সামাজিক অবক্ষয়ের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো এক জন্মদাত্রী মা, পরকীয়ার জেরে নিজের পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করল তার জন্মদাত্রী মা। পরকীয়া সামাজিক ব্যাধি হিসেবে ধারণা করে অনেকেই। বর্তমান সমাজে পরকীয়ার জেরে সামাজিক যে অধঃপতন শুরু হয়েছে তার শেষ কি হবে হয়তোবা অনেকেই জানেনা। সামাজিক অবক্ষয় দিন দিন যে জায়গাতে পৌঁছেছে, এই তলানি থেকে সমাজ ব্যবস্থাকে উদ্ধার করা অনেকটা কঠিন সাধ্য রূপে পরিণত হয়েছে। পরকীয়ার জেরে প্রাণ দিতে হলো পাঁচ মাসের শিশুকে। ঘটনা সোনামুড়া থানা এলাকার রামপদ পাড়া এডিসি ভিলেজে। ঘটনায় জানাজায় আজ দুপুর বারোটার দিকে গৃহবধূ সুচিত্রা দেববর্মা তার পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। স্বামী অমিত দেববর্মা রাবার টেপিং করে জীবিকা নির্বাহ করে। তাদের সাত বছরের একটি ছেলেও বর্তমান রয়েছে। প্রতিবেশী একজনের সাথে প্রায় এক বছরের উপরে সুচিত্রা দেববর্মার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। যেটি পরিবারের মূল অশান্তির কারণ ছিল। যার পরিণতি প্রাণ গেল পাঁচ মাসের শিশু কন্যার । ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী গ্রেপ্তার করা হয় মানুষরূপী রাক্ষসী জন্মদাত্রী মাকে। পুলিশ গিয়ে পাঁচ মাসের শিশুর নিথর দেহ উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। যদিও এখন অব্দি পরিবারের পক্ষ থেকে থানায় কোনরূপ মামলা করা হয়নি যদিও পুলিশ একটি সোমটো মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
সামাজিক অবক্ষয়ের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো এক জন্মদাত্রী মা, পরকীয়ার জেরে নিজের পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করল তার জন্মদাত্রী মা। পরকীয়া সামাজিক ব্যাধি হিসেবে ধারণা করে অনেকেই। বর্তমান সমাজে পরকীয়ার জেরে সামাজিক যে অধঃপতন শুরু হয়েছে তার শেষ কি হবে হয়তোবা অনেকেই জানেনা। সামাজিক অবক্ষয় দিন দিন যে জায়গাতে পৌঁছেছে, এই তলানি থেকে সমাজ ব্যবস্থাকে উদ্ধার করা অনেকটা কঠিন সাধ্য রূপে পরিণত হয়েছে। পরকীয়ার জেরে প্রাণ দিতে হলো পাঁচ মাসের শিশুকে। ঘটনা সোনামুড়া থানা এলাকার রামপদ পাড়া এডিসি ভিলেজে। ঘটনায় জানাজায় আজ দুপুর বারোটার দিকে গৃহবধূ সুচিত্রা দেববর্মা তার পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। স্বামী অমিত দেববর্মা রাবার টেপিং করে জীবিকা নির্বাহ করে। তাদের সাত বছরের একটি ছেলেও বর্তমান রয়েছে। প্রতিবেশী একজনের সাথে প্রায় এক বছরের উপরে সুচিত্রা দেববর্মার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। যেটি পরিবারের মূল অশান্তির কারণ ছিল। যার পরিণতি প্রাণ গেল পাঁচ মাসের শিশু কন্যার । ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী গ্রেপ্তার করা হয় মানুষরূপী রাক্ষসী জন্মদাত্রী মাকে। পুলিশ গিয়ে পাঁচ মাসের শিশুর নিথর দেহ উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। যদিও এখন অব্দি পরিবারের পক্ষ থেকে থানায় কোনরূপ মামলা করা হয়নি যদিও পুলিশ একটি সোমটো মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
- জাকিয়ে পড়েছে শীত । এই হারহিম করা শীতের মাঝে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন "আভা- এক আশার আলো"নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। রবিবার সাত সকালে মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গোবরা কুড়ি শ্মশানে ওই কম্বল বিতরন অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এদিন ওই শ্মশানের সুন্দর মনমুগ্ধ কর পরিবেশে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার প্রায় ১৫০জন দুস্থ মহিলা ও পুরুষদের হাতে কম্বল তুলেদেন "আভা- এক আশার আলো"নামে ওই স্বেচ্ছা সেবী সংস্থার সদস্যরা। ওই সংগঠনের এক সদস্য আদর্শ মিশ্র জানান প্রতি বছর এই ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি । এবছরও দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দিলাম। আমরা সারা বছর রক্তদান সহ নানা রকম সমাজ সেবামূলক কাজ করে থাকি।1
- বাঘের আক্রমণে ক্ষতবিক্ষত এক গৃহবধূ, বাঘের আতঙ্কে জড়োসড় এলাকাবাসী1
- লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন1
- Post by Hamidul Haque1
- sushil Singh durgapur YouTube ♥️😘🙏 Benachity durgapur 🙏1
- Post by Salim Sk1
- Post by Hamidul Haque1
- KOLKATA to KISAHANGANJ1
- चीन में लाइव कॉन्सर्ट के दौरान टेक्नोलॉजी ने नया इतिहास रच दिया। Unitree का G1 robot पहली बार स्टेज पर डांसर बना। Wang Leehom के चेंगदू कॉन्सर्ट में रोबोट्स ने उनके साथ परफॉर्म किया। जैसे ही गाना Open Fire शुरू हुआ, रोबोट्स ने इंसानों की तरह तालमेल में डांस कर दर्शकों को हैरान कर दिया। #AI #Robots #FutureTech #China #AIDance #LiveConcert #Automation #TechNews #FutureIsHere #ArtificialIntelligence1