Shuru
Apke Nagar Ki App…
হিলি: ipac অফিসে কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’-এর অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুরের হিলিতে রাস্তায় তৃণমূল, শহরজুড়ে প্রতিবাদ
Hili News Bangla
হিলি: ipac অফিসে কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’-এর অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুরের হিলিতে রাস্তায় তৃণমূল, শহরজুড়ে প্রতিবাদ
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- হিলি: দুই দিনব্যাপী লোকনাথ মহামিলন উৎসব, ভক্তদের ঢল1
- মালদা:---- আজ ঘরের মেয়ে ঘরে ফেরার পালা।তাই শনিবার সকাল থেকেই ঘরের মেয়েকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ।কারণ তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসম নূর আজই দিল্লি থেকে ফিরছেন মালদায়। তিনি বেলা ১টা নাগাদ ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামবেন। সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র্যালি করে যাবেন কোতুয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী কোতুয়ালি ভবনের সদস্য মৌসম নূরকে। তাই শনিবার সকাল থেকেই মৌসম নূরকে অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতুয়ালি ভবনে। কোতুয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন, ফ্লেক্সে। ঘরের মেয়ে ঘরে ফেরায় মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা। এই বিষয় জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার কি বলেন শুনুন1
- Bhatol ,jahani morer kache ..notun tokan akhane abossoi asbe..1
- অজ্ঞাত পরিচয় এক মহিলাকে রাস্তায় পেয়ে তাকে সেবা যত্ন করলেন এলাকাবাসী1
- চলন্ত ক্যামিকেলের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ধুলাগড়ে হাওড়া ধুলাগড়ে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। জানা গেছে, রাত আনুমানিক ৯টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলাগড় পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় একটি চলন্ত ক্যামিকেলের গাড়ির ট্যাঙ্কে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ও চলাচলরত একাধিক গাড়িতে আগুন লেগে যায় এবং সেগুলি সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে যায় বলে জানা গেছে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় পুলিশ। পাশাপাশি একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পেট্রোল পাম্পের একেবারে সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সময়মতো দমকল বাহিনী পৌঁছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনায় বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় এলাকা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত নেই। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।1
- চিলাখানা উচ্চতর বিদ্যালয় ১৯৬৮ সন প্রতিষ্ঠা হয়েছিল সেই উপলক্ষে বর্ণাঢ্য তো শোভাযাত্রা অনুষ্ঠিত হলো1
- নলহাটি বিধানসভায় সমাজবাদী পার্টির কর্মী সম্মেলন, জোর প্রস্তুতিতে সংগঠন1
- বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পথে! দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি রেল সংযোগে নতুন দিগন্ত1