিছু দুষ্কৃতী তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেয়। রবিবার সকালেই নজরে আসে এলাকার মানুষের। তারপরেই তৃণমূলের কর্মী সমর্থকরা সরব হয়। তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব নাগ ও সুশীল চ্যাটার্জী বলেন,"তৃণমূল কর্মীরা চাইলে আধ ঘন্টায় প্রতিরোধ করতে পারে। কিন্তু আমরা নোংরা রাজনীতি করি না। তবে যারা এইরকম ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।" পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,"তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ধারাবাহিকভাবে চলছে। নিজেরাই নিজেদের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়েছে। আর উত্তেজনা ছড়াতে বিজেপির নামে দোষ দেওয়া হচ্ছে। এটা তৃণমূলের দীর্ঘদিন ধরেই কালচার।" বিজেপির দলীয় সূত্রে খবর, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তাড়াতাড়ি এ রাজ্যে না থাকায় বিজেপির পরিবর্তন সংকল্প সভা বাতিল করা হয়েছে।
    user_Sanatan Garai
    Sanatan Garai
    দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    12 min ago
  • Post by News Arambagh Town
    1
    Post by News Arambagh Town
    user_News Arambagh Town
    News Arambagh Town
    Journalist Arambag, Hooghly•
    17 hrs ago
  • চলন্ত ক্যামিকেলের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড
    1
    চলন্ত ক্যামিকেলের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    Journalist দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • দাসপুরে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় জার্মান কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা
    2
    দাসপুরে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় জার্মান কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতা
    user_News Daspur
    News Daspur
    দাসপুর 2, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • গোঘাট থানার শ্যামবাজার অঞ্চলের প্রাণ দু গ্রাম বেনেপুকুর শিবতলা প্রাথমিক বিদ্যালয় এর আজকে নবীনবরণ ও প্রাক্তনাদের বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বললেন
    1
    গোঘাট থানার শ্যামবাজার অঞ্চলের প্রাণ দু গ্রাম বেনেপুকুর শিবতলা প্রাথমিক বিদ্যালয় এর আজকে নবীনবরণ ও প্রাক্তনাদের বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বললেন
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Journalist গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • ১০০ দিনের কাজের নাম পরিবর্তন ঘিরে তোলপাড় দেশের রাজনীতি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে ভারতবর্ষের ঐতিহ্যকে কালিমালিপ্ত করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। নাম পরিবর্তন করে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা করার অভিযোগ তুলে ফের সরব হল কংগ্রেস। দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ে অনশন সত্যাগ্রহ আন্দোলন শুরু করল জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। রবিবার সকাল থেকে এই কর্মসূচিতে যোগ দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবীর চক্রবর্তী পর্যবেক্ষক ওমপ্রকাশ জয়সওয়াল সহ জেলা ও ব্লকের নেতৃত্বরা। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন,"সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের গ্রীন প্রজেক্ট ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্প। যা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল। গ্রামীণ এলাকার মানুষদের রোজকারের জায়গা হয়েছিল। সেই জাতির জনক মহোত্মা গান্ধীর নাম পরিবর্তন করে দিল দেশের প্রধানমন্ত্রী। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। নতুন নিয়মে আবার বলা হয়েছে ৬০% কেন্দ্র দেবে আর ৪০% রাজ্য দেবে। যে রাজ্য সরকারের অর্থনীতি ভারে মা ভবানী তারা কিভাবে টাকা দেবে। সরাসরি কেন্দ্রীয় সরকার পরিচালনা করতে চাইছে এই প্রকল্প। এই ভাবেই ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে ফেলে দিতে চাইছে আর এই প্রকল্পকেও বন্ধ করে দিতে চাইছে। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন জারি রয়েছে।"
    1
    ১০০ দিনের কাজের নাম পরিবর্তন ঘিরে তোলপাড় দেশের রাজনীতি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে ভারতবর্ষের ঐতিহ্যকে কালিমালিপ্ত করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। নাম পরিবর্তন করে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা করার অভিযোগ তুলে ফের সরব হল কংগ্রেস। দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ে অনশন সত্যাগ্রহ আন্দোলন শুরু করল জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। রবিবার সকাল থেকে এই কর্মসূচিতে যোগ দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবীর চক্রবর্তী পর্যবেক্ষক ওমপ্রকাশ জয়সওয়াল সহ জেলা ও ব্লকের নেতৃত্বরা। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন,"সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের গ্রীন প্রজেক্ট ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্প। যা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল। গ্রামীণ এলাকার মানুষদের রোজকারের জায়গা হয়েছিল। সেই জাতির জনক মহোত্মা গান্ধীর নাম পরিবর্তন করে দিল দেশের প্রধানমন্ত্রী। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। নতুন নিয়মে আবার বলা হয়েছে ৬০% কেন্দ্র দেবে আর ৪০% রাজ্য দেবে। যে রাজ্য সরকারের অর্থনীতি ভারে মা ভবানী তারা কিভাবে টাকা দেবে। সরাসরি কেন্দ্রীয় সরকার পরিচালনা করতে চাইছে এই প্রকল্প। এই ভাবেই ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে ফেলে দিতে চাইছে আর এই প্রকল্পকেও বন্ধ করে দিতে চাইছে। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন জারি রয়েছে।"
    user_Sanatan Garai
    Sanatan Garai
    দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    14 min ago
  • Post by News Arambagh Town
    1
    Post by News Arambagh Town
    user_News Arambagh Town
    News Arambagh Town
    Journalist Arambag, Hooghly•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.