শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের শুভ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের শুভ শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির হতে চলেছে এই মহাকাল মহাতীর্থ। সাংস্কৃতিক ও আধ্যাত্মিক এই পর্যটনকেন্দ্রটি ১৭.৪ একর জমির উপর তৈরি হতে চলেছে। এখানে প্রতিদিন মোট ১ লক্ষ তীর্থযাত্রী আসতে পারবেন। এছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি হচ্ছে। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে ১০৮ ফুট। সেটা যে ভিত্তির উপরে থাকবে সেটাও ১০৮ ফুট উচ্চতার হবে। অর্থাৎ এই মূর্তিটির মোট উচ্চতা হবে ২১৬ ফুট। এই মূর্তির পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে। এই মহাকাল মন্দিরে ২টি নন্দী-গৃহ থাকবে, যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে। মন্দির চত্বরে সীমানা বরাবর ১২টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে। ভারতবর্ষের ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। মন্দিরে ২টি প্রদক্ষিণ পথ থাকবে যেখানে ১০,০০০ ভক্তের সমাগম একসাথেই হতে পারে। এছাড়াও শিবালয়ের রীতি অনুযায়ী চার কোণে চারজন দেবতা পূজিত হবেন। দক্ষিণ-পশ্চিমে গণেশ ঠাকুর, উত্তর-পশ্চিমে কার্তিক ঠাকুর, উত্তর-পূর্বে শক্তি এবং দক্ষিণ-পূর্বে বিষ্ণু-নারায়ণ ঠাকুর। ২ দিকে ২টি সভা মণ্ডপ থাকবে। সেখানে ৬,০০০-এর বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনী ও মহিমা, পাথরের শিল্পকর্ম এবং ফ্রেস্কো চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রুদ্রাক্ষ কুণ্ড এবং অমৃত কুণ্ড থাকবে, যেখানে পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন আগত ভক্তবৃন্দ। এছাড়াও চত্বরের ভিতরে প্রসাদ বিতরণ কেন্দ্র, স্যুভিনিয়র আর্কেড, ক্যাফেটেরিয়া, ডালা কমপ্লেক্স, পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থা-সহ সবকিছুই থাকবে।
শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের শুভ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের শুভ শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির হতে চলেছে এই মহাকাল মহাতীর্থ। সাংস্কৃতিক ও আধ্যাত্মিক এই পর্যটনকেন্দ্রটি ১৭.৪ একর জমির উপর তৈরি হতে চলেছে। এখানে প্রতিদিন মোট ১ লক্ষ তীর্থযাত্রী আসতে পারবেন। এছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি হচ্ছে। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে ১০৮ ফুট। সেটা যে ভিত্তির উপরে থাকবে সেটাও ১০৮ ফুট উচ্চতার হবে। অর্থাৎ এই মূর্তিটির মোট উচ্চতা হবে ২১৬ ফুট। এই মূর্তির পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে। এই মহাকাল মন্দিরে ২টি নন্দী-গৃহ থাকবে, যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে। মন্দির চত্বরে সীমানা বরাবর ১২টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে। ভারতবর্ষের ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। মন্দিরে ২টি প্রদক্ষিণ পথ থাকবে যেখানে ১০,০০০ ভক্তের সমাগম একসাথেই হতে পারে। এছাড়াও শিবালয়ের রীতি অনুযায়ী চার কোণে চারজন দেবতা পূজিত হবেন। দক্ষিণ-পশ্চিমে গণেশ ঠাকুর, উত্তর-পশ্চিমে কার্তিক ঠাকুর, উত্তর-পূর্বে শক্তি এবং দক্ষিণ-পূর্বে বিষ্ণু-নারায়ণ ঠাকুর। ২ দিকে ২টি সভা মণ্ডপ থাকবে। সেখানে ৬,০০০-এর বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনী ও মহিমা, পাথরের শিল্পকর্ম এবং ফ্রেস্কো চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রুদ্রাক্ষ কুণ্ড এবং অমৃত কুণ্ড থাকবে, যেখানে পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন আগত ভক্তবৃন্দ। এছাড়াও চত্বরের ভিতরে প্রসাদ বিতরণ কেন্দ্র, স্যুভিনিয়র আর্কেড, ক্যাফেটেরিয়া, ডালা কমপ্লেক্স, পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থা-সহ সবকিছুই থাকবে।
- হুগলির সিঙ্গুরে ১৮ ই জানুয়ারি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই প্রাক্কালে প্রস্তুতিপর্ব তুঙ্গে।1
- মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির মানবিক প্রয়াস সেবাশ্রয় আজ শুধু ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে সীমাবদ্ধ নেই, তা সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে এবং আগামীকাল নন্দীগ্রামের এক ও দুই নম্বর ব্লকের সূচনা হয়েছে, অধিকারী পরিবার যাই করে নিক অভিষেক ব্যানার্জির মহান প্রয়াস আটকাতে পারবেনা কখনো, এবং মাননীয় সংসদ জানিয়েছে, ভবিষ্যতে অধিকারী পরিবারকেও সেবাস্রয় ক্যাম্পে আসতে হবে।1
- রাজ কুমার ঘোষ। কালনা। পূর্ব বর্ধমান নিঃশর্ত দাবি তে SIR সমস্ত ভারতীয় নাগরিকদের নাম তুলতে হবে। যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের নাম সেই ভাবেই রাখতে হবে। SIR এর নামে মানুষকে হয়রানি করা চলবে না। এই সমস্ত দাবি নিয়ে এদিন শুক্রবার সকলে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় পারুলডাঙ্গা রেলগেটে রেল অবরোধে সামিল হলেন স্থানীয়ও এলাকার মানুষজনেরা। ভারতের নাগরিক সমাজ ও সকল মুসলিম সমাজের মানুষ এদিন এই রেল অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি। জিআরপি আরপিএফ এর বাধা অতিক্রম করে এদিন রেল অবরোধ চালায় মানুষজন। শুক্রবার ৭. ৫০ থেকে ৮. ০২ পর্যন্ত ডাউন হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আটকায় এলাকার মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয় কালনা জিআরপি এবং আরপিএফ। পরবর্তী সময়ে তাদের আশ্বাসে রেল অবরোধ সরিয়ে নেয় তারা।1
- পাড়ায় পাড়ায় উন্নয়নের পাঁচালী ৫ নম্বর ওয়ার্ডে, কি বলছে শুনুন #newsarambaghtown #arambaghhooghly #HooghlyNews #arambagh #আরামবাগ #TMCNews #tmc News Arambagh Town1
- ঘাটাল শিশু উৎসব ও শিশু মেলায় দেব যা বললেন1
- ঘাটাল শিশু মেলার মঞ্চে দেব এর নামে ডাক টিকিট উপহার কেন্দ্রের। মেলার মঞ্চ থেকে দেব এর ঘোষণা ঘাটালে এবার হবে সিনেমাহল। শুক্রবার ৩৭ তম বর্ষের ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধনে এসেছিলেন দেব এবং রুকমিণী1
- বৈদ্যবাটি বইমেলায় স্বয়ংসিদ্ধা ও নির্মল বাংলার সচেতনার কর্মকাণ্ড1
- মল্লিক পটল চারা নার্সারি . Contact no -83273173011
- মেদিনীপুর কলেজিয়েট স্কুল মঞ্চে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শকদের মধ্যে একা গেল প্রবল উন্মাদনা।1